চন্দ্রকোনা, 18 জুলাই : ভোট পরবর্তী হিংসা নিয়ে বরাবরই সরব হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল ৷ অভিযোগ, তাদের কাছে হিংসার বিবরণ দেওয়ার পর ফের আক্রান্ত হতে হচ্ছে বিরোধী দলের কর্মী-সমর্থকদের ৷
এমনই অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার 2 নং ব্লকের ভগবন্তপুর 2 নং গ্রাম পঞ্চায়েতে ৷ অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হন বিজেপি কর্মী আশিস ঘোষ ৷ এরপর জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের কাছে সে বিষয়ে অভিযোগ করেন তিনি ৷ অশিসবাবুর অভিযোগ, জাতীয় কমিশনের প্রতিনিধি দল চলে যাওয়ার পর শনিবার নিজের কাপড়ের দোকানের সামনে তাঁকে মারধর করে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ৷
তাঁকে উদ্ধার করতে আসায় মারধর করা হয় তাঁর দাদা সুকান্ত ঘোষকেও বলে অভিযোগ করেন অশিসবাবু ৷ তাঁর মাথায় ও সুকান্তবাবুর নাকে চোট লাগে ৷ পুলিশ আহত দু’জনকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় ৷ প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷
আরও পড়ুন : নিশীথের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে সরব তৃণমূল, চক্রান্ত বলল বিজেপি
যদিও এই ঘটনায় শাসকদলের জড়িত থাকার কথা সম্পূর্ণ উড়িয়ে দেন চন্দ্রকোণা 2নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জগজিৎ সরকার । তিনি বলেন, ‘‘বিধানসভা ভোটে হারের পর বিজেপির নিজেদের মধ্যেই ঝামেলা চলছে ৷ নিজেদের মধ্যে ঝামেলা করে দোষারোপ করছে তৃণমূলের উপর ৷’’