ETV Bharat / state

দাঁতনে দিলীপ ঘোষের গাড়িতে ভাঙচুর

দাঁতনের রামপুর প্রাথমিক বিদ্যালয়ের 202 নম্বর বুথের কাছে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর । এলাকায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী ।

ফাইল ফোটো
author img

By

Published : May 12, 2019, 12:48 PM IST

Updated : May 12, 2019, 5:54 PM IST

দাঁতন, 12 মে : দাঁতনের রামপুর প্রাথমিক বিদ্যালয়ের 202 নম্বর বুথের কাছে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর । অভিযোগের তির তৃণমূলের দিকে । এলাকায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী ।

সকাল থেকে দাঁতনের এই বুথে BJP এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে । খবর পেয়ে কিছুক্ষণ আগে BJP প্রার্থী দিলীপ ঘোষ সেখানে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী-সমর্থকরা । তখন তিনি গাড়ি থেকে নামেন । তারপর দিলীপবাবুর গাড়িতে ভাঙচুর চালানো হয় ।

দাঁতনে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, "রামপুরায় আমাদের কর্মীদের আক্রমণ করা হয়েছে । বুথে যেতে দেওয়া হচ্ছে না । গতকাল থেকেই এখানে আমাদের কর্মীদের ভয় দেখাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এরা সাধারণ মানুষকে ভোট দেওয়া থেকেও আটকাচ্ছে ।"

দাঁতন, 12 মে : দাঁতনের রামপুর প্রাথমিক বিদ্যালয়ের 202 নম্বর বুথের কাছে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর । অভিযোগের তির তৃণমূলের দিকে । এলাকায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী ।

সকাল থেকে দাঁতনের এই বুথে BJP এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে । খবর পেয়ে কিছুক্ষণ আগে BJP প্রার্থী দিলীপ ঘোষ সেখানে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী-সমর্থকরা । তখন তিনি গাড়ি থেকে নামেন । তারপর দিলীপবাবুর গাড়িতে ভাঙচুর চালানো হয় ।

দাঁতনে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, "রামপুরায় আমাদের কর্মীদের আক্রমণ করা হয়েছে । বুথে যেতে দেওয়া হচ্ছে না । গতকাল থেকেই এখানে আমাদের কর্মীদের ভয় দেখাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এরা সাধারণ মানুষকে ভোট দেওয়া থেকেও আটকাচ্ছে ।"

Intro:VoteBody:ভোটের ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের 56 নম্বর বুথে ভোটারদের ভোট দেওয়ার পাশাপাশি অভিযোগ রয়েছে আলোর ব্যবস্থা নিয়েConclusion:সেক্টর অফিসার জানিয়েছেন ব্যবস্থা নেয়া হোক
Last Updated : May 12, 2019, 5:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.