ETV Bharat / state

Fake Lottery Tickets: জাল লটারির টিকিট বিক্রির অভিযোগে ধৃত 2, পেশ করা হয়েছে দুর্গাপুর মহকুমা আদালতে

জাল লটারির টিকিট বিক্রির অভিযোগে গ্রেফতার দুই (Two Arrested for Selling Fake Lottery Tickets) ৷ বৃহস্পতিবার উখরা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করা হয়েছে ৷

Fake Lottery Tickets
জাল লটারির টিকিট বিক্রির অভিযোগে ধৃত 2
author img

By

Published : Feb 17, 2023, 10:16 PM IST

দুর্গাপুর, 17 ফেব্রুয়ারি: জাল লটারির টিকিট বিক্রি করার অভিযোগে ধৃত দুই অভিযুক্তকে গ্রেফতার ৷ শুক্রবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় (Fake Lottery Tickets)৷ ধৃতদের আদালতে তোলা হলে তাদের 7 দিনের নিজের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ ৷ বৃহস্পতিবার উখরা থেকে ওই দু'জন টিকিট বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ ।

বৃহস্পতিবার উখরা বাজপায় মোড় ও বাজপাই মিল সংলগ্ন দু‘টি লটারি টিকিটের দোকানে হানা দেয় পুলিশ । জাল লটারি টিকিট বিক্রি করার অভিযোগে শেখ জামালউদ্দিন ও উত্তম কুন্ডু নামে দু'জন গ্রেফতার করা হয়েছে । তাদের দোকান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ জাল টিকিট । আজ শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করা হয় । তদন্তের স্বার্থে ধৃতদের সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় বলে পুলিশ সূত্রে খবর । অভিযুক্তরা জানায় উখড়া গ্রামের বাসিন্দা রাজীব নামে এক ব্যক্তির কাছ থেকে এই টিকিট তারা পেতেন । অভিযুক্তরা জাল লটারির টিকিট বিক্রির কথাও স্বীকার করে নিয়েছেন ৷

আরও পড়ুন : ঘনিষ্ঠ কাউন্সিলর মারফৎ নূরের থেকে টিকিট নেন অনুব্রত, বিস্ফোরক দাবি লটারি বিক্রেতার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি নামি লটারি সংস্থার নামে এই টিকিট বাজারে বিক্রি করা হত । ঝাড়খন্ড থেকে সীমানা পেরিয়ে জেলার বিভিন্ন জায়গার মত উখড়া এলাকাতেও সাম্প্রতিককালে এই টিকিট চলে আসত ৷ তা বাজারে বিক্রি করত এই দুই বিক্রেতা ৷ ক্রমশই এই জাল টিকিট বিক্রির প্রবণতা বাড়ছিল । জাল টিকিট চক্রের এজেন্টদের হাত ধরে এই টিকিট পৌঁছে যায় সর্বত্র, দাবি লটারি টিকিট বিক্রেতাদের একাংশের । প্রতিষ্ঠিত কোম্পানিগুলির থেকে এই টিকিট-এর কমিশন বেশি থাকায় বেশ কিছু দোকানদার এই টিকিট বিক্রি করেন ৷ পুলিশের দাবি, ধৃত দুই অভিযুক্তকে জেরা করে কিছু তথ্য পাওয়া গিয়েছে । এই প্রতারণার ব্যবসায় আর কারা কারা জড়িত তা জানতে ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় বলে জানিয়েছেন অন্ডাল থানার এক আধিকারিক ৷

দুর্গাপুর, 17 ফেব্রুয়ারি: জাল লটারির টিকিট বিক্রি করার অভিযোগে ধৃত দুই অভিযুক্তকে গ্রেফতার ৷ শুক্রবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় (Fake Lottery Tickets)৷ ধৃতদের আদালতে তোলা হলে তাদের 7 দিনের নিজের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ ৷ বৃহস্পতিবার উখরা থেকে ওই দু'জন টিকিট বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ ।

বৃহস্পতিবার উখরা বাজপায় মোড় ও বাজপাই মিল সংলগ্ন দু‘টি লটারি টিকিটের দোকানে হানা দেয় পুলিশ । জাল লটারি টিকিট বিক্রি করার অভিযোগে শেখ জামালউদ্দিন ও উত্তম কুন্ডু নামে দু'জন গ্রেফতার করা হয়েছে । তাদের দোকান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ জাল টিকিট । আজ শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করা হয় । তদন্তের স্বার্থে ধৃতদের সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় বলে পুলিশ সূত্রে খবর । অভিযুক্তরা জানায় উখড়া গ্রামের বাসিন্দা রাজীব নামে এক ব্যক্তির কাছ থেকে এই টিকিট তারা পেতেন । অভিযুক্তরা জাল লটারির টিকিট বিক্রির কথাও স্বীকার করে নিয়েছেন ৷

আরও পড়ুন : ঘনিষ্ঠ কাউন্সিলর মারফৎ নূরের থেকে টিকিট নেন অনুব্রত, বিস্ফোরক দাবি লটারি বিক্রেতার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি নামি লটারি সংস্থার নামে এই টিকিট বাজারে বিক্রি করা হত । ঝাড়খন্ড থেকে সীমানা পেরিয়ে জেলার বিভিন্ন জায়গার মত উখড়া এলাকাতেও সাম্প্রতিককালে এই টিকিট চলে আসত ৷ তা বাজারে বিক্রি করত এই দুই বিক্রেতা ৷ ক্রমশই এই জাল টিকিট বিক্রির প্রবণতা বাড়ছিল । জাল টিকিট চক্রের এজেন্টদের হাত ধরে এই টিকিট পৌঁছে যায় সর্বত্র, দাবি লটারি টিকিট বিক্রেতাদের একাংশের । প্রতিষ্ঠিত কোম্পানিগুলির থেকে এই টিকিট-এর কমিশন বেশি থাকায় বেশ কিছু দোকানদার এই টিকিট বিক্রি করেন ৷ পুলিশের দাবি, ধৃত দুই অভিযুক্তকে জেরা করে কিছু তথ্য পাওয়া গিয়েছে । এই প্রতারণার ব্যবসায় আর কারা কারা জড়িত তা জানতে ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় বলে জানিয়েছেন অন্ডাল থানার এক আধিকারিক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.