আসানসোল, 16 এপ্রিল : প্রথমবারের জন্য আসানসোল লোকসভা কেন্দ্রের দখল নিল তৃণমূল কংগ্রেস ৷ 'বহিরাগত' শত্রুঘ্ন সিনহার হাত ধরে বিজেপিকে খড়কুটোর মতো উড়িয়ে এই কেন্দ্রের উপনির্বাচনে জয়ধ্বজা উড়ল তৃণমূলের ৷ শত্রুঘ্ন সিনহা জয়ী হয়েছেন তিন 3 লাখ 3 হাজার 209 ভোটে ৷ (Shatrughan Sinha Wins) ৷ 2014 ও 2019 লোকসভা ভোটে এই কেন্দ্রে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয় ৷ এদিন জয়ের পর টুইট করে এই ফলের জন্য আসানসোলবাসী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন শত্রুঘ্ন সিনহা ৷
-
My most sincere thanks to the wonderful people of Asansol for their massive expression of support to me.
— Shatrughan Sinha (@ShatruganSinha) April 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
I am overwhelmed and also humbled by the love and affection showered on me by the lovely people of Asansol, Bengal.....and feel both delighted and blessed at the same time...
">My most sincere thanks to the wonderful people of Asansol for their massive expression of support to me.
— Shatrughan Sinha (@ShatruganSinha) April 16, 2022
I am overwhelmed and also humbled by the love and affection showered on me by the lovely people of Asansol, Bengal.....and feel both delighted and blessed at the same time...My most sincere thanks to the wonderful people of Asansol for their massive expression of support to me.
— Shatrughan Sinha (@ShatruganSinha) April 16, 2022
I am overwhelmed and also humbled by the love and affection showered on me by the lovely people of Asansol, Bengal.....and feel both delighted and blessed at the same time...
তথ্য বলছে, 2019 লোকসভা নির্বাচনে এই আসন থেকে 1 লক্ষ 97 হাজার 637 ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় । বাবুলের প্রাপ্ত ভোট ছিল 6 লক্ষ 33 হাজার 378 । অন্যদিকে তৃণমূল প্রার্থী মুনমুন সেন পেয়েছিলেন 4 লক্ষ 35 হাজার 741টি ভোট । যদি 2014 সালের লোকসভা নির্বাচনের দিকে যদি তাকানো যায়, সে সময় বাবুল সুপ্রিয় পেয়েছিলেন 4 লক্ষ 19 হাজার 983টি ভোট । অর্থাৎ 2014 সালের তুলনায় 2019 লোকসভা ভোটে হিন্দিভাষী অধ্যুষিত এই কেন্দ্রে ভোট বেড়েছিল বিজেপির ৷
আরও পড়ুন : বিদ্বেষ-মুক্ত ভারত গড়ার পথ দেখাল আসানসোল-বালিগঞ্জ, টুইট অভিষেকের
তবে 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাবে, গত কয়েক বছরে এই কেন্দ্রে নিজেদের শক্তি ক্রমে বাড়িয়েছে ঘাসফুল শিবির ৷ গত বিধানসভা নির্বাচনে এই লোকসভা ভোটের অন্তর্গত 7টি কেন্দ্রের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছিল তৃণমূল ৷ কুলটি এবং আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি ৷ আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন অগ্নিমিত্রা পল, যাঁকে এবারের লোকসভা উপনির্বাচনে প্রার্থী করেছিল বিজেপি ৷ কিন্তু নিজেকে ঘরের মেয়ে দাবি করে প্রচারে ঝড় তুলেও জিততে পারলেন না অগ্নিমিত্রা ৷ এমনকি নিজের বিধানসভা কেন্দ্রেও শত্রুঘ্ন সিনহার থেকে কম ভোট পেয়েছেন তিনি ৷ 2021 নির্বাচনের নিরিখে সাত বিধানসভা কেন্দ্র মিলিয়ে এই লোকসভা কেন্দ্রে 60 হাজার ভোটে এগিয়ে ছিল তৃণমূল ৷ বছর ঘুরতে না ঘুরতেই দেখা গেল ঘাসফুল শিবির নিজেদের পক্ষে সেই ব্যবধান বাড়িয়ে নিয়েছে তিন লাখেরও বেশি ভোটে ৷ 2019 লোকসভার নিরিখে তৃণমূলের ভোট বেড়েছে প্রায় পাঁচ লাখ !
এদিনের ফলাফলকে তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ এর ফলে একদিকে যেমন বঙ্গ বিজেপির আসন সংখ্যা সংসদে 18 থেকে কমে হল 17 ৷ তেমনই তৃণমূলের সাংসদ সংখ্যা 22 থেকে হল 23 ৷ কিন্তু আসানসোলের মতো কেন্দ্রে বিজেপির এরকম ফলাফলের কারণ কী, তা নিয়ে উঠছে প্রশ্ন ৷ বিজেপির সাংগঠনিক দুর্বলতার পাশাপাশি উঠে আসছে তাদের দিক থেকে হিন্দিভাষীদের মুখ ফেরানোর বিষয়টিও ৷ 2019 ও 2014 সালের মতো মোদি হাওয়া এই উপনির্বাচনে স্বাভাবিক ভাবেই ছিল না, সম্ভবত এর সঙ্গে যোগ হয়েছে মূল্যবৃদ্ধির বিষয়টিও ৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ৷
আরও পড়ুন : ‘পোয়েটিক জাস্টিস’, আসানসোল-বালিগঞ্জে জয়ে উচ্ছ্বসিত বাবুুল
অন্যদিকে, তৃণমূলের পক্ষে এই বিপুল সমর্থন বলে দিচ্ছে, বহিরাগত প্রচার হলেও শত্রুঘ্ন সিনহাকে ঢেলে ভোট দিয়েছেন আসানসোলবাসী ৷ হিন্দিভাষী ভোটও এসেছে তৃণমূলের ঝুলিতে ৷ বাংলার রাজনীতিতে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একেবারে তৃণমূল স্তরের রাজনীতি আর কেউ বোঝেন না, ভোটের হাওয়া আগাম বুঝতে পারেন তিনি ৷ পোড়া খাওয়া রাজনীতিবিদ তৃণমূল সুপ্রিমো শত্রুঘ্নকে এই কেন্দ্রে দাঁড় করিয়ে যে কোনও ভুল চাল দেননি তার প্রমাণ 'বিহারীবাবুর' এই বিপুল জয় ৷