ETV Bharat / state

পুরোহিত নয়, ভক্তরাই পুজো করে ক্ষীরপাইয়ের বড়মাকে - kali puja at khirpai

পুরোহিত ছাড়াই ভক্তদের হাতে পুজো নেয় ক্ষীরপাইয়ের বড়মা ৷ তবে এবারের দীপাবলিতে ক্ষীরপাইয়ের বড়মা কালী পুজোয় মানা হচ্ছে কোরোনার যাবতীয় বিধি নিষেধ ৷ প্রতিবছরের মতো এবছর দেওয়া হবে না অন্নকূট, জানিয়ে দিল মন্দির কমিটি ৷

পুরোহিত নয়, ভক্তরাই পুজো করে ক্ষীরপাইয়ের বড়মাকে
পুরোহিত নয়, ভক্তরাই পুজো করে ক্ষীরপাইয়ের বড়মাকে
author img

By

Published : Nov 3, 2020, 1:28 PM IST

ক্ষীরপাই, 3 নভেম্বর : রয়েছে মন্দির ৷ আর সেই মন্দিরে রয়েছে 42 ফুটের কংক্রিটের তৈরি শ্মশান কালীর প্রতিমা ৷ তবে নেই পুজো করার পুরোহিত ৷ 16 বছর ধরে পুরোন রীতিরেওয়াজেই জাঁকজমকের সঙ্গে ভক্তরাই পুজো করে আসছে ৷ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের ক্ষীরপাইয়ের বড়মার মন্দিরের রীতি ৷ সমস্ত রীতি মেনে এবছর ষোড়শ বর্ষের পুজোর আয়োজন করা হচ্ছে ৷

দীর্ঘ 42 ফুটের উচ্চতার কালীমূর্তি জেলায় অমিল ৷ তাই স্থানীয়দের কাছে এই মন্দিরের কালী বড়মা নামেই পরিচিত ৷ এর পাশাপাশি মাটির আরও একটি প্রতিমা রয়েছে, যা ছোটো মা নামে পরিচিত ৷ অমাবস্যা তিথি ও কালীপুজোর দিনই কেবল পুরোহিত ডেকে বড়মার পুজো করানো হয় ৷ এছাড়া সারা বছরই ভক্তরাই নিজের হাতে পুজো দেন ৷ তবে কোনও দক্ষিণা দেওয়া এখানে নিষিদ্ধ ৷

প্রতিবছর দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয় এখানে ৷ চড়ানো হয় বলি ৷ ভক্তদের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হয় ৷ সেই খিচুড়িতে বলির মাংস মিশিয়ে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় ৷ তবে এবছর কোরোনা পরিস্থিতির কারণে ভক্তদের সমাগমে অন্নকূট বিতরণ বন্ধ থাকবে ৷ বাকি পুজো যেমন হয় তেমনটাই হবে ৷

পুরোহিত নয়, ভক্তরাই পুজো করে ক্ষীরপাইয়ের বড়মাকে

মন্দিরের প্রতিষ্ঠাতা শুদ্ধদেব রায় এপ্রসঙ্গে বলেন, "এই বড়মার পুজোয় কোনও পুরোহিত লাগে না । যে ভক্ত সেই বড়মাকে পুজো করতে পারে ৷ নিজেরাই ফলমূল, ফুল, বাতাসা দিয়ে পুজো করে । বড়মাকে কোনও পাওনা অথবা দান করা যায় না, বা দেওয়া যায় না কোন প্রণামী । তাই এই বড়মা সবার উপর সন্তুষ্ট এবং জাগ্রত ৷"

পুজো কমিটির তরফে জানানো হয়েছে, এবছরে কোরোনা সংক্রমণ এড়াতে যাবতীয় বিধি মেনেই পুজো অনুষ্ঠিত হবে ৷ ভক্তদের আগে থেকেই সে বার্তা দেওয়া হয়েছে ৷ সামনের অমাবস্যায় কালীপুজো, পুরানো রীতি মেনে সমস্ত আয়োজন করা হচ্ছে ৷ তবে কোরোনার বিধি নিষেধের জন্য কিছু রীতি এবছরের জন্য বাতিল করা হয়েছে ৷

ক্ষীরপাই, 3 নভেম্বর : রয়েছে মন্দির ৷ আর সেই মন্দিরে রয়েছে 42 ফুটের কংক্রিটের তৈরি শ্মশান কালীর প্রতিমা ৷ তবে নেই পুজো করার পুরোহিত ৷ 16 বছর ধরে পুরোন রীতিরেওয়াজেই জাঁকজমকের সঙ্গে ভক্তরাই পুজো করে আসছে ৷ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের ক্ষীরপাইয়ের বড়মার মন্দিরের রীতি ৷ সমস্ত রীতি মেনে এবছর ষোড়শ বর্ষের পুজোর আয়োজন করা হচ্ছে ৷

দীর্ঘ 42 ফুটের উচ্চতার কালীমূর্তি জেলায় অমিল ৷ তাই স্থানীয়দের কাছে এই মন্দিরের কালী বড়মা নামেই পরিচিত ৷ এর পাশাপাশি মাটির আরও একটি প্রতিমা রয়েছে, যা ছোটো মা নামে পরিচিত ৷ অমাবস্যা তিথি ও কালীপুজোর দিনই কেবল পুরোহিত ডেকে বড়মার পুজো করানো হয় ৷ এছাড়া সারা বছরই ভক্তরাই নিজের হাতে পুজো দেন ৷ তবে কোনও দক্ষিণা দেওয়া এখানে নিষিদ্ধ ৷

প্রতিবছর দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয় এখানে ৷ চড়ানো হয় বলি ৷ ভক্তদের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হয় ৷ সেই খিচুড়িতে বলির মাংস মিশিয়ে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় ৷ তবে এবছর কোরোনা পরিস্থিতির কারণে ভক্তদের সমাগমে অন্নকূট বিতরণ বন্ধ থাকবে ৷ বাকি পুজো যেমন হয় তেমনটাই হবে ৷

পুরোহিত নয়, ভক্তরাই পুজো করে ক্ষীরপাইয়ের বড়মাকে

মন্দিরের প্রতিষ্ঠাতা শুদ্ধদেব রায় এপ্রসঙ্গে বলেন, "এই বড়মার পুজোয় কোনও পুরোহিত লাগে না । যে ভক্ত সেই বড়মাকে পুজো করতে পারে ৷ নিজেরাই ফলমূল, ফুল, বাতাসা দিয়ে পুজো করে । বড়মাকে কোনও পাওনা অথবা দান করা যায় না, বা দেওয়া যায় না কোন প্রণামী । তাই এই বড়মা সবার উপর সন্তুষ্ট এবং জাগ্রত ৷"

পুজো কমিটির তরফে জানানো হয়েছে, এবছরে কোরোনা সংক্রমণ এড়াতে যাবতীয় বিধি মেনেই পুজো অনুষ্ঠিত হবে ৷ ভক্তদের আগে থেকেই সে বার্তা দেওয়া হয়েছে ৷ সামনের অমাবস্যায় কালীপুজো, পুরানো রীতি মেনে সমস্ত আয়োজন করা হচ্ছে ৷ তবে কোরোনার বিধি নিষেধের জন্য কিছু রীতি এবছরের জন্য বাতিল করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.