ETV Bharat / state

রানিগঞ্জে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির পোস্টার ছেঁড়ার অভিযোগ - poster crack

পোস্টার ছেঁড়ার ঘটনায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেও সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের ৷

ছবি
ছবি
author img

By

Published : Feb 14, 2021, 10:23 PM IST

রানিগঞ্জ, 14 ফেব্রুয়ারি : একাধিক জায়গায় বিজেপির আর নয় অন্যায় পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি রানিগঞ্জের 34 নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকার ৷

আরও পড়ুন :কাটোয়ায় তৃণমূল-বিজেপি হামলা-পালটা হামলায় আহত 5

ঘটনার বিষয়ে বিজেপি নেতা মনোজ ওঝা বলেন, " বিজেপির পরিবর্তন যাত্রার আর নয় অন্যায় একাধিক জায়গায় পোস্টার লাগানো হয় । এরপর গতকাল রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা রাম বাগান এলাকায় সেই পোস্টার ছিঁড়ে দেয় । তবে, পোস্টটার ছিড়ে বিজেপিকে আটকানো করা যাবে না । আগামী দিন রাজ্যে বিজেপি আসছে ।"

চলছে তৃণমূল ও বিজেপি দুই নেতার একে অন্যের বিরুদ্ধে অভিযোগ

অন্যদিকে, সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন রানিগঞ্জ তৃণমূলের সহ-সভাপতি জ্যোতি সিং । বলেন, " তৃণমূল এই ধরনের কাজ করে না । বিজেপির নিজেরাই পোস্টার ছিঁড়ে প্রচারে আসতে চাইছে । "

রানিগঞ্জ, 14 ফেব্রুয়ারি : একাধিক জায়গায় বিজেপির আর নয় অন্যায় পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি রানিগঞ্জের 34 নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকার ৷

আরও পড়ুন :কাটোয়ায় তৃণমূল-বিজেপি হামলা-পালটা হামলায় আহত 5

ঘটনার বিষয়ে বিজেপি নেতা মনোজ ওঝা বলেন, " বিজেপির পরিবর্তন যাত্রার আর নয় অন্যায় একাধিক জায়গায় পোস্টার লাগানো হয় । এরপর গতকাল রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা রাম বাগান এলাকায় সেই পোস্টার ছিঁড়ে দেয় । তবে, পোস্টটার ছিড়ে বিজেপিকে আটকানো করা যাবে না । আগামী দিন রাজ্যে বিজেপি আসছে ।"

চলছে তৃণমূল ও বিজেপি দুই নেতার একে অন্যের বিরুদ্ধে অভিযোগ

অন্যদিকে, সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন রানিগঞ্জ তৃণমূলের সহ-সভাপতি জ্যোতি সিং । বলেন, " তৃণমূল এই ধরনের কাজ করে না । বিজেপির নিজেরাই পোস্টার ছিঁড়ে প্রচারে আসতে চাইছে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.