ETV Bharat / state

খড়গপুরে 4 জনকে পিষে দিল তেলের ট্যাঙ্কার - Accident in 6 NH

খড়গপুরে ছয় নম্বর জাতীয় সড়কে তিনটি বাইকে ধাক্কা মারে ট্যাঙ্কার । চারজনের মৃত্যু হয় ।

Kharagpur
Kharagpur
author img

By

Published : Oct 18, 2020, 1:51 PM IST

খড়গপুর, 18 অক্টোবর : 6 নম্বর জাতীয় সড়কে পর পর তিনটি বাইকে ধাক্কা তেলের ট্যাঙ্কারের । ট্যাঙ্কারের চাকার নিচে পড়ে তিনজনের মৃত্যু হয় । হাসপাতালে মৃত্যু হয় আরও একজন মোটরবাইক আরোহীর ।

খড়গপুরের লছমাপুর । রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়েছিল তিনটি মোটরবাইক । সে সময়েই একটি তেলের ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি বাইকে ধাক্কা মারে । ট্যাঙ্কারের চাকার নিচে চাপা পড়েন বাইক চালক ও আরোহী । দুর্ঘটনাস্থানেই তিনজনের মৃত্যু হয় । স্থানীয় মানুষ উদ্ধারকাজ শুরু করে ।

একজনকে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে মৃত্যু হয় ওই মোটরবাইক আরোহীর । ঘটনাস্থানে পৌঁছায় খড়গপুর স্থানীয় থানার পুলিশ । তারা ট্যাঙ্কার সরিয়ে উদ্ধারের কাজ চালাচ্ছে ।

আগেও এই লছমাপুর এলাকায় ট্র্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়েছে । প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে একই স্থানে । বিশেষত সকালে রাস্তা পারাপারের সময় ট্যাঙ্কারের গতিবেগ বেশি থাকে । সেসময় দুর্ঘটনার সম্মুখীন হয় এলাকাবাসী । এ বিষয়ে পুলিশ প্রশাসনের যথেষ্ট তৎপরতা ও সর্তকতা দরকার বলে মনে করছে এলাকার মানুষ ।

খড়গপুর, 18 অক্টোবর : 6 নম্বর জাতীয় সড়কে পর পর তিনটি বাইকে ধাক্কা তেলের ট্যাঙ্কারের । ট্যাঙ্কারের চাকার নিচে পড়ে তিনজনের মৃত্যু হয় । হাসপাতালে মৃত্যু হয় আরও একজন মোটরবাইক আরোহীর ।

খড়গপুরের লছমাপুর । রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়েছিল তিনটি মোটরবাইক । সে সময়েই একটি তেলের ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি বাইকে ধাক্কা মারে । ট্যাঙ্কারের চাকার নিচে চাপা পড়েন বাইক চালক ও আরোহী । দুর্ঘটনাস্থানেই তিনজনের মৃত্যু হয় । স্থানীয় মানুষ উদ্ধারকাজ শুরু করে ।

একজনকে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে মৃত্যু হয় ওই মোটরবাইক আরোহীর । ঘটনাস্থানে পৌঁছায় খড়গপুর স্থানীয় থানার পুলিশ । তারা ট্যাঙ্কার সরিয়ে উদ্ধারের কাজ চালাচ্ছে ।

আগেও এই লছমাপুর এলাকায় ট্র্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়েছে । প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে একই স্থানে । বিশেষত সকালে রাস্তা পারাপারের সময় ট্যাঙ্কারের গতিবেগ বেশি থাকে । সেসময় দুর্ঘটনার সম্মুখীন হয় এলাকাবাসী । এ বিষয়ে পুলিশ প্রশাসনের যথেষ্ট তৎপরতা ও সর্তকতা দরকার বলে মনে করছে এলাকার মানুষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.