খড়গপুর, 15 মে: কুড়মিদের নিয়ে ফের বিস্ফোরক বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "আমার এলাকায় আন্দোলন করা কুড়মিদের অসময়ে চাল-ডাল দিয়েছি ঠিকই । কিন্তু কেউ যদি উলটোপালটা কিছু করতে আসে তাহলে দিলীপ ঘোষ তাদের কাপড় খুলে দেবে।" এছাড়াও নিজের ভাইপো গ্রেফতার হওয়া প্রসঙ্গে বললেন, "প্রেম-টেম নিয়ে পার্টি মাথা ঘামায় না। যদি দোষী হয় তাহলে অবশ্যই শাস্তি পাবে।"
সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে খড়গপুর শহরের বোগদা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চা চক্র করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ । সেখানে তিনি নিজেদের কর্মী সমর্থকদের নিয়ে এক আলোচনার পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হন। এরপর সাংবাদিকরা তাঁকে কুড়মিদের আন্দোলনে চাল-ডাল দেওয়া নিয়ে প্রকাশ্যে হুমকি প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, "আমরা এই কুড়মিদের পাশে রয়েছি। আমার এলাকায় আন্দোলনরত কুড়মিদের অসময়ে খাবার দাবার তুলে দিয়েছি। কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমরা ওদের সব কাপড় খুলে দেব। হিম্মত থাকলে ওদের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে রিজাইন করাক ৷ এর সঙ্গে তোমাদের যত মাহাতো সম্প্রদায়ের মন্ত্রী বিধায়করা রয়েছে তাদের ব্যবস্থা নিক ৷ কিন্তু দিলীপ ঘোষের পিছনে যেন না লাগতে না আসে ।"
এরপর ঝাড়গ্রামে দিলীপ ঘোষের ভাইপো গ্রেফতার প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, "শুনেছি এরকম একটা ঘটনা । কে কাকে প্রেম করবে, কে কাকে মেসেজ করবে তাতে পার্টির কিছু করার নেই । তবে যদিও দোষী হয় আইন আছে ৷ আইন মোতাবেক শাস্তি পাবে এই নিয়ে আর বেশি কোনও মন্তব্য করব না ।"
দিলীপ ঘোষ এদিন একাধিক কর্মসূচি নিয়ে খড়গপুরে এসে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যোগদান করেন । এরপর রাত্রি নিবাস করার কথা আছে খড়গপুরের নিজস্ব সাংসদ কোয়ার্টারে ।
আরও পড়ুন : বিধায়ক অজিত মাইতির বক্তব্যে বিতর্ক ! কুড়মিদের কাছে ক্ষমা চাইলেন মমতা