দুর্গাপুর, 5 নভেম্বর: 35 বছর ধরে প্রায় 30টি পরিবারের কয়েকশো মানুষের বসবাস একটি গ্রামে ৷ কিন্তু, এখনও সেখানে নেই পাকা রাস্তা। বেশ কিছু পরিবারে এখনও পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা পৌঁছায়নি ৷ আর সেই সঙ্গে রয়েছে এলাকায় পানীয় জলের সংকট ৷ কেউ অসুস্থ হলে কোলে তুলে নিয়ে যেতে হয় স্বাস্থ্য় কেন্দ্র ও হাসপাতালে ৷ 35 বছর ধরে এক ছবি কাঁকসার বিদবিহারের রায়ডাঙার ৷ আর সেই কারণে ওই গ্রামে মেয়ের বিয়ে দিতে চায় না কোনও পরিবার ৷ তাই এ বার পঞ্চায়েত ভোটের আগে রাস্তা, পানীয় জল ও আলোর ব্যবস্থা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন গ্রামবাসীরা (Warning of Panchayat Vote Boycott) ৷
35 বছর আগে বাম সরকারের আমলে জমির পাট্টা দিয়ে 30টি পরিবারকে কাঁকসার বিদবিহারের রায়ডাঙায় বসবাস করতে দেওয়া হয়েছিল ৷ কিন্তু, সেই শুরু দিন থেকে জীবন ধারণের ন্যূনতম চাহিদা থেকে বঞ্চিত ওই গ্রামের লোকজন ৷ পানীয় জল, পাকা রাস্তা, বিদ্যুতের মতো নিত্য প্রয়োজনীয় পরিষেবাগুলি ঠিক মতো পাননি সবাই ৷ গ্রামের ছেলেমেয়েদের স্কুলে যেতে হয় চাষের জমির আল ধরে ৷ এমনকি পাকা রাস্তা না থাকায় কোনও অসুস্থ ব্য়ক্তিকে হাসপাতালে নিয়ে যেতে চরম ভোগান্তির শিকার হন লোকজন ৷
আরও পড়ুন: বেহাল রাস্তায় ডুলিতে হাসপাতালে রোগী, পঞ্চায়েত ভোট বয়কটের হুঁশিয়ারি চিলাপাড়া গ্রামের
আর সেই নিয়েই পঞ্চায়েত ভোটের আগে নিজেদের ক্ষোভ উগড়ে দিলেন কাঁকসার বিদবিহারের রায়ডাঙা গ্রামের বাসিন্দারা ৷ অভিযোগ ভোটের সময় নেতানেত্রীরা প্রতিশ্রুতি বন্যা বইয়ে দেন ৷ কিন্তু, কাজের কাজ কিছুই হয় না ৷ ভোট পেরলে তাঁদের দিকে কেউ ঘুরেও তাকায় না ৷ আর এ নিয়ে স্থানীয় পঞ্চায়েত ও তার প্রধানের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন গ্রামবাসীরা ৷ 2023 এ রাজ্যে পঞ্চায়েত ভোট ৷ তার আগে সমস্যার সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছে ওই 30টি পরিবার ৷ গ্রামবাসীদের এই অভিযোগ মেনেও নিয়েছেন, বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্রধর ৷ জানিয়েছেন গ্রামবাসীদের অভিযোগ সত্যি ৷ তাঁদের এই সমস্যাগুলি দ্রুত সমাধান করা হবে ৷ কিন্তু প্রশ্ন, কবে ?