ETV Bharat / state

রেশনে কারচুপির অভিযোগে ডিলারকে ঘিরে বিক্ষোভ - West Midnapore news

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেশন সামগ্রী নির্দিষ্ট পরিমাণের থেকে কম দিচ্ছেন রেশন ডিলার নির্মলকুমার পোদ্দার । টোকেন দেওয়া নিয়েও শুরু হয়েছিল সমস্যা ।

Allegation of mismanagement of ration
ছবি
author img

By

Published : Oct 4, 2020, 10:42 PM IST

নারায়ণগড়, 4 অক্টোবর : অভিযোগ ছিল দিনের পর দিন রেশনে কারচুপির । টোকেন দেওয়া নিয়েও সমস্যা করতেন । আর তার জেরে রেশন দেওয়ার সময় ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাল এলাকাবাসী । ডিলারের নাম নির্মলকুমার পোদ্দার । নারায়ণগড় থানা এলাকার কসবার ঘটনা ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেশন সামগ্রী নির্দিষ্ট পরিমাণের থেকে কম দিচ্ছেন রেশন ডিলার নির্মলকুমার পোদ্দার । টোকেন দেওয়া নিয়েও শুরু হয়েছিল সমস্যা । টোকেন নিয়ে গ্রাহকরা পরে এলে রেশন সামগ্রী দিতেন না নির্মলবাবু । তাছাড়া গ্রাহকদের রেশনের পরিমাণও কম দেওয়া হয় বলে অভিযোগ ছিল । এই অভিযোগের ভিত্তিতে আজ রেশন দেওয়ার শুরুতে নির্মল পোদ্দারকে ঘিরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় । ঘন্টাখানেক ধরে চলে বিক্ষোভ ।

স্থানীয় বাসিন্দা শেখ আবদুলের দাবি, আগে রেশন সামগ্রী লাইন ধরে দেওয়া হত । পরে টোকন সিস্টেম করা হয় । এই টোকন ঠিক সময় রেশন ডিলার তাঁদের দেন না । সেই সঙ্গে কারও বাড়িতে যদি কেউ অসুস্থ থাকেন, এবং সেই কারণে যদি ওই টোকন নির্দিষ্ট সময় মত না নিতে পারেন, তবে তাঁকে আর পরে রেশন সামগ্রী দেওয়া হত না।

রেশন কারচুপির অভিযোগ নারায়ণগড়ে
যদিও এই সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন রেশন ডিলার নির্মলকুমার পোদ্দার । নির্মলবাবুর পালটা দাবি, "রেশন সামগ্রী যখন এখান থেকে দেওয়া হচ্ছে তার পরিমাণ দেখে নিয়ে যেতে হবে। পরে বাইরে থেকে ঘুরে এসে সেই সামগ্রী কম আছে বললে চলবে না ।" আজকের বিক্ষোভের কথা তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছেন বলে জানান ।

নারায়ণগড়, 4 অক্টোবর : অভিযোগ ছিল দিনের পর দিন রেশনে কারচুপির । টোকেন দেওয়া নিয়েও সমস্যা করতেন । আর তার জেরে রেশন দেওয়ার সময় ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাল এলাকাবাসী । ডিলারের নাম নির্মলকুমার পোদ্দার । নারায়ণগড় থানা এলাকার কসবার ঘটনা ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেশন সামগ্রী নির্দিষ্ট পরিমাণের থেকে কম দিচ্ছেন রেশন ডিলার নির্মলকুমার পোদ্দার । টোকেন দেওয়া নিয়েও শুরু হয়েছিল সমস্যা । টোকেন নিয়ে গ্রাহকরা পরে এলে রেশন সামগ্রী দিতেন না নির্মলবাবু । তাছাড়া গ্রাহকদের রেশনের পরিমাণও কম দেওয়া হয় বলে অভিযোগ ছিল । এই অভিযোগের ভিত্তিতে আজ রেশন দেওয়ার শুরুতে নির্মল পোদ্দারকে ঘিরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় । ঘন্টাখানেক ধরে চলে বিক্ষোভ ।

স্থানীয় বাসিন্দা শেখ আবদুলের দাবি, আগে রেশন সামগ্রী লাইন ধরে দেওয়া হত । পরে টোকন সিস্টেম করা হয় । এই টোকন ঠিক সময় রেশন ডিলার তাঁদের দেন না । সেই সঙ্গে কারও বাড়িতে যদি কেউ অসুস্থ থাকেন, এবং সেই কারণে যদি ওই টোকন নির্দিষ্ট সময় মত না নিতে পারেন, তবে তাঁকে আর পরে রেশন সামগ্রী দেওয়া হত না।

রেশন কারচুপির অভিযোগ নারায়ণগড়ে
যদিও এই সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন রেশন ডিলার নির্মলকুমার পোদ্দার । নির্মলবাবুর পালটা দাবি, "রেশন সামগ্রী যখন এখান থেকে দেওয়া হচ্ছে তার পরিমাণ দেখে নিয়ে যেতে হবে। পরে বাইরে থেকে ঘুরে এসে সেই সামগ্রী কম আছে বললে চলবে না ।" আজকের বিক্ষোভের কথা তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছেন বলে জানান ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.