দুর্গাপুর, 7 মে: 40 দিনেরও বেশি লকডাউনের জেরে কাজ হারিয়েছেন অনেক পরিচারিকা । তাই আজ দুর্গাপুরে সারা বাংলা পরিচারিকা সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছে । পাশাপাশি মদ বিক্রি বন্ধেরও আবেদন জানিয়েছে তারা । এই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে স্মারকলিপিও ।
কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে । অনেক পরিবার পরিচারিকাদের কাজে আসতে নিষেধ করে দিয়েছে । সেই কারণে দুর্গাপুরের কয়েকশো পরিচারিকা এক মাসেরও বেশি সময় ধরে কর্মহীন হয়ে পড়েছে । আজ হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান তাঁরা। কর্মহীন পরিচারিকাদের মাসিক 5 হাজার টাকা করে অনুদান দেওয়ার দাবিও জানানো হয়েছে । এছাড়া বিদ্যুতের বিল মকুব ও রেশনে খাদ্যশস্য ছাড়াও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করার কথা বলা হয়েছে ।
![কর্মহীন পরিচারিকাদের আবেদন](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-dur-02-lockeddownunemployedmaidsappealtocmforhelpandstopsellingliquordurgapur-7204345_07052020143645_0705f_1588842405_134.jpg)
সমস্যার শেষ এখানেই নয় । ওই কর্মহীন পরিচারিকাদের বেশিরভাগেরই বাড়ির পুরুষরা মদ্যপ । তাই মদের দোকান খোলায় চড়া দামেই মদ কিনে খাচ্ছেন তাঁরা । যে কারণে মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে মদের দোকান বন্ধ করার আবেদন জানানো হয়েছে ।
সারাবাংলা পরিচারিকা সমিতির সদস্যা গীতা ধীবর বলেন, "মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক কিছু করছেন । তাই লকডাউনে পরিচারিকাদের মাসিক 5 হাজার টাকা করে অনুদান দিলে খুব উপকৃত হব । এছাড়া মদের দোকানগুলি অবিলম্বে বন্ধ করে দিন । মদের দোকান খোলার কারণে কর্মহীন পরিচারিকারা আরও বেশি আর্থিক সংকটে পড়েছে ।" পরিচারিকা সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে । এছাড়া দুর্গাপুরের মহকুমাশাসক থেকে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছেও এই স্মারকলিপির প্রতিলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে ।