ETV Bharat / state

বিধানসভা ভোটের জেরেই করোনার সংক্রমণ বেড়েছে রাজ্যে, গবেষণায় দাবি মেদিনীপুরের অধ্যাপকের

author img

By

Published : Jul 2, 2021, 4:39 PM IST

রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য বারবার বিজেপি ও নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল ৷ এবার মেদিনীপুরের এক অধ্যাপকের গবেষণায় উঠে এল এই তথ্য ৷

covid-infection-surge-in-second-wave-due-to-assembly-election-says-research
বিধানসভা ভোটের জেরেই করোনার সংক্রমণ বেড়েছে রাজ্যে, গবেষণায় দাবি মেদিনীপুরের অধ্যাপকের

ভাদুতলা, 2 জুলাই : করোনা দ্বিতীয় ঢেউয়ে বাড়বাড়ন্তের প্রধান কারণ বিধানসভা নির্বাচন ৷ মেদিনীপুর সিটি কলেজের অধ্যাপক ও তাঁর সহযোগীদের একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে ৷ তাঁদের দাবি, করোনার তৃতীয় ঢেউ রুখতে তখনই সফল হওয়া যাবে, যখন সর্বদল নির্বিশেষে জনসাধারণ সর্তকতা ও সচেতনতা অবলম্বন করা হবে ।

মেদিনীপুর সিটি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক সব্যসাচী পাল ও তাঁর সহযোগীরা এই গবেষণা করেছেন ৷ তাঁদের গবেষণায় উঠে এসেছে, পশ্চিমবঙ্গে করোনার প্রথম ঢেউয়ের থেকে দ্বিতীয় ঢেউ কার্যত চারগুণ বেশি সক্রিয় ছিল ৷ প্রথম ঢেউয়ের জেরে হওয়া সংক্রমণের পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক যখন হচ্ছিল, তখনই নির্বাচন ঘোষণা করা হয় ৷ তার পর নির্বাচনী প্রচারে কার্যত উধাও হয়ে যায় করোনাবিধি ৷ আর তাতেই বাড়তে থাকে সংক্রমণ ৷

আরও পড়ুন : কোমর ছাপানো চুল ক্যান্সার রোগীদের দান ঘাটালের সংগীতার

অধ্যাপক সব্যসাচী পাল এসআইআর, এসআইআরডি, এসইআইআর-এর মডেলের উপর ভিত্তি করে একটি করোনা মডেল তৈরি করেন ৷ সেই অনুযায়ী চলে গবেষণার কাজ ৷ ওই গবেষণায় দেখা যাচ্ছে যে নির্বাচনের সময় দ্বিতীয় ঢেউয়ে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে সংক্রমণের হার ও মৃত্যুর হার সবচেয়ে ঊর্ধ্বমুখী ছিল ৷

বিধানসভা ভোটের জেরেই করোনার সংক্রমণ বেড়েছে রাজ্যে, গবেষণায় দাবি মেদিনীপুরের অধ্যাপকের

অধ্যাপক পালের দাবি, অন্যান্য রাজ্যে যেহেতু কম দফায় ভোট হয়েছে, তাই সংক্রমণ কম ছিল ৷ কিন্তু পশ্চিমবঙ্গে আট দফায় ভোট হওয়ায় সংক্রমণ লাগামছাড়া হয়ে যায় ৷

আরও পড়ুন : চন্দ্রকোণায় স্ট্যান্ডে দাঁড়িয়ে সরকারি-বেসরকারি বাস, ভোগান্তি যাত্রীদের

তবে শেষে অধ্যাপক পাল তাঁর অনুপাতভিত্তিক গ্রাফে এটাও দেখাচ্ছেন যে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পূর্বে যদি মানুষ অতিমাত্রায় সতর্ক না হন, তবে তার পরিণতি ভয়ানক হওয়ার সম্ভাবনা রয়েছে । শিশুদেরও তার হাত থেকে রেহাই মিলবে না । পদার্থবিদ্যার অধ্যাপক ও গবেষকদের এই রিপোর্টকে মান্যতা দিয়ে ওই কলেজের কর্ণধার প্রদীপ ঘোষের আবেদন নিজেদের নিরাপত্তার স্বার্থে সবাই যেন সরকারের ঘোষিত করোনাবিধি ও বিশেষজ্ঞদের ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলেন ।

আরও পড়ুন : Pranati Nayak : অলিম্পিকস পদকের স্বপ্নে বুঁদ জিমন্যাস্ট প্রণতির গ্রাম পিংলা

যদিও এখন তাবড় তাবড় বৈজ্ঞানিকরা চেষ্টা করছেন এই তৃতীয় ঢেউয়ের রোখা যায় কীভাবে, এই ঢেউয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা প্রভাব ফেলতে পারে দেশবাসীর উপর, সে ক্ষেত্রে কী কী করণীয়, কী কী সর্তকতা নেওয়া দরকার, তার গবেষণার ওপর । তবে সিটি কলেজের অধ্যাপকদের এই গবেষণা থেকে কিছুটা হলেও সাধারণ মানুষ সতর্ক ও সচেতন হবে মনে করছে বিশেষজ্ঞরা ।

ভাদুতলা, 2 জুলাই : করোনা দ্বিতীয় ঢেউয়ে বাড়বাড়ন্তের প্রধান কারণ বিধানসভা নির্বাচন ৷ মেদিনীপুর সিটি কলেজের অধ্যাপক ও তাঁর সহযোগীদের একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে ৷ তাঁদের দাবি, করোনার তৃতীয় ঢেউ রুখতে তখনই সফল হওয়া যাবে, যখন সর্বদল নির্বিশেষে জনসাধারণ সর্তকতা ও সচেতনতা অবলম্বন করা হবে ।

মেদিনীপুর সিটি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক সব্যসাচী পাল ও তাঁর সহযোগীরা এই গবেষণা করেছেন ৷ তাঁদের গবেষণায় উঠে এসেছে, পশ্চিমবঙ্গে করোনার প্রথম ঢেউয়ের থেকে দ্বিতীয় ঢেউ কার্যত চারগুণ বেশি সক্রিয় ছিল ৷ প্রথম ঢেউয়ের জেরে হওয়া সংক্রমণের পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক যখন হচ্ছিল, তখনই নির্বাচন ঘোষণা করা হয় ৷ তার পর নির্বাচনী প্রচারে কার্যত উধাও হয়ে যায় করোনাবিধি ৷ আর তাতেই বাড়তে থাকে সংক্রমণ ৷

আরও পড়ুন : কোমর ছাপানো চুল ক্যান্সার রোগীদের দান ঘাটালের সংগীতার

অধ্যাপক সব্যসাচী পাল এসআইআর, এসআইআরডি, এসইআইআর-এর মডেলের উপর ভিত্তি করে একটি করোনা মডেল তৈরি করেন ৷ সেই অনুযায়ী চলে গবেষণার কাজ ৷ ওই গবেষণায় দেখা যাচ্ছে যে নির্বাচনের সময় দ্বিতীয় ঢেউয়ে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে সংক্রমণের হার ও মৃত্যুর হার সবচেয়ে ঊর্ধ্বমুখী ছিল ৷

বিধানসভা ভোটের জেরেই করোনার সংক্রমণ বেড়েছে রাজ্যে, গবেষণায় দাবি মেদিনীপুরের অধ্যাপকের

অধ্যাপক পালের দাবি, অন্যান্য রাজ্যে যেহেতু কম দফায় ভোট হয়েছে, তাই সংক্রমণ কম ছিল ৷ কিন্তু পশ্চিমবঙ্গে আট দফায় ভোট হওয়ায় সংক্রমণ লাগামছাড়া হয়ে যায় ৷

আরও পড়ুন : চন্দ্রকোণায় স্ট্যান্ডে দাঁড়িয়ে সরকারি-বেসরকারি বাস, ভোগান্তি যাত্রীদের

তবে শেষে অধ্যাপক পাল তাঁর অনুপাতভিত্তিক গ্রাফে এটাও দেখাচ্ছেন যে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পূর্বে যদি মানুষ অতিমাত্রায় সতর্ক না হন, তবে তার পরিণতি ভয়ানক হওয়ার সম্ভাবনা রয়েছে । শিশুদেরও তার হাত থেকে রেহাই মিলবে না । পদার্থবিদ্যার অধ্যাপক ও গবেষকদের এই রিপোর্টকে মান্যতা দিয়ে ওই কলেজের কর্ণধার প্রদীপ ঘোষের আবেদন নিজেদের নিরাপত্তার স্বার্থে সবাই যেন সরকারের ঘোষিত করোনাবিধি ও বিশেষজ্ঞদের ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলেন ।

আরও পড়ুন : Pranati Nayak : অলিম্পিকস পদকের স্বপ্নে বুঁদ জিমন্যাস্ট প্রণতির গ্রাম পিংলা

যদিও এখন তাবড় তাবড় বৈজ্ঞানিকরা চেষ্টা করছেন এই তৃতীয় ঢেউয়ের রোখা যায় কীভাবে, এই ঢেউয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা প্রভাব ফেলতে পারে দেশবাসীর উপর, সে ক্ষেত্রে কী কী করণীয়, কী কী সর্তকতা নেওয়া দরকার, তার গবেষণার ওপর । তবে সিটি কলেজের অধ্যাপকদের এই গবেষণা থেকে কিছুটা হলেও সাধারণ মানুষ সতর্ক ও সচেতন হবে মনে করছে বিশেষজ্ঞরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.