সাঁকড়াইল, 1 সেপ্টেম্বর : হাতির দল তাণ্ডব চালাল পশ্চিম মেদিনীপুরের সাঁকড়াইলে ৷ সোমবার সুবর্ণরেখা নদী পেরিয়ে ঢুকে পড়ল দলমা হাতির দল ৷ সাঁকড়াইল ব্লকের ঘটনা ৷ আতঙ্কিত গ্রামবাসীরা ৷
খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা আসেন ৷ বনকর্মী ও গ্রামবাসীদের যৌথ উদ্যোগে হাতির দলকে অন্যত্র সরানো হয় ৷ বন দপ্তর সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে নয়াগ্রাম ব্লক হয়ে ভরা সুবর্ণরেখা নদী পেরিয়ে হাতির দলটি ঢুকে পড়েছিল নিপুরা গ্রামে ৷
স্থানীয় সূত্রে জানা যায়, দলমার দল ঢুকে পড়ায় প্রচুর কৃষি জমির ফসল নষ্ট হয়েছে ৷ এর আগেও অবশ্য একটি কিংবা দুটি হাতি লোকালয়ে ঢুকে পড়েছিল ৷ ঝাড়গ্রামের বিভিন্ন ব্লকে হানাও দিয়েছিল ৷
বন দপ্তরের পক্ষ থেকে সাঁকড়াইলে কড়া নজর রাখা হচ্ছে বলে জানা গেছে ৷ বনদপ্তরের কর্মীরা জানিয়েছেন, "খোঁজ খবর রাখা হচ্ছে ৷ আপাতত হাতিগুলি সাঁকড়াইল হয়ে রোহিনীর দিকে গতিপথ বদলেছে ৷"