ETV Bharat / state

দাঁতনে BJP কর্মীকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ - দাঁতনে খুনের খবর

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে উদ্ধার BJP কর্মীর ঝুলন্ত দেহ ৷ বাড়ির অদূরে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দেহ ৷ মৃত ওই BJP কর্মীর নাম বর্ষা হাঁসদা ৷ গতকাল বিকেলে পুলিশের মিথ্যা মামলার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচি ছিল BJP কর্মীদের ৷ রাতে বাড়িও ফিরেছিলেন বর্ষা ৷ কিন্তু কে বা কারা তাঁকে ডেকে নিয়ে গেছিল তা স্পষ্টভাবে বলতে পারেননি মৃত BJP কর্মীর স্ত্রী ৷ এদিকে স্থানীয় BJP নেতৃত্বের তরফে অভিযোগ করা হয়, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বর্ষা হাঁসদাকে ৷

BJP কর্মীর ঝুলন্ত দেহ
author img

By

Published : Nov 15, 2019, 3:19 PM IST

দাঁতন (পশ্চিম মেদিনীপুর), 15 নভেম্বর : দাঁতনে BJP কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ৷ মৃত ওই BJP কর্মীর নাম বর্ষা হাঁসদা (34) ৷ পশ্চিম মেদিনীপুরের দাঁতন সংলগ্ন সন্তোষপুরে বাড়ি তাঁর ৷ আজ সকালে বাড়ির অদূরে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দেহ ৷ স্থানীয় BJP নেতৃত্বের অভিযোগ, খুন করা হয়েছে বর্ষা হাঁসদাকে ৷

দিন কয়েক ধরেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল দাঁতনের জেনকাপুর ও সন্তোষপুর এলাকা ৷ মঙ্গলবার দুই দলের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয় বেশ কয়েকজন BJP কর্মীর বিরুদ্ধেও ৷ এর মধ্যে বর্ষা হাঁসদার নামও ছিল ৷ গতকাল বিকেলে পুলিশের মিথ্যা মামলার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় BJP কর্মীরা ৷ এরপর শুক্রবার সকালে সন্তোষপুরে নিজের বাড়ির অদূরে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বর্ষা হাঁসদার দেহ ৷ স্থানীয় BJP নেতৃত্বের তরফে অভিযোগ করা হয়, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বর্ষা হাঁসদাকে ৷

ভিডিয়োয় দেখুন কী বলছেন স্থানীয়রা

মৃত ওই BJP কর্মীর স্ত্রী স্পষ্টভাবে কিছু বলতে পারেননি ৷ রাতে শোওয়ার পর কারা ডেকে নিয়ে গেছিল তাও বলতে পারেননি তিনি ৷ এলাকার BJP কর্মী শেখ দায়ান বলেন, "গতকাল আমাদের একটি পথ অবরোধ হয়েছিল এই সংশ্লিষ্ট এলাকায় ৷ আমাদের একজন BJP কর্মীকে বিনা কারণে গ্রেপ্তারের প্রতিবাদে এই অবরোধ ছিল ৷ এরপর পুলিশ সেই কর্মীকে ছেড়ে দেয় ৷ এই খুশিতে আমরা সন্ধ্যাবেলায় পিকনিক করেছি ৷ একসাথে খাওয়া দাওয়া করেছি ৷ খাওয়া-দাওয়ার পর আমরা বাড়ি ফিরে যাই ৷ কিন্তু আজ সকালে যখন তাঁকে আমি ফোন করি সে ফোন ধরে না ৷ পরবর্তীকালে জানতে পারি তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ আমাদের মনে হয় কেউ তাকে মেরে টাঙিয়ে দিয়েছে ৷ আমরা এর সঠিক তদন্তের দাবি জানাচ্ছি ৷"

দাঁতন (পশ্চিম মেদিনীপুর), 15 নভেম্বর : দাঁতনে BJP কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ৷ মৃত ওই BJP কর্মীর নাম বর্ষা হাঁসদা (34) ৷ পশ্চিম মেদিনীপুরের দাঁতন সংলগ্ন সন্তোষপুরে বাড়ি তাঁর ৷ আজ সকালে বাড়ির অদূরে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দেহ ৷ স্থানীয় BJP নেতৃত্বের অভিযোগ, খুন করা হয়েছে বর্ষা হাঁসদাকে ৷

দিন কয়েক ধরেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল দাঁতনের জেনকাপুর ও সন্তোষপুর এলাকা ৷ মঙ্গলবার দুই দলের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয় বেশ কয়েকজন BJP কর্মীর বিরুদ্ধেও ৷ এর মধ্যে বর্ষা হাঁসদার নামও ছিল ৷ গতকাল বিকেলে পুলিশের মিথ্যা মামলার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় BJP কর্মীরা ৷ এরপর শুক্রবার সকালে সন্তোষপুরে নিজের বাড়ির অদূরে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বর্ষা হাঁসদার দেহ ৷ স্থানীয় BJP নেতৃত্বের তরফে অভিযোগ করা হয়, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বর্ষা হাঁসদাকে ৷

ভিডিয়োয় দেখুন কী বলছেন স্থানীয়রা

মৃত ওই BJP কর্মীর স্ত্রী স্পষ্টভাবে কিছু বলতে পারেননি ৷ রাতে শোওয়ার পর কারা ডেকে নিয়ে গেছিল তাও বলতে পারেননি তিনি ৷ এলাকার BJP কর্মী শেখ দায়ান বলেন, "গতকাল আমাদের একটি পথ অবরোধ হয়েছিল এই সংশ্লিষ্ট এলাকায় ৷ আমাদের একজন BJP কর্মীকে বিনা কারণে গ্রেপ্তারের প্রতিবাদে এই অবরোধ ছিল ৷ এরপর পুলিশ সেই কর্মীকে ছেড়ে দেয় ৷ এই খুশিতে আমরা সন্ধ্যাবেলায় পিকনিক করেছি ৷ একসাথে খাওয়া দাওয়া করেছি ৷ খাওয়া-দাওয়ার পর আমরা বাড়ি ফিরে যাই ৷ কিন্তু আজ সকালে যখন তাঁকে আমি ফোন করি সে ফোন ধরে না ৷ পরবর্তীকালে জানতে পারি তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ আমাদের মনে হয় কেউ তাকে মেরে টাঙিয়ে দিয়েছে ৷ আমরা এর সঠিক তদন্তের দাবি জানাচ্ছি ৷"

Intro:সাতসকালে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের দাঁতনে l বর্ষা হাসদা নামে ওই বিজেপি কর্মীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের lBody:সাতসকালে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের দাঁতনে l বর্ষা হাসদা নামে ওই বিজেপি কর্মীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের l প্রসঙ্গত দিন কয়েক ধরেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে দাঁতনের জেনকাপুর, সন্তোষপুর এলাকা l মঙ্গলবার দুই দলের সংঘর্ষে ঘটনায় মামলা দায়ের করা হয় বেশ কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে l এর মধ্যে এই বর্ষা হাঁসদার নাম ও ছিল l বৃহস্পতিবার বিকেলে পুলিশের মিথ্যা মামলার প্রতিবাদে বৃহস্পতিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা l এরপর শুক্রবার সকালে সন্তোষপুরে নিজের বাড়ির অদূরে এক গাছের থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় চাঞ্চল্য ছড়ায় এলাকায় l বর্ষার স্ত্রী অঞ্জলি হাঁসদা ভেঙে পড়ে স্বামীর মৃত্যুতে, স্পষ্টভাবে বলতে পারেনা কিভাবে মারা গেল স্বামী l রাতে শোয়ার পর কারা ডেকে নিয়ে গিয়েছিল তাও বলতে পারে নি l বিজেপি কর্মী শেখ দায়ান জানায় গতকাল আমাদের একটি পথ অবরোধ হয়েছিল এই সংশ্লিষ্ট এলাকায় l মূলত আমাদের দাবি ছিল একজন বিজেপি কর্মীকে বিনা কারণে গ্রেফতারের প্রতিবাদে l এরপর পুলিশ সেই কর্মীকে ছেড়ে দেয় l এই খুশিতে আমরা সন্ধ্যাবেলায় পিকনিক করেছি ,একসাথে খাওয়া দাওয়া করেছি খাওয়া-দাওয়া পর আমি আমরা এবং এই বর্ষা বাড়ি ফিরে যায় কিন্তু আজ সকালে যখন তাকে আমি ফোন করি সে ফোন ধরে না l পরবর্তীকালে জানতে পারি তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ l আমাদের মনে হয় কেউ তাকে মেরে টাঙিয়ে দিয়েছে lআমরা এর সঠিক তদন্তের দাবি জানাচ্ছি l Conclusion:সাতসকালে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের দাঁতনে l বর্ষা হাসদা নামে ওই বিজেপি কর্মীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের l
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.