ETV Bharat / state

"পিপীলিকার মরনের সময় পালক গজায়", তৃণমূলকে খোঁচা আব্বাসের - কেশপুরে আব্বাস সিদ্দিকী

"ভাতা নয়, চাকরি চাই ৷" কুলটির সভা থেকে এইভাবেই আক্রমণ শানালেন আব্বাস সিদ্দিকী ৷

আব্বাস সিদ্দিকী
আব্বাস সিদ্দিকী
author img

By

Published : Mar 22, 2021, 8:50 PM IST

কেশপুর, 22 মার্চ : কেশপুরের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাবে কটাক্ষ করলেন আব্বাস সিদ্দিকী ৷ বললেন, "পিপীলিকার মরনের সময় পালক গজায় ।" একইসঙ্গে বিজেপি নেতা ও মন্ত্রীদেরও কটাক্ষ করলেন তিনি ।

সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের বাসস্ট্যান্ডে কেশপুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী রামেশ্বর দলুইয়ের সমর্থনে নির্বাচনী সভার আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন, সিপিএম নেতা মহম্মদ সেলিম, আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকী, তরুণ রায় ও প্রার্থী রামেশ্বর দৌলুই সহ অন্যান্য জেলা সিপিএম নেতৃত্ব ।

আজকের সভাতে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই নাম না করে তৃণমূলকে নিশানা করলেন আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকী । বেকারদের চাকরি সহ একাধিক দাবি দাওয়া নিয়ে বর্তমান রাজ্য সরকারকে নিশানা করলেন আব্বাস সিদ্দিকী । পাশাপাশি সাম্প্রদায়িক ইস্যু নিয়ে বিজেপিকে নিশানা করেন তিনি । তিনি বলেন, "বিজেপি যেভাবে সাম্প্রদায়িক বীজ বুনে গিয়েছে তাতে বহু বাংলার মায়ের কোল ফাঁকা হয়েছে । রাজনীতি মানে দেশের সেবা করা । কোনও সম্প্রদায়ের মানুষের সঙ্গে সীমাবদ্ধ থাকে না ।" পাশাপাশি, ইমাম ভাতা নিয়ে মুখ্যমন্ত্রীকে তুলোধোনা করলেন আব্বাস । বলেন, "ভাতা নয়, চাকরি চাই ৷"

কেশপুরের সভায় আব্বাসের নিশানায় তৃণমূল নেত্রী

আরও পড়ুন : প্রচারে বেরিয়ে শাড়ির কুঁচি ধরে দৌড় সায়নীর !

মূলত রামেশ্বর দলুই হয়ে প্রচারে এসেছিলেন মহম্মদ সেলিম ও আইএসএফের নেতা পীরজাদা আব্বাস সিদ্দিকী । তবে, আজকের সভাতে সংখ্যালঘুদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷

কেশপুর, 22 মার্চ : কেশপুরের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাবে কটাক্ষ করলেন আব্বাস সিদ্দিকী ৷ বললেন, "পিপীলিকার মরনের সময় পালক গজায় ।" একইসঙ্গে বিজেপি নেতা ও মন্ত্রীদেরও কটাক্ষ করলেন তিনি ।

সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের বাসস্ট্যান্ডে কেশপুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী রামেশ্বর দলুইয়ের সমর্থনে নির্বাচনী সভার আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন, সিপিএম নেতা মহম্মদ সেলিম, আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকী, তরুণ রায় ও প্রার্থী রামেশ্বর দৌলুই সহ অন্যান্য জেলা সিপিএম নেতৃত্ব ।

আজকের সভাতে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই নাম না করে তৃণমূলকে নিশানা করলেন আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকী । বেকারদের চাকরি সহ একাধিক দাবি দাওয়া নিয়ে বর্তমান রাজ্য সরকারকে নিশানা করলেন আব্বাস সিদ্দিকী । পাশাপাশি সাম্প্রদায়িক ইস্যু নিয়ে বিজেপিকে নিশানা করেন তিনি । তিনি বলেন, "বিজেপি যেভাবে সাম্প্রদায়িক বীজ বুনে গিয়েছে তাতে বহু বাংলার মায়ের কোল ফাঁকা হয়েছে । রাজনীতি মানে দেশের সেবা করা । কোনও সম্প্রদায়ের মানুষের সঙ্গে সীমাবদ্ধ থাকে না ।" পাশাপাশি, ইমাম ভাতা নিয়ে মুখ্যমন্ত্রীকে তুলোধোনা করলেন আব্বাস । বলেন, "ভাতা নয়, চাকরি চাই ৷"

কেশপুরের সভায় আব্বাসের নিশানায় তৃণমূল নেত্রী

আরও পড়ুন : প্রচারে বেরিয়ে শাড়ির কুঁচি ধরে দৌড় সায়নীর !

মূলত রামেশ্বর দলুই হয়ে প্রচারে এসেছিলেন মহম্মদ সেলিম ও আইএসএফের নেতা পীরজাদা আব্বাস সিদ্দিকী । তবে, আজকের সভাতে সংখ্যালঘুদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.