ETV Bharat / state

Bengal Civic Polls Result 2022: আমি কেবল কুরিয়ার বয়, সরকারের কাজ মানুষের মধ্যে ডেলিভারি করি: অভিনেতা হিরণ - Hiran's Reaction

'আমি কেবল কুরিয়ার বয়! সরকারের কাজ মানুষের মধ্যে ডেলিভারি করি' ভোটে জিতে প্রতিক্রিয়া খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Bengal Civic Polls Result 2022) ।

Bengal Civic Polls Result 2022
সরকারের কাজ মানুষের মধ্যে ডেলিভারি করি
author img

By

Published : Mar 2, 2022, 10:19 PM IST

খড়গপুর, 2 মার্চ: খড়গপুরে জয়ী হিরণ চট্টেপাধ্যায় । তবে এবার কাউন্সিলর ভোটে তিনি মাত্র 108টি অতিরিক্ত ভোট পেয়ে পরাজিত করেন তৃণমূল প্রার্থী জহর পালকে। খড়গপুর 33 নং ওয়ার্ডের মোট 5862টি ভোটের মধ্যে হিরণের প্রাপ্ত ভোট সংখ্যা 2567টি ৷ অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাপ্ত ভোট 2469টি । তাই শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে 108টি ভোটে জেতেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Bengal Civic Polls Result 2022)।

পৌরসভা নির্বাচনে রাজ্যে ঘাসফুল ঝড়ে কুপোকাত পদ্মশিবির । বামেদের হাতে কয়েকটা পৌরসভা এলেও বিজেপি কার্যত দাঁড়াতেই পারেনি এবারের পৌর নির্বাচনে । বলা যায় ১০৮টি পৌরসভার মধ্যে কোথাও পদ্ম ফোটেনি । তবে শেষ বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর আসনে জয় এসেছিল বিজেপি-র ঘরে । সেই বিধায়ক হিরণের হাত ধরে খড়গপুরের 33 নম্বর ওয়ার্ডে জয় পেল বিজেপি । এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জহর পালকে হারান তিনি (Hiran Chatterjee Kharagpur) ।

আরও পড়ুন: Bengal Civic Polls Result 2022 : রাস্তাজুড়ে সবুজ আবির, জিতেও দেখা নেই বিজেপি প্রার্থীদের

পৌরভোটে খড়গপুর পৌরসভায় ছ'টি আসন পেয়েছে বিজেপি । মোট 35টি ওয়ার্ডের মধ্যে হিরণের আসন নিয়ে মোট ছয়টি ওয়ার্ড দখল করল বিজেপি । জয়ের পরেই হিরণ জানান, এই জয় মানুষের জয় এই জয় মানুষের উন্নয়নের জয় । তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক মঞ্চের লড়াই মানে অনুন্নয়নের বিরুদ্ধে লড়ে তিনি জিতেছেন । এই লড়াই মানুষের দাবি পূরণের । মানুষ ভাল রাস্তাঘাট চেয়েছে, মানুষ ভাল পানীয় জল চেয়েছে তাই তাঁকে জিতিয়েছেন । তিনি সরকারের কাজের ক্ষেত্রে বক্তব্য রাখতে গিয়ে বলেন, "সরকার এবং এই মানুষের মধ্যে ডেলিভারি বয়ের কাজ করেন তিনি । কেবলমাত্র সরকারের প্রকল্পের টাকা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তাদের মত প্রতিনিধি নির্বাচন করা । তাই দীর্ঘ অনুন্নয়ন এবং পৌরসভায় ওয়ার্ডে মানুষের দাবি দাওয়া পুরণের জন্যই মানুষ তাকে আবার বেছে নিয়েছে এবং প্রমাণ করেছে যে কোনওভাবে অনুন্নয়ন চলতে পারে না ।"

আমি কেবল কুরিয়ার বয়, সরকারের কাজ মানুষের মধ্যে ডেলিভারি করি : অভিনেতা হিরণ

আরও পড়ুন: Congress Lost in Baharampur : তিনদশক পর বহরমপুর পৌরসভা হাতছাড়া কংগ্রেসের

প্রসঙ্গগত, বলা যায় জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের অন্যতম রেল শহর হিসেবে পরিচিত খড়গপুর । এই খড়গপুরে অবাঙালিও আছে । আর এই অবাঙালি ভোটারদের কারণেই খড়গপুর থেকে বিজেপির জেতা অব্যাহত রয়েছে । কখনও বিধায়ক হিসেবে জয়ী হয়েছেন দিলীপ ঘোষ কখনওবা হিরণ চট্টোপাধ্যায় । আবার খড়গপুরের উপর ভর করেই সাংসদ হিসেবে জয়ী হয়েছেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ । এবার তাই এখানকার বিধায়ক তথা হিরণকে কাউন্সিল হিসেবে পেল খড়গপুর ৷

খড়গপুর, 2 মার্চ: খড়গপুরে জয়ী হিরণ চট্টেপাধ্যায় । তবে এবার কাউন্সিলর ভোটে তিনি মাত্র 108টি অতিরিক্ত ভোট পেয়ে পরাজিত করেন তৃণমূল প্রার্থী জহর পালকে। খড়গপুর 33 নং ওয়ার্ডের মোট 5862টি ভোটের মধ্যে হিরণের প্রাপ্ত ভোট সংখ্যা 2567টি ৷ অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাপ্ত ভোট 2469টি । তাই শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে 108টি ভোটে জেতেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Bengal Civic Polls Result 2022)।

পৌরসভা নির্বাচনে রাজ্যে ঘাসফুল ঝড়ে কুপোকাত পদ্মশিবির । বামেদের হাতে কয়েকটা পৌরসভা এলেও বিজেপি কার্যত দাঁড়াতেই পারেনি এবারের পৌর নির্বাচনে । বলা যায় ১০৮টি পৌরসভার মধ্যে কোথাও পদ্ম ফোটেনি । তবে শেষ বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর আসনে জয় এসেছিল বিজেপি-র ঘরে । সেই বিধায়ক হিরণের হাত ধরে খড়গপুরের 33 নম্বর ওয়ার্ডে জয় পেল বিজেপি । এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জহর পালকে হারান তিনি (Hiran Chatterjee Kharagpur) ।

আরও পড়ুন: Bengal Civic Polls Result 2022 : রাস্তাজুড়ে সবুজ আবির, জিতেও দেখা নেই বিজেপি প্রার্থীদের

পৌরভোটে খড়গপুর পৌরসভায় ছ'টি আসন পেয়েছে বিজেপি । মোট 35টি ওয়ার্ডের মধ্যে হিরণের আসন নিয়ে মোট ছয়টি ওয়ার্ড দখল করল বিজেপি । জয়ের পরেই হিরণ জানান, এই জয় মানুষের জয় এই জয় মানুষের উন্নয়নের জয় । তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক মঞ্চের লড়াই মানে অনুন্নয়নের বিরুদ্ধে লড়ে তিনি জিতেছেন । এই লড়াই মানুষের দাবি পূরণের । মানুষ ভাল রাস্তাঘাট চেয়েছে, মানুষ ভাল পানীয় জল চেয়েছে তাই তাঁকে জিতিয়েছেন । তিনি সরকারের কাজের ক্ষেত্রে বক্তব্য রাখতে গিয়ে বলেন, "সরকার এবং এই মানুষের মধ্যে ডেলিভারি বয়ের কাজ করেন তিনি । কেবলমাত্র সরকারের প্রকল্পের টাকা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তাদের মত প্রতিনিধি নির্বাচন করা । তাই দীর্ঘ অনুন্নয়ন এবং পৌরসভায় ওয়ার্ডে মানুষের দাবি দাওয়া পুরণের জন্যই মানুষ তাকে আবার বেছে নিয়েছে এবং প্রমাণ করেছে যে কোনওভাবে অনুন্নয়ন চলতে পারে না ।"

আমি কেবল কুরিয়ার বয়, সরকারের কাজ মানুষের মধ্যে ডেলিভারি করি : অভিনেতা হিরণ

আরও পড়ুন: Congress Lost in Baharampur : তিনদশক পর বহরমপুর পৌরসভা হাতছাড়া কংগ্রেসের

প্রসঙ্গগত, বলা যায় জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের অন্যতম রেল শহর হিসেবে পরিচিত খড়গপুর । এই খড়গপুরে অবাঙালিও আছে । আর এই অবাঙালি ভোটারদের কারণেই খড়গপুর থেকে বিজেপির জেতা অব্যাহত রয়েছে । কখনও বিধায়ক হিসেবে জয়ী হয়েছেন দিলীপ ঘোষ কখনওবা হিরণ চট্টোপাধ্যায় । আবার খড়গপুরের উপর ভর করেই সাংসদ হিসেবে জয়ী হয়েছেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ । এবার তাই এখানকার বিধায়ক তথা হিরণকে কাউন্সিল হিসেবে পেল খড়গপুর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.