ETV Bharat / state

কংসাবতীর জলের তোড়ে ভাঙল ডেবরার বাঁধ, যোগাযোগ বিচ্ছিন্ন 15 গ্রামের

কংসাবতীর জলের তোড়ে ভাঙল ডেবরার বাঁধ ৷ তার জেরে প্লাবিত আশপাশের এলাকা ৷ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে 15 টি গ্রামের ৷

bridge collapsed at debra after cyclone yaas hit
কংসাবতীর জলের চাপে ভাঙল ডেবরার বাঁধ, যোগাযোগ বিচ্ছিন্ন 15 গ্রামের
author img

By

Published : May 31, 2021, 5:47 PM IST

ডেবরা 31 মে : কংসাবতীর জলের তোড়ে ভাঙল টাবাগেড়্যার অস্থায়ী বাঁধ ৷ আর তাতেই সমস্যায় পড়েছেন দুপাশে সংযোগকারী প্রায় 12-15টি গ্রামের মানুষ । পরিদর্শনে যান নবনির্বাচিত বিধায়ক-সহ কৃষি কর্মধ্যাক্ষ । তাড়াতাড়িই বাঁধ মেরামত করা হবে বলে আশ্বাস দেন তাঁরা ।

ঘূর্ণিঝড় যশের পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর । বিশেষ করে জঙ্গলমহল এলাকার নদীগুলিতে জলস্তর বাড়তে থাকায় ভাঙছে বাঁধগুলি ৷ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে কাঁসাই নদীতে জল বৃদ্ধি পাওয়ায় টাবাগেড়্যাতে তৈরি অস্থায়ী বাঁধ ভেঙে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে 15টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা । যদিও এই বাঁধের তদারকিতে নেমেছেন এলাকার তৃণমূল বিধায়ক হুমায়ুণ কবীর ও সেচ দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বিবেক মুখোপাধ্যায় ।

কাঁসাই নদীর জল ছাড়ার জন্য পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে । এই সময় নদীর জল ধরে না রেখে জল ছাড়ার ফলে ডেবরা ব্লক এরিয়াতে প্লাবিত হল টাবাগেড়্যার অস্থায়ী বাঁধ এবং মুহূর্তের মধ্যে বাঁধের মাঝখানের অংশ ভেঙে ভেসে যায় । প্রায় 8 থেকে 10 ঘন্টা পুরোপুরি বন্ধ হয়ে যায় এলাকার মানুষের যোগাযোগ ব্যাবস্থা । ফলে মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে । এরপরই বাঁধ পরিদর্শন করতে যান এলাকার সেচ ও কৃষি আধিকারিক বিবেকানন্দ মুখোপাধ্যায়, নবনির্বাচিত বিধায়ক হুমায়ুণ কবীর-সহ একটি দল ।

আরও পড়ুন: মমতার কাছে ক্ষমা চেয়ে তৃণমূলে ফিরতে খোলা চিঠি দীপেন্দুর

তবে এ বিষয়ে নবনির্বাচিত তৃণমূল বিধায়ক হুমায়ুণ কবীর বলেন, "এটি একটি অস্থায়ী বাঁধ ছিল ৷ কংসাবতীর জল বেড়ে যাওয়ার জন্য জলের তোড়ে ভেসে গিয়েছে । আমরা ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করছি এবং আমরা চেষ্টা করছি বর্ষাকালে নতুনভাবে এখানে যদি পাকাপোক্ত একটি বাঁধ গড়ে তোলা যায় । সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই গ্রামের মানুষের যোগাযোগের জন্য একটা পরিকল্পনা মাফিক পাকাপোক্ত বাঁধ গড়ে তুলে দেওয়া যায়।"

কংসাবতীর জলের তোড়ে ভাঙল ডেবরার বাঁধ, যোগাযোগ বিচ্ছিন্ন 15 গ্রামের

এ বিষয়ে কৃষি ও সেচ দফতরের আধিকারিক বিবেকানন্দ মুখোপাধ্যায় বলেন, "দীর্ঘদিন এই টাবাগেড়্যাতে একটা অস্থায়ী বাঁধ ছিল । এখান দিয়ে প্রায় 12 থেকে 15টি গ্রামের মানুষ যাতায়াত করত, কিন্তু কংসাবতীর জলের তোড়ে রাতারাতি ভেঙে যায় এই বাঁধ । তাই এখানকার মানুষেরা খুব অসুবিধায় পড়েছেন । আমরা এখন লোকজন লাগিয়ে জরুরিকালীন অবস্থায় মেরামত করে দিচ্ছি যাতে মানুষ যাতায়াত করতে পারেন । এ বিষয়ে আগেই আমাদের সিদ্ধান্ত হয়ে আছে এবং আমরা নতুনভাবে মুখ্যমন্ত্রীকে জানাবো ৷ পাকাপোক্তভাবে বাঁধ তৈরি করে দেওয়ার কথা বলব ।"

আরও পড়ুন: ছোটদের জন্য এত এত কাজ, কেন ? মোদিকে ভিডিয়োয় নালিশ শিশুকন্যার

এই অস্থায়ী বাঁধ দীর্ঘদিন এলাকার মানুষের সমস্যা ৷ কেন আগে পাকাপোক্তভাবে বাঁধ গড়ে তোলা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন ।

ডেবরা 31 মে : কংসাবতীর জলের তোড়ে ভাঙল টাবাগেড়্যার অস্থায়ী বাঁধ ৷ আর তাতেই সমস্যায় পড়েছেন দুপাশে সংযোগকারী প্রায় 12-15টি গ্রামের মানুষ । পরিদর্শনে যান নবনির্বাচিত বিধায়ক-সহ কৃষি কর্মধ্যাক্ষ । তাড়াতাড়িই বাঁধ মেরামত করা হবে বলে আশ্বাস দেন তাঁরা ।

ঘূর্ণিঝড় যশের পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর । বিশেষ করে জঙ্গলমহল এলাকার নদীগুলিতে জলস্তর বাড়তে থাকায় ভাঙছে বাঁধগুলি ৷ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে কাঁসাই নদীতে জল বৃদ্ধি পাওয়ায় টাবাগেড়্যাতে তৈরি অস্থায়ী বাঁধ ভেঙে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে 15টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা । যদিও এই বাঁধের তদারকিতে নেমেছেন এলাকার তৃণমূল বিধায়ক হুমায়ুণ কবীর ও সেচ দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বিবেক মুখোপাধ্যায় ।

কাঁসাই নদীর জল ছাড়ার জন্য পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে । এই সময় নদীর জল ধরে না রেখে জল ছাড়ার ফলে ডেবরা ব্লক এরিয়াতে প্লাবিত হল টাবাগেড়্যার অস্থায়ী বাঁধ এবং মুহূর্তের মধ্যে বাঁধের মাঝখানের অংশ ভেঙে ভেসে যায় । প্রায় 8 থেকে 10 ঘন্টা পুরোপুরি বন্ধ হয়ে যায় এলাকার মানুষের যোগাযোগ ব্যাবস্থা । ফলে মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে । এরপরই বাঁধ পরিদর্শন করতে যান এলাকার সেচ ও কৃষি আধিকারিক বিবেকানন্দ মুখোপাধ্যায়, নবনির্বাচিত বিধায়ক হুমায়ুণ কবীর-সহ একটি দল ।

আরও পড়ুন: মমতার কাছে ক্ষমা চেয়ে তৃণমূলে ফিরতে খোলা চিঠি দীপেন্দুর

তবে এ বিষয়ে নবনির্বাচিত তৃণমূল বিধায়ক হুমায়ুণ কবীর বলেন, "এটি একটি অস্থায়ী বাঁধ ছিল ৷ কংসাবতীর জল বেড়ে যাওয়ার জন্য জলের তোড়ে ভেসে গিয়েছে । আমরা ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করছি এবং আমরা চেষ্টা করছি বর্ষাকালে নতুনভাবে এখানে যদি পাকাপোক্ত একটি বাঁধ গড়ে তোলা যায় । সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই গ্রামের মানুষের যোগাযোগের জন্য একটা পরিকল্পনা মাফিক পাকাপোক্ত বাঁধ গড়ে তুলে দেওয়া যায়।"

কংসাবতীর জলের তোড়ে ভাঙল ডেবরার বাঁধ, যোগাযোগ বিচ্ছিন্ন 15 গ্রামের

এ বিষয়ে কৃষি ও সেচ দফতরের আধিকারিক বিবেকানন্দ মুখোপাধ্যায় বলেন, "দীর্ঘদিন এই টাবাগেড়্যাতে একটা অস্থায়ী বাঁধ ছিল । এখান দিয়ে প্রায় 12 থেকে 15টি গ্রামের মানুষ যাতায়াত করত, কিন্তু কংসাবতীর জলের তোড়ে রাতারাতি ভেঙে যায় এই বাঁধ । তাই এখানকার মানুষেরা খুব অসুবিধায় পড়েছেন । আমরা এখন লোকজন লাগিয়ে জরুরিকালীন অবস্থায় মেরামত করে দিচ্ছি যাতে মানুষ যাতায়াত করতে পারেন । এ বিষয়ে আগেই আমাদের সিদ্ধান্ত হয়ে আছে এবং আমরা নতুনভাবে মুখ্যমন্ত্রীকে জানাবো ৷ পাকাপোক্তভাবে বাঁধ তৈরি করে দেওয়ার কথা বলব ।"

আরও পড়ুন: ছোটদের জন্য এত এত কাজ, কেন ? মোদিকে ভিডিয়োয় নালিশ শিশুকন্যার

এই অস্থায়ী বাঁধ দীর্ঘদিন এলাকার মানুষের সমস্যা ৷ কেন আগে পাকাপোক্তভাবে বাঁধ গড়ে তোলা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.