ETV Bharat / state

সংক্রমণ প্রতিরোধে পানাগড় বাজারে রাসায়নিক তেল স্প্রে - কাঁকসা

কাঁকসার পানাগড় বাজারে কাঁকসা পঞ্চায়েতের উদ্যোগে ছড়াতে দেখা গেল রাসায়নিক তেল ৷ 100 দিনের কাজে যুক্ত গ্রাম পঞ্চায়েতের কর্মীরাদেরই এই কাজ করতে দেখা গেল ৷

The local administrative took initiative to disperse chemical oils to prevent corona in Panagadh market, kanksa, west burdwan
কোরোনা মোকাবিলায় পঞ্চায়েতের উদ্যোগে পানাগড় বাজারে ছড়ানো হল রাসায়নিক তেল
author img

By

Published : Mar 28, 2020, 6:09 PM IST

দুর্গাপুর, 28 মার্চ : কোরোনা মোকাবিলায় সচেতনতার ছবি দেখা যাচ্ছে রাজ্যের প্রতিটি জেলায় ৷ আজ সেই সচেতনতার ছবিই দেখা গেল কাঁকসার গ্রাম পঞ্চায়েতে ৷ পানাগড় বাজারে কাঁকসা পঞ্চায়েতের উদ্যোগে রাসায়নিক তেল স্প্রে করতে দেখা গেল 100 দিনের কাজে যুক্ত কর্মীদের ৷

দেশজুড়ে লকডাউন চললেও খোলা থাকবে সবজি বাজার যাতে খাদ্যসামগ্রীতে টান না পড়ে ৷ আর সেকারণেই ভিড় না জমলেও নিত্যদিন লেগেই থাকে লোকজনের আনাগোনা ৷ তাই সংক্রমণ রুখতে কাঁকসা সবজি ও মাছ-মাংসর বাজারে রাসায়নিক তেল স্প্রে করা শুরু হল ৷ স্থানীয় পঞ্চায়তের উদ্যোগে 100 দিনের কাজে যুক্ত কর্মীরা এই কর্মসূচি গ্রহণ করে ৷

The local administrative took initiative to disperse chemical oils to prevent corona in Panagadh market, kanksa, west burdwan
কোরোনা মোকাবিলায় পঞ্চায়েতের উদ্যোগে পানাগড় বাজারে ছড়ানো হল রাসায়নিক তেল

দুর্গাপুর, 28 মার্চ : কোরোনা মোকাবিলায় সচেতনতার ছবি দেখা যাচ্ছে রাজ্যের প্রতিটি জেলায় ৷ আজ সেই সচেতনতার ছবিই দেখা গেল কাঁকসার গ্রাম পঞ্চায়েতে ৷ পানাগড় বাজারে কাঁকসা পঞ্চায়েতের উদ্যোগে রাসায়নিক তেল স্প্রে করতে দেখা গেল 100 দিনের কাজে যুক্ত কর্মীদের ৷

দেশজুড়ে লকডাউন চললেও খোলা থাকবে সবজি বাজার যাতে খাদ্যসামগ্রীতে টান না পড়ে ৷ আর সেকারণেই ভিড় না জমলেও নিত্যদিন লেগেই থাকে লোকজনের আনাগোনা ৷ তাই সংক্রমণ রুখতে কাঁকসা সবজি ও মাছ-মাংসর বাজারে রাসায়নিক তেল স্প্রে করা শুরু হল ৷ স্থানীয় পঞ্চায়তের উদ্যোগে 100 দিনের কাজে যুক্ত কর্মীরা এই কর্মসূচি গ্রহণ করে ৷

The local administrative took initiative to disperse chemical oils to prevent corona in Panagadh market, kanksa, west burdwan
কোরোনা মোকাবিলায় পঞ্চায়েতের উদ্যোগে পানাগড় বাজারে ছড়ানো হল রাসায়নিক তেল

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.