ETV Bharat / state

দোলের রংয়ে জনসংযোগ চন্দ্রকোণার তৃণমূল প্রার্থীর - west bengal assembly election 2021

ভোটের আবহেই হোলির উৎসব, তাই সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে দলীয় কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে রংয়ের উৎসবে গা ভাসালেন চন্দ্রকোণা বিধানসভার তৃণমূল প্রার্থী অরূপ ধাড়া । এদিন চন্দ্রকোণার ভৈরবপুর,বকুলতলা,কালিকাপুর সহ একাধিক জায়গায় ঘুরে রংয়ের উৎসবে সাধারণ মানুষের সঙ্গে রং খেলেন তিনি ।

চন্দ্রকোণায় প্রচারে তৃণমূল প্রার্থী অরুপ ধাড়া
চন্দ্রকোণায় প্রচারে তৃণমূল প্রার্থী অরুপ ধাড়া
author img

By

Published : Mar 28, 2021, 7:11 PM IST

চন্দ্রকোণা, 28 মার্চ : দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হতে চলেছে আগামী পয়লা এপ্রিল । তাই এদিন প্রচারে ঝাঁপালেন চন্দ্রকোণার তৃণমূল প্রার্থী অরূপ ধাড়া । দোলে রং খেলে প্রচার করলেন তিনি ।

হোলির দিন রং খেলে জনসংযোগ সারলেন চন্দ্রকোণা বিধানসভার তৃণমূল প্রার্থী অরূপ ধাড়া । করোনা আবহ কাটিয়ে হোলির আবহে রং খেলায় মেতেছে আট থেকে আশি সকলেই । শুরু হয়ে গিয়েছে একুশের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ । গতকাল প্রথম দফায় জঙ্গল মহলের বেশ কয়েকটি আসনে ভোটগ্রহণ হয়েছে । 1 এপ্রিল দ্বিতীয় পর্যায়ের বাকি আসনের ভোটগ্রহণ রয়েছে জঙ্গল মহলে । ভোটের আবহেই হোলির উৎসব, তাই সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে রংয়ের উৎসবে গা ভাসালেন চন্দ্রকোণা বিধানসভার তৃণমূল প্রার্থী অরূপ ধাড়া । এদিন চন্দ্রকোণার ভৈরবপুর,বকুলতলা,কালিকাপুর সহ একাধিক জায়গায় ঘুরে রংয়ের উৎসবে সাধারণ মানুষের সঙ্গে রং খেলেন তিনি । কচিকাঁচা ও মহিলাদের চকোলেট বিলি করেন তৃণমূল প্রার্থী ৷

চন্দ্রকোণায় প্রচারে তৃণমূল প্রার্থী অরুপ ধাড়া

আরও পড়ুন : লড়াই ভুলে রায়গঞ্জে বসন্ত উৎসবে সামিল তিন প্রার্থী

তবে দোলের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলতে রাজি নন অরূপবাবু ৷ তিনি বলেন, ‘‘আজকের দিনে কোনও প্রচার বা রাজনীতি নয় । ছোট থেকেই এইদিনটা সবাই একসঙ্গে রং খেলে উদযাপন করি । আজকেও সকলের সঙ্গে রঙ খেলে শুভেচ্ছা বিনিময় করলাম ।

চন্দ্রকোণা, 28 মার্চ : দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হতে চলেছে আগামী পয়লা এপ্রিল । তাই এদিন প্রচারে ঝাঁপালেন চন্দ্রকোণার তৃণমূল প্রার্থী অরূপ ধাড়া । দোলে রং খেলে প্রচার করলেন তিনি ।

হোলির দিন রং খেলে জনসংযোগ সারলেন চন্দ্রকোণা বিধানসভার তৃণমূল প্রার্থী অরূপ ধাড়া । করোনা আবহ কাটিয়ে হোলির আবহে রং খেলায় মেতেছে আট থেকে আশি সকলেই । শুরু হয়ে গিয়েছে একুশের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ । গতকাল প্রথম দফায় জঙ্গল মহলের বেশ কয়েকটি আসনে ভোটগ্রহণ হয়েছে । 1 এপ্রিল দ্বিতীয় পর্যায়ের বাকি আসনের ভোটগ্রহণ রয়েছে জঙ্গল মহলে । ভোটের আবহেই হোলির উৎসব, তাই সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে রংয়ের উৎসবে গা ভাসালেন চন্দ্রকোণা বিধানসভার তৃণমূল প্রার্থী অরূপ ধাড়া । এদিন চন্দ্রকোণার ভৈরবপুর,বকুলতলা,কালিকাপুর সহ একাধিক জায়গায় ঘুরে রংয়ের উৎসবে সাধারণ মানুষের সঙ্গে রং খেলেন তিনি । কচিকাঁচা ও মহিলাদের চকোলেট বিলি করেন তৃণমূল প্রার্থী ৷

চন্দ্রকোণায় প্রচারে তৃণমূল প্রার্থী অরুপ ধাড়া

আরও পড়ুন : লড়াই ভুলে রায়গঞ্জে বসন্ত উৎসবে সামিল তিন প্রার্থী

তবে দোলের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলতে রাজি নন অরূপবাবু ৷ তিনি বলেন, ‘‘আজকের দিনে কোনও প্রচার বা রাজনীতি নয় । ছোট থেকেই এইদিনটা সবাই একসঙ্গে রং খেলে উদযাপন করি । আজকেও সকলের সঙ্গে রঙ খেলে শুভেচ্ছা বিনিময় করলাম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.