ক্ষীরপাই, 1 মে : হাসপাতাল থেকে সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স । রবিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল-ক্ষীরপাই রাজ্য সড়কের ক্ষীরপাই ঘুঘুডাঙ্গা এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷ গুরুতর আহত অবস্থায় আহত দম্পতি, সদ্যোজাত ও অ্যাম্বুলেন্সের চালক হাসপাতালে চিকিৎসাধীন (Collision of Tractor and Ambulance) ৷
জানা গিয়েছে, রবিবার বিকেল নাগাদ ঘাটাল হাসপাতাল থেকে 102 মাতৃযান সরকারি অ্যাম্বুলেন্সে করে সদ্যোজাত শিশুকে নিয়ে বাড়ি ফিরছিলেন গড়বেতা থানার খড়কুশমার বাসিন্দা ওমর ফারুক ও তাঁর স্ত্রী । সেই সময়ে ঘাটাল-ক্ষীরপাই রাজ্য সড়কের ঘুঘুডাঙ্গা এলাকায় ধান বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই অ্যাম্বুলেন্সের । এই দুর্ঘটনায় গুরুতর আহত হয় সদ্যোজাত-সহ মা ও বাবা । দুর্ঘটনা বুঝতে পেরেই উদ্ধার কার্যে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা ৷
আরও পড়ুন: Ultadanga Road Accident : উল্টোডাঙা উড়ালপুলে পথ দুর্ঘটনা, আহত বাইক আরোহী
স্থানীয়দের সহযোগিতায় ও ক্ষীরপাই ফাঁড়ির পুলিশের সাহায্যে আহতদের উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট গোটা এলাকায় । দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিও উদ্ধার করেছে পুলিশ ৷