দুর্গাপুর, 28 মার্চ : কোরোনা মোকাবিলায় সচেতনতার ছবি দেখা যাচ্ছে রাজ্যের প্রতিটি জেলায় ৷ আজ সেই সচেতনতার ছবিই দেখা গেল কাঁকসার গ্রাম পঞ্চায়েতে ৷ পানাগড় বাজারে কাঁকসা পঞ্চায়েতের উদ্যোগে রাসায়নিক তেল স্প্রে করতে দেখা গেল 100 দিনের কাজে যুক্ত কর্মীদের ৷
দেশজুড়ে লকডাউন চললেও খোলা থাকবে সবজি বাজার যাতে খাদ্যসামগ্রীতে টান না পড়ে ৷ আর সেকারণেই ভিড় না জমলেও নিত্যদিন লেগেই থাকে লোকজনের আনাগোনা ৷ তাই সংক্রমণ রুখতে কাঁকসা সবজি ও মাছ-মাংসর বাজারে রাসায়নিক তেল স্প্রে করা শুরু হল ৷ স্থানীয় পঞ্চায়তের উদ্যোগে 100 দিনের কাজে যুক্ত কর্মীরা এই কর্মসূচি গ্রহণ করে ৷
![The local administrative took initiative to disperse chemical oils to prevent corona in Panagadh market, kanksa, west burdwan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-dur-03-chemicalmixedoilsprayinmarket-panagahmarket-forcoronathreat-7204345_28032020153327_2803f_1585389807_268.jpg)