নারায়ণগড়, 4 অক্টোবর : অভিযোগ ছিল দিনের পর দিন রেশনে কারচুপির । টোকেন দেওয়া নিয়েও সমস্যা করতেন । আর তার জেরে রেশন দেওয়ার সময় ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাল এলাকাবাসী । ডিলারের নাম নির্মলকুমার পোদ্দার । নারায়ণগড় থানা এলাকার কসবার ঘটনা ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেশন সামগ্রী নির্দিষ্ট পরিমাণের থেকে কম দিচ্ছেন রেশন ডিলার নির্মলকুমার পোদ্দার । টোকেন দেওয়া নিয়েও শুরু হয়েছিল সমস্যা । টোকেন নিয়ে গ্রাহকরা পরে এলে রেশন সামগ্রী দিতেন না নির্মলবাবু । তাছাড়া গ্রাহকদের রেশনের পরিমাণও কম দেওয়া হয় বলে অভিযোগ ছিল । এই অভিযোগের ভিত্তিতে আজ রেশন দেওয়ার শুরুতে নির্মল পোদ্দারকে ঘিরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় । ঘন্টাখানেক ধরে চলে বিক্ষোভ ।
স্থানীয় বাসিন্দা শেখ আবদুলের দাবি, আগে রেশন সামগ্রী লাইন ধরে দেওয়া হত । পরে টোকন সিস্টেম করা হয় । এই টোকন ঠিক সময় রেশন ডিলার তাঁদের দেন না । সেই সঙ্গে কারও বাড়িতে যদি কেউ অসুস্থ থাকেন, এবং সেই কারণে যদি ওই টোকন নির্দিষ্ট সময় মত না নিতে পারেন, তবে তাঁকে আর পরে রেশন সামগ্রী দেওয়া হত না।