খড়গপুর, 2 মার্চ: খড়গপুরে জয়ী হিরণ চট্টেপাধ্যায় । তবে এবার কাউন্সিলর ভোটে তিনি মাত্র 108টি অতিরিক্ত ভোট পেয়ে পরাজিত করেন তৃণমূল প্রার্থী জহর পালকে। খড়গপুর 33 নং ওয়ার্ডের মোট 5862টি ভোটের মধ্যে হিরণের প্রাপ্ত ভোট সংখ্যা 2567টি ৷ অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাপ্ত ভোট 2469টি । তাই শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে 108টি ভোটে জেতেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Bengal Civic Polls Result 2022)।
পৌরসভা নির্বাচনে রাজ্যে ঘাসফুল ঝড়ে কুপোকাত পদ্মশিবির । বামেদের হাতে কয়েকটা পৌরসভা এলেও বিজেপি কার্যত দাঁড়াতেই পারেনি এবারের পৌর নির্বাচনে । বলা যায় ১০৮টি পৌরসভার মধ্যে কোথাও পদ্ম ফোটেনি । তবে শেষ বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর আসনে জয় এসেছিল বিজেপি-র ঘরে । সেই বিধায়ক হিরণের হাত ধরে খড়গপুরের 33 নম্বর ওয়ার্ডে জয় পেল বিজেপি । এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জহর পালকে হারান তিনি (Hiran Chatterjee Kharagpur) ।
আরও পড়ুন: Bengal Civic Polls Result 2022 : রাস্তাজুড়ে সবুজ আবির, জিতেও দেখা নেই বিজেপি প্রার্থীদের
পৌরভোটে খড়গপুর পৌরসভায় ছ'টি আসন পেয়েছে বিজেপি । মোট 35টি ওয়ার্ডের মধ্যে হিরণের আসন নিয়ে মোট ছয়টি ওয়ার্ড দখল করল বিজেপি । জয়ের পরেই হিরণ জানান, এই জয় মানুষের জয় এই জয় মানুষের উন্নয়নের জয় । তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক মঞ্চের লড়াই মানে অনুন্নয়নের বিরুদ্ধে লড়ে তিনি জিতেছেন । এই লড়াই মানুষের দাবি পূরণের । মানুষ ভাল রাস্তাঘাট চেয়েছে, মানুষ ভাল পানীয় জল চেয়েছে তাই তাঁকে জিতিয়েছেন । তিনি সরকারের কাজের ক্ষেত্রে বক্তব্য রাখতে গিয়ে বলেন, "সরকার এবং এই মানুষের মধ্যে ডেলিভারি বয়ের কাজ করেন তিনি । কেবলমাত্র সরকারের প্রকল্পের টাকা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তাদের মত প্রতিনিধি নির্বাচন করা । তাই দীর্ঘ অনুন্নয়ন এবং পৌরসভায় ওয়ার্ডে মানুষের দাবি দাওয়া পুরণের জন্যই মানুষ তাকে আবার বেছে নিয়েছে এবং প্রমাণ করেছে যে কোনওভাবে অনুন্নয়ন চলতে পারে না ।"
আরও পড়ুন: Congress Lost in Baharampur : তিনদশক পর বহরমপুর পৌরসভা হাতছাড়া কংগ্রেসের
প্রসঙ্গগত, বলা যায় জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের অন্যতম রেল শহর হিসেবে পরিচিত খড়গপুর । এই খড়গপুরে অবাঙালিও আছে । আর এই অবাঙালি ভোটারদের কারণেই খড়গপুর থেকে বিজেপির জেতা অব্যাহত রয়েছে । কখনও বিধায়ক হিসেবে জয়ী হয়েছেন দিলীপ ঘোষ কখনওবা হিরণ চট্টোপাধ্যায় । আবার খড়গপুরের উপর ভর করেই সাংসদ হিসেবে জয়ী হয়েছেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ । এবার তাই এখানকার বিধায়ক তথা হিরণকে কাউন্সিল হিসেবে পেল খড়গপুর ৷