ETV Bharat / state

SYNERGY Conclave: সিনার্জি'তে সমস্যার সমাধান খুঁজতে শিল্পপতিরা, মন্ত্রী দিলেন পাশে থাকার আশ্বাস

বৃহস্পতিবার আসানসোলে অনুষ্ঠিত হল সিনার্জি কনক্লেভ (SYNERGY Conclave) ৷ উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী শশী পাঁজা (Cabinet Minister Shashi Panja), মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, মলয় ঘটক-সহ অন্যান্যরা ৷ নিজেদের সমস্যার কথা তুলে ধরলেন শিল্পপতিরা ৷ তাঁদের পাশা থাকার আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী ৷

ETV Bharat
শিল্পপতিদের পাশা থাকার আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী
author img

By

Published : Dec 22, 2022, 9:32 PM IST

সিনার্জি'তে সমস্যার সমাধান খুঁজতে শিল্পপতিরা

আসানসোল, 22 ডিসেম্বর: আসানসোলে প্রথম অনুষ্ঠিত হল ছোট, বড় ও মাঝারি শিল্প উদ্যোগীদের সঙ্গে সরকারি বিভিন্ন দফতরের সমন্বয় ও নতুন শিল্প স্থাপনের জন্য সিনার্জি কনক্লেভ (SYNERGY Conclave) । এদিন রবীন্দ্রভবনে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার সিনার্জি কমক্লেভ অনুষ্ঠিত হয়েছে। দুই জেলার ছোট, বড় ও মাঝারি প্রচুর শিল্পদ্যোগীরা এসেছিলেন এই কনক্লেভে যোগ দিতে । পাশাপাশি রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা (Cabinet Minister Shashi Panja)-সহ চন্দ্রনাথ সিনহা, মলয় ঘটক, স্বপন দেবনাথ থেকে শুরু করে রাজ্যের শিল্প দফতর ও বিভিন্ন প্রশাসনিক দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন ।

এদিন মূলত জমি, বিদ্যুৎ, জল, রাস্তা-সহ শিল্প উদ্যোগের ক্ষেত্রে বিভিন্ন অনুকূল পরিবেশ তৈরিতে সরকারি বিভিন্ন ভূমিকা নিয়ে আলোচনা হয় । পাশাপাশি শিল্পদ্যোগীদের কী কী সমস্যা হচ্ছে এবং তার সমাধান কীভাবে হবে, তা নিয়েও আলোচনা হয় । কীভাবে নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে সরকারি সিঙ্গেল উইন্ডো সিস্টেম শিল্পপতিদের সহায়তা করবে, সেই নিয়েও আলোকপাত করেন সরকারি প্রতিনিধি থেকে শুরু করে রাজ্যের মন্ত্রীরা ।

তবে বিভিন্ন ক্ষেত্রে শিল্পপতিরা তাদের সমস্যার কথা জানান । যেমন সিমেন্ট শিল্প । জিএসটি'র কারণে এই শিল্প প্রায় বন্ধের মুখে । অথচ এই জেলায় সিমেন্ট কারখানার সংখ্যা অনেক বেশি । বড় কারখানার সঙ্গে তারা প্রতিযোগিতায় পেরে ওঠে না ৷ উৎপাদিত ও বিক্রীত মূল্যে খুব বেশি পার্থক্য না থাকায় ক্ষতির মুখে পড়ছে এই কারখানাগুলি । শিল্পমন্ত্রীর কাছে সেই সমস্যার কথা জানান শিল্পোদ্যোগীরা । শিল্পমন্ত্রী আশ্বাস দিয়েছেন তাদের । তিনি বিষয়টি দেখছেন এবং প্রয়োজনে তিনি তাঁর দফতরে এসেও কথা বলতে বলেছেন শিল্পপতিদের (SYNERGY Conclave conducted at Asansol) ।

SYNERGY Conclave organised from state govt
আসানসোলে প্রথম অনুষ্ঠিত হল সিনার্জি কনক্লেভ

আরও পড়ুন: পঞ্চায়েতের স্ট্যাম্প প্যাড নকল করার অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে

শিল্পপতিরা জানান, এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) দুর্গাপুরে সিনার্জি সম্মেলন করেছেন শিল্পপতিদের সঙ্গে । তারপর আসানসোলে হচ্ছে । কিন্তু এই সম্মেলনের পরে ঠিকঠাক ভাবে ফলো-আপ হয় না । শিল্পের অনুকূল পরিবেশ এবং নতুন শিল্প নিয়ে আসা থেকে শুরু করে, শিল্পায়ন গড়ে তুলতে সঠিক ফলো-আপ চায় তাঁরা । সঠিক ফলো-আপ না হলে এই সিনার্জি কমক্লেভ করে কোনও লাভ হবে না বলে শিল্পপতিরা জানান ।

সিনার্জি'তে সমস্যার সমাধান খুঁজতে শিল্পপতিরা

আসানসোল, 22 ডিসেম্বর: আসানসোলে প্রথম অনুষ্ঠিত হল ছোট, বড় ও মাঝারি শিল্প উদ্যোগীদের সঙ্গে সরকারি বিভিন্ন দফতরের সমন্বয় ও নতুন শিল্প স্থাপনের জন্য সিনার্জি কনক্লেভ (SYNERGY Conclave) । এদিন রবীন্দ্রভবনে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার সিনার্জি কমক্লেভ অনুষ্ঠিত হয়েছে। দুই জেলার ছোট, বড় ও মাঝারি প্রচুর শিল্পদ্যোগীরা এসেছিলেন এই কনক্লেভে যোগ দিতে । পাশাপাশি রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা (Cabinet Minister Shashi Panja)-সহ চন্দ্রনাথ সিনহা, মলয় ঘটক, স্বপন দেবনাথ থেকে শুরু করে রাজ্যের শিল্প দফতর ও বিভিন্ন প্রশাসনিক দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন ।

এদিন মূলত জমি, বিদ্যুৎ, জল, রাস্তা-সহ শিল্প উদ্যোগের ক্ষেত্রে বিভিন্ন অনুকূল পরিবেশ তৈরিতে সরকারি বিভিন্ন ভূমিকা নিয়ে আলোচনা হয় । পাশাপাশি শিল্পদ্যোগীদের কী কী সমস্যা হচ্ছে এবং তার সমাধান কীভাবে হবে, তা নিয়েও আলোচনা হয় । কীভাবে নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে সরকারি সিঙ্গেল উইন্ডো সিস্টেম শিল্পপতিদের সহায়তা করবে, সেই নিয়েও আলোকপাত করেন সরকারি প্রতিনিধি থেকে শুরু করে রাজ্যের মন্ত্রীরা ।

তবে বিভিন্ন ক্ষেত্রে শিল্পপতিরা তাদের সমস্যার কথা জানান । যেমন সিমেন্ট শিল্প । জিএসটি'র কারণে এই শিল্প প্রায় বন্ধের মুখে । অথচ এই জেলায় সিমেন্ট কারখানার সংখ্যা অনেক বেশি । বড় কারখানার সঙ্গে তারা প্রতিযোগিতায় পেরে ওঠে না ৷ উৎপাদিত ও বিক্রীত মূল্যে খুব বেশি পার্থক্য না থাকায় ক্ষতির মুখে পড়ছে এই কারখানাগুলি । শিল্পমন্ত্রীর কাছে সেই সমস্যার কথা জানান শিল্পোদ্যোগীরা । শিল্পমন্ত্রী আশ্বাস দিয়েছেন তাদের । তিনি বিষয়টি দেখছেন এবং প্রয়োজনে তিনি তাঁর দফতরে এসেও কথা বলতে বলেছেন শিল্পপতিদের (SYNERGY Conclave conducted at Asansol) ।

SYNERGY Conclave organised from state govt
আসানসোলে প্রথম অনুষ্ঠিত হল সিনার্জি কনক্লেভ

আরও পড়ুন: পঞ্চায়েতের স্ট্যাম্প প্যাড নকল করার অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে

শিল্পপতিরা জানান, এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) দুর্গাপুরে সিনার্জি সম্মেলন করেছেন শিল্পপতিদের সঙ্গে । তারপর আসানসোলে হচ্ছে । কিন্তু এই সম্মেলনের পরে ঠিকঠাক ভাবে ফলো-আপ হয় না । শিল্পের অনুকূল পরিবেশ এবং নতুন শিল্প নিয়ে আসা থেকে শুরু করে, শিল্পায়ন গড়ে তুলতে সঠিক ফলো-আপ চায় তাঁরা । সঠিক ফলো-আপ না হলে এই সিনার্জি কমক্লেভ করে কোনও লাভ হবে না বলে শিল্পপতিরা জানান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.