ETV Bharat / state

Miscreants Arrested in Raniganj: রানিগঞ্জে আগ্নেয়াস্ত্র-সহ 2 জন গ্রেফতার - Miscreants Arrested in Raniganj

রানিগঞ্জে পুলিশের তৎপরতায় গ্রেফতার 2 দুষ্কৃতী (Miscreants Arrested in Raniganj) ৷ তাদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ৷ সেই সঙ্গে 60 হাজার টাকা উদ্ধার হয়েছে ৷

Miscreants Arrested in Raniganj ETV BHARAT
Miscreants Arrested in Raniganj ETV BHARAT
author img

By

Published : Jan 21, 2023, 8:19 PM IST

Updated : Jan 22, 2023, 6:25 AM IST

রানিগঞ্জে পুলিশের তৎপরতায় গ্রেফতার 2 দুষ্কৃতী

রানিগঞ্জ, 21 জানুয়ারি: আগ্নেয়াস্ত্র-সহ দু’জনকে গ্রেফতার করল রানিগঞ্জ থানার পুলিশ (Two Miscreants Arrest in Raniganj with Arms) ৷ উদ্ধার করা হয়েছে নগদ 60 হাজার টাকা ৷ সেই সঙ্গে একাধিক মোবাইল ফোনের সিম কার্ড উদ্ধার করা হয়েছে ৷ এদিন রানিগঞ্জ থানায় সাংবাদিক বৈঠক করে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি কুলদীপ এসএস বিষয়টি জানিয়েছেন ৷

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ডাঃ কুলদীপ এস এস বলেন, ‘‘শুক্রবার সন্ধ্যেয় সন্দেহভাজন 2 জনকে গ্রেফতার করে রানিগঞ্জ থানার পুলিশ ৷ গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এই 2 জনকে গ্রেফতার করেছে ৷ তাঁদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র ও নগদ 60 হাজার টাকা উদ্ধার হয়েছে ৷ অনেকগুলি সিম কার্ড পাওয়া গিয়েছে দুষ্কৃতীদেল কাছ থেকে ৷ গ্রেফতার হওয়া 2 দুষ্কৃতীর নাম সুরজ ও রাজেন্দ্র ৷’’

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, 2টি দেশি পিস্তল, 4 রাউন্ড কার্তুজ ও 2টি মোবাইল ফোন উদ্ধার করেছে রানিগঞ্জ থানার পুলিশ ৷ তিনি জানিয়েছেন, ভবিষ্যতেও একই রকমভাবে পুলিশের অভিযান চলবে ৷ প্রসঙ্গত, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় অপরাধ দমনে পুলিশের কাজের প্রশংসা করেন এডিসিপি কুলদীপ এসএস ৷

তিনি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে আসানসোল-দুর্গাপুর কমিশনারেট অঞ্চলে অপরাধ দমনে তৎপরতা দেখাচ্ছে পুলিশ ৷ সেই তৎপরতার কারণে অপরাধীদের ধরার ক্ষেত্রে একাধিক বড় সাফল্যও পেয়েছে পুলিশ প্রশাসন ৷ এডিসিপি কুলদীপ এসএস জানিয়েছেন, পুলিশের টহলদারিও বাড়ানো হয়েছে প্রতিটি থানা এলাকায় ৷ এর কারণে, অপরাধ দমন করতে আরও সুবিধা হচ্ছে ৷

আরও পড়ুন: ভাদু শেখ খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ

এডিসিপি জানিয়েছেন, বহুক্ষেত্রে অপরাধ সংঘঠিত হওয়ার আগেই পুলিশের কাছে সেই খবর পৌঁছে যাচ্ছে ৷ ফলে অপরাধ রুখে দেওয়ার মতো সাফল্যও পুলিশ অর্জন করেছে ৷ গত কয়েকমাসে বহু অপরাধী এই অভিযানের জেরে গ্রেফতার হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক ৷ সম্প্রতি রানিগঞ্জ শহরে নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে ৷ এমনকি সাধারণ মানুষের সঙ্গেও জনসংযোগ বাড়ানো হয়েছে ৷

রানিগঞ্জে পুলিশের তৎপরতায় গ্রেফতার 2 দুষ্কৃতী

রানিগঞ্জ, 21 জানুয়ারি: আগ্নেয়াস্ত্র-সহ দু’জনকে গ্রেফতার করল রানিগঞ্জ থানার পুলিশ (Two Miscreants Arrest in Raniganj with Arms) ৷ উদ্ধার করা হয়েছে নগদ 60 হাজার টাকা ৷ সেই সঙ্গে একাধিক মোবাইল ফোনের সিম কার্ড উদ্ধার করা হয়েছে ৷ এদিন রানিগঞ্জ থানায় সাংবাদিক বৈঠক করে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি কুলদীপ এসএস বিষয়টি জানিয়েছেন ৷

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ডাঃ কুলদীপ এস এস বলেন, ‘‘শুক্রবার সন্ধ্যেয় সন্দেহভাজন 2 জনকে গ্রেফতার করে রানিগঞ্জ থানার পুলিশ ৷ গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এই 2 জনকে গ্রেফতার করেছে ৷ তাঁদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র ও নগদ 60 হাজার টাকা উদ্ধার হয়েছে ৷ অনেকগুলি সিম কার্ড পাওয়া গিয়েছে দুষ্কৃতীদেল কাছ থেকে ৷ গ্রেফতার হওয়া 2 দুষ্কৃতীর নাম সুরজ ও রাজেন্দ্র ৷’’

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, 2টি দেশি পিস্তল, 4 রাউন্ড কার্তুজ ও 2টি মোবাইল ফোন উদ্ধার করেছে রানিগঞ্জ থানার পুলিশ ৷ তিনি জানিয়েছেন, ভবিষ্যতেও একই রকমভাবে পুলিশের অভিযান চলবে ৷ প্রসঙ্গত, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় অপরাধ দমনে পুলিশের কাজের প্রশংসা করেন এডিসিপি কুলদীপ এসএস ৷

তিনি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে আসানসোল-দুর্গাপুর কমিশনারেট অঞ্চলে অপরাধ দমনে তৎপরতা দেখাচ্ছে পুলিশ ৷ সেই তৎপরতার কারণে অপরাধীদের ধরার ক্ষেত্রে একাধিক বড় সাফল্যও পেয়েছে পুলিশ প্রশাসন ৷ এডিসিপি কুলদীপ এসএস জানিয়েছেন, পুলিশের টহলদারিও বাড়ানো হয়েছে প্রতিটি থানা এলাকায় ৷ এর কারণে, অপরাধ দমন করতে আরও সুবিধা হচ্ছে ৷

আরও পড়ুন: ভাদু শেখ খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ

এডিসিপি জানিয়েছেন, বহুক্ষেত্রে অপরাধ সংঘঠিত হওয়ার আগেই পুলিশের কাছে সেই খবর পৌঁছে যাচ্ছে ৷ ফলে অপরাধ রুখে দেওয়ার মতো সাফল্যও পুলিশ অর্জন করেছে ৷ গত কয়েকমাসে বহু অপরাধী এই অভিযানের জেরে গ্রেফতার হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক ৷ সম্প্রতি রানিগঞ্জ শহরে নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে ৷ এমনকি সাধারণ মানুষের সঙ্গেও জনসংযোগ বাড়ানো হয়েছে ৷

Last Updated : Jan 22, 2023, 6:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.