ETV Bharat / state

BJMPM Protest in Salboni: শালবনীতে মমতার সফরের আগে অবরোধ ভারত জাকাত মাঝি পরগনা মহলের - মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর সফরের আগেই অবরোধে সামিল হল ভারত জাকাত মাঝি পরগনা মহল (BJMPM Protest) ৷ বুধবার সড়কের পাশাপাশি রেল অবরোধ করে তারা ৷

BJMPM Protest
ভারত জাকাত মাঝি পরগনা মহল
author img

By

Published : Feb 15, 2023, 8:19 PM IST

অবরোধ ভারত জাকাত মাঝি পরগনা মহলের

শালবনী, 15 ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সফরের আগেই পথ অবরোধ করল ভারত জাকাত মাঝি পরগনা মহল (Bharat Jakat Majhi Pargana mahal)। বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ দেখায় তারা ৷ হোস্টেলের গ্রান্ট মকুব-সহ একাধিক দাবি তুলে ধরেছে এই অবরোধকারীরা । সড়কের পাশাপাশি রেল অবরোধ করে তারা । মুখ্যমন্ত্রীর সভার আগে এই অবরোধ কর্মসূচি নিয়ে জেলায় শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা ।

প্রসঙ্গত, ভারত জাকাত মাঝি পরগনা মহল মেদিনীপুর সদর তল্লাটের পারগানা বাবা স্বপন মান্ডির ডাকে শালবনীতে 60 নম্বর জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি করে । আন্দোলনকারীদের একাধিক অভিযোগ রয়েছে । অবরোধকারীদের দাবিগুলি হল, সাঁওতালি শিক্ষার স্বার্থে প্রাথমিক বিদ্যালয়ে অনুমোদন দেওয়া ৷ শিক্ষক থাকা সত্ত্বেও অনুমতি না-মেলায় ছাত্র ভর্তি হচ্ছে না ৷ অবিলম্বে ছাত্রদের ভর্তি নিতে হবে ৷ এছাড়া হোস্টেল গ্রান্ট দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ তাই হোস্টেল গ্রান্ট দেওয়ার দাবি উঠেছে ৷ বন্ধ হয়ে যাওয়া হোস্টেল চালু করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা ৷ তারা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য রেল ও জাতীয় সড়ক ঘেরাও কর্মসূচি শুরু করেছেন ।

মুখ্যমন্ত্রী সফরের আগেই এই অবরোধের জেরে সমস্যায় পড়েছে প্রশাসন ও শাসক দল । তাদের এই অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়েছে ৷ সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে বাস ট্রাক-সহ ছোট বড় যানবাহন । অন্যদিকে অবরোধের ফলে রেল চলাচলেও অসুবিধা হয় । এই ঘটনায় বাতিল করা হয় একাধিক দূরপাল্লা ও লোকাল ট্রেন । পারগনা মহলের সদস্য শিবলাল মুর্মু বলেন, "আমরা ছাত্র-ছাত্রীদের নিয়েই এই অবরোধের সামিল হয়েছি । একটাই কারণ, আমাদের হোস্টেলের গ্রান্ট মঞ্জুর, সঙ্গে আমাদের শিক্ষক নিয়োগ-সহ বেশ কিছু দাবি দাওয়া রয়েছে । আমরা বিকেল চারটে অবধি অবরোধ করব । তারপর প্রশাসন থেকে কোনও সদুত্তর না-পেলে আমাদের অভিযান হবে মেদিনীপুর শহরে । আমরা আমাদের ন্যায্য দাবি-দাওয়া আদায় করেই ছাড়ব ।"

উল্লেখ্য, ইতিমধ্যে প্রশাসনিক মিটিং করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মেদিনীপুরে পৌঁছেছেন । আগামিকাল তাঁর সভা রয়েছে মেদিনীপুরে । তারই মধ্যে যদি আদিবাসী পরগনা মহলের বিক্ষোভ অব্যাহত থাকে, তাহলে সমস্যায় পড়বে প্রশাসন বলে মনে করছেন রাজনৈতিক মহল ৷ ভাবমূর্তি নষ্ট হবে মুখ্যমন্ত্রীর ।

আরও পড়ুন: 'প্রার্থী আগে থেকে ঠিক করা, বৈঠক সরকারি প্রহসন', মমতার সঙ্গে দেখা করলেন না শুভেন্দু

অবরোধ ভারত জাকাত মাঝি পরগনা মহলের

শালবনী, 15 ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সফরের আগেই পথ অবরোধ করল ভারত জাকাত মাঝি পরগনা মহল (Bharat Jakat Majhi Pargana mahal)। বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ দেখায় তারা ৷ হোস্টেলের গ্রান্ট মকুব-সহ একাধিক দাবি তুলে ধরেছে এই অবরোধকারীরা । সড়কের পাশাপাশি রেল অবরোধ করে তারা । মুখ্যমন্ত্রীর সভার আগে এই অবরোধ কর্মসূচি নিয়ে জেলায় শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা ।

প্রসঙ্গত, ভারত জাকাত মাঝি পরগনা মহল মেদিনীপুর সদর তল্লাটের পারগানা বাবা স্বপন মান্ডির ডাকে শালবনীতে 60 নম্বর জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি করে । আন্দোলনকারীদের একাধিক অভিযোগ রয়েছে । অবরোধকারীদের দাবিগুলি হল, সাঁওতালি শিক্ষার স্বার্থে প্রাথমিক বিদ্যালয়ে অনুমোদন দেওয়া ৷ শিক্ষক থাকা সত্ত্বেও অনুমতি না-মেলায় ছাত্র ভর্তি হচ্ছে না ৷ অবিলম্বে ছাত্রদের ভর্তি নিতে হবে ৷ এছাড়া হোস্টেল গ্রান্ট দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ তাই হোস্টেল গ্রান্ট দেওয়ার দাবি উঠেছে ৷ বন্ধ হয়ে যাওয়া হোস্টেল চালু করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা ৷ তারা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য রেল ও জাতীয় সড়ক ঘেরাও কর্মসূচি শুরু করেছেন ।

মুখ্যমন্ত্রী সফরের আগেই এই অবরোধের জেরে সমস্যায় পড়েছে প্রশাসন ও শাসক দল । তাদের এই অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়েছে ৷ সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে বাস ট্রাক-সহ ছোট বড় যানবাহন । অন্যদিকে অবরোধের ফলে রেল চলাচলেও অসুবিধা হয় । এই ঘটনায় বাতিল করা হয় একাধিক দূরপাল্লা ও লোকাল ট্রেন । পারগনা মহলের সদস্য শিবলাল মুর্মু বলেন, "আমরা ছাত্র-ছাত্রীদের নিয়েই এই অবরোধের সামিল হয়েছি । একটাই কারণ, আমাদের হোস্টেলের গ্রান্ট মঞ্জুর, সঙ্গে আমাদের শিক্ষক নিয়োগ-সহ বেশ কিছু দাবি দাওয়া রয়েছে । আমরা বিকেল চারটে অবধি অবরোধ করব । তারপর প্রশাসন থেকে কোনও সদুত্তর না-পেলে আমাদের অভিযান হবে মেদিনীপুর শহরে । আমরা আমাদের ন্যায্য দাবি-দাওয়া আদায় করেই ছাড়ব ।"

উল্লেখ্য, ইতিমধ্যে প্রশাসনিক মিটিং করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মেদিনীপুরে পৌঁছেছেন । আগামিকাল তাঁর সভা রয়েছে মেদিনীপুরে । তারই মধ্যে যদি আদিবাসী পরগনা মহলের বিক্ষোভ অব্যাহত থাকে, তাহলে সমস্যায় পড়বে প্রশাসন বলে মনে করছেন রাজনৈতিক মহল ৷ ভাবমূর্তি নষ্ট হবে মুখ্যমন্ত্রীর ।

আরও পড়ুন: 'প্রার্থী আগে থেকে ঠিক করা, বৈঠক সরকারি প্রহসন', মমতার সঙ্গে দেখা করলেন না শুভেন্দু

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.