ETV Bharat / state

WB Coal Smuggling Scam: সিবিআই চার্জশিটে নাম থাকা সত্ত্বেও 12 ব্যবসায়ীকে জামিন আদালতের - সুপ্রিম কোর্ট

কয়লাপাচার কাণ্ডে (WB Coal Smuggling Scam) ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে সিবিআই (CBI Chargesheet) ৷ সেই চার্জশিটে নাম থাকা সত্ত্বেও 12 জন ব্যবসায়ীকে জামিন দিয়েছে আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালত (Special CBI Court) ৷ কেন জামিন পেলেন তাঁরা ?

Special CBI Court of Asansol granted bail for 12 businessmen in WB Coal Smuggling Scam case
WB Coal Smuggling Scam: সিবিআই চার্জশিটে নাম থাকা সত্ত্বেও 12 ব্যবসায়ীকে জামিন আদালতের
author img

By

Published : Nov 12, 2022, 2:24 PM IST

আসানসোল, 12 নভেম্বর: কয়লাপাচার কাণ্ডে (WB Coal Smuggling Scam) সিবিআই চার্জশিটে (CBI Chargesheet) নাম থাকা সত্ত্বেও দু'দফায় মোট 12 জন ব্যবসায়ীর জামিনের আবেদন মঞ্জুর করল আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালত (Special CBI Court) ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ না থাকা সত্ত্বেও তাঁদের নাম চার্জশিটে রেখেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) ? যদিও ব্যবসায়ীদের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলরা তদন্তে সহযোগিতা করেছেন বলেই আদালত তাঁদের আবেদন মেনে নিয়েছে ৷ অথচ, সিবিআই-এর আইনজীবী দু'বারই অভিযুক্ত ব্যবসায়ীদের জামিনের বিরোধিতা করেন ! এখানেও প্রশ্ন হল, যাঁরা তদন্তে সহযোগিতা করছেন, তাঁদের জামিনের আবেদনের বিরোধিতাই বা কেন করা হবে ? সব মিলিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ৷ অন্যদিকে, চার্জশিটে নাম থাকা আরও তিন ব্যবসায়ী এখনও পর্যন্ত আদালতের দ্বারস্থ হননি ৷

উল্লেখ্য, কয়লাপাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাজি (Anup Maji) ওরফে লালা (Lala)-সহ মোট 41 জনের নামে চার্জশিট জমা করেছে সিবিআই (CBI) ৷ সুপ্রিম কোর্টের (Supreme Court) রক্ষাকবচ থাকায় অনুপ মাজিকে এই মামলায় সিবিআই এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি ৷ কিন্তু, বেআইনি কারবারে তাঁকে সহযোগিতা করার অভিযোগে বেশ কয়েকজন কয়লা ব্যবসায়ী এবং ইসিএল-এর বর্তমান ও প্রাক্তন আধিকারিককে গ্রেফতার করা হয়েছে ৷ তবে, এই প্রতিবেদনের শুরুতেই যে 15 জন (12 জন জামিন পেয়েছেন এবং তিনজন এখনও আদালতে আসেননি) ব্যবসায়ীর কথা উল্লেখ করা হয়েছে, তাঁদের কাউকে সিবিআই গ্রেফতার করেনি ৷ অথচ, এই ব্যবসায়ীরা সকলেই লালার অত্যন্ত ঘনিষ্ঠ বলে দাবি করা হচ্ছে !

আরও পড়ুন: মানেকাকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ডিভিশন বেঞ্চে ইডি, শুনানি 16 নভেম্বর

এই 15 জন ব্যবসায়ীর মধ্যে 6 জন গত 9 নভেম্বর এবং 6 জন গত 10 নভেম্বর বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পন করেন ৷ শর্তসাপেক্ষে এই 12 জনকেই জামিন দেন বিচারক রাজেশ চক্রবর্তী ৷ সেই সময় সিবিআই-এর আইনজীবী রাকেশ সিং জামিনের বিরোধিতা করলেও আদালত তা গ্রাহ্য করেনি ৷ জামিনপ্রাপ্ত এই 12 জন ব্যবসায়ী হলেন, প্রিয়ব্রত চক্রবর্তী, বিকাশচন্দ্র গড়াই, শেখ সদরউদ্দিন, শমশের হোসেন, রাজেশ বাগারিয়া, রাজেশ সিং, পরমেন্দ্র কুমার সাউ, ধর্মেন্দ্র কুমার সাউ, সাজিস খান, চণ্ডী বাউরি, দীপক ধীবর ও চন্দন বর্মন ৷

ব্যবসায়ীদের জামিন প্রসঙ্গে তাঁদের আইনজীবী শেখর কুণ্ডু জানান, "এই অভিযুক্তরা কেউই কয়লা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন না ৷ তবে, তাঁরা বিভিন্ন সময় নানা কাজের জন্য কয়লা কিনেছেন ৷ সেই কয়লা অন্যান্য ব্যবসায় ব্যবহার করা হয়েছে ৷ আইনি এবং বেআইনি দু'রকমের কয়লাই তাঁরা কিনেছেন ৷ লালার সঙ্গেও এঁদের কোনও যোগাযোগ নেই ৷ এই অভিযুক্তদের যখনই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, তাঁরা গিয়েছেন ৷ তদন্তে সবরকম সহযোগিতা করেছেন ৷ তাই জজ সাহেব শর্তসাপেক্ষে এঁদের জামিন মঞ্জুর করেছেন ৷"

তাহলে কী কী শর্তে জামিন পেয়েছেন অভিযুক্ত এই 12 জন ? জবাবে আইনজীবী শেখর কুণ্ডু জানান, "এঁরা পশ্চিম বর্ধমান জেলার বাইরে কোথাও যেতে পারবেন না ৷ সিবিআই ডাকলে তাঁদের হাজিরা দিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে ৷ এছাড়াও, অবৈধ কয়লা ব্যবসার সঙ্গে কোনওভাবেই এঁরা যুক্ত থাকতে পারবে না ৷"

আসানসোল, 12 নভেম্বর: কয়লাপাচার কাণ্ডে (WB Coal Smuggling Scam) সিবিআই চার্জশিটে (CBI Chargesheet) নাম থাকা সত্ত্বেও দু'দফায় মোট 12 জন ব্যবসায়ীর জামিনের আবেদন মঞ্জুর করল আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালত (Special CBI Court) ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ না থাকা সত্ত্বেও তাঁদের নাম চার্জশিটে রেখেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) ? যদিও ব্যবসায়ীদের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলরা তদন্তে সহযোগিতা করেছেন বলেই আদালত তাঁদের আবেদন মেনে নিয়েছে ৷ অথচ, সিবিআই-এর আইনজীবী দু'বারই অভিযুক্ত ব্যবসায়ীদের জামিনের বিরোধিতা করেন ! এখানেও প্রশ্ন হল, যাঁরা তদন্তে সহযোগিতা করছেন, তাঁদের জামিনের আবেদনের বিরোধিতাই বা কেন করা হবে ? সব মিলিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ৷ অন্যদিকে, চার্জশিটে নাম থাকা আরও তিন ব্যবসায়ী এখনও পর্যন্ত আদালতের দ্বারস্থ হননি ৷

উল্লেখ্য, কয়লাপাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাজি (Anup Maji) ওরফে লালা (Lala)-সহ মোট 41 জনের নামে চার্জশিট জমা করেছে সিবিআই (CBI) ৷ সুপ্রিম কোর্টের (Supreme Court) রক্ষাকবচ থাকায় অনুপ মাজিকে এই মামলায় সিবিআই এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি ৷ কিন্তু, বেআইনি কারবারে তাঁকে সহযোগিতা করার অভিযোগে বেশ কয়েকজন কয়লা ব্যবসায়ী এবং ইসিএল-এর বর্তমান ও প্রাক্তন আধিকারিককে গ্রেফতার করা হয়েছে ৷ তবে, এই প্রতিবেদনের শুরুতেই যে 15 জন (12 জন জামিন পেয়েছেন এবং তিনজন এখনও আদালতে আসেননি) ব্যবসায়ীর কথা উল্লেখ করা হয়েছে, তাঁদের কাউকে সিবিআই গ্রেফতার করেনি ৷ অথচ, এই ব্যবসায়ীরা সকলেই লালার অত্যন্ত ঘনিষ্ঠ বলে দাবি করা হচ্ছে !

আরও পড়ুন: মানেকাকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ডিভিশন বেঞ্চে ইডি, শুনানি 16 নভেম্বর

এই 15 জন ব্যবসায়ীর মধ্যে 6 জন গত 9 নভেম্বর এবং 6 জন গত 10 নভেম্বর বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পন করেন ৷ শর্তসাপেক্ষে এই 12 জনকেই জামিন দেন বিচারক রাজেশ চক্রবর্তী ৷ সেই সময় সিবিআই-এর আইনজীবী রাকেশ সিং জামিনের বিরোধিতা করলেও আদালত তা গ্রাহ্য করেনি ৷ জামিনপ্রাপ্ত এই 12 জন ব্যবসায়ী হলেন, প্রিয়ব্রত চক্রবর্তী, বিকাশচন্দ্র গড়াই, শেখ সদরউদ্দিন, শমশের হোসেন, রাজেশ বাগারিয়া, রাজেশ সিং, পরমেন্দ্র কুমার সাউ, ধর্মেন্দ্র কুমার সাউ, সাজিস খান, চণ্ডী বাউরি, দীপক ধীবর ও চন্দন বর্মন ৷

ব্যবসায়ীদের জামিন প্রসঙ্গে তাঁদের আইনজীবী শেখর কুণ্ডু জানান, "এই অভিযুক্তরা কেউই কয়লা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন না ৷ তবে, তাঁরা বিভিন্ন সময় নানা কাজের জন্য কয়লা কিনেছেন ৷ সেই কয়লা অন্যান্য ব্যবসায় ব্যবহার করা হয়েছে ৷ আইনি এবং বেআইনি দু'রকমের কয়লাই তাঁরা কিনেছেন ৷ লালার সঙ্গেও এঁদের কোনও যোগাযোগ নেই ৷ এই অভিযুক্তদের যখনই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, তাঁরা গিয়েছেন ৷ তদন্তে সবরকম সহযোগিতা করেছেন ৷ তাই জজ সাহেব শর্তসাপেক্ষে এঁদের জামিন মঞ্জুর করেছেন ৷"

তাহলে কী কী শর্তে জামিন পেয়েছেন অভিযুক্ত এই 12 জন ? জবাবে আইনজীবী শেখর কুণ্ডু জানান, "এঁরা পশ্চিম বর্ধমান জেলার বাইরে কোথাও যেতে পারবেন না ৷ সিবিআই ডাকলে তাঁদের হাজিরা দিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে ৷ এছাড়াও, অবৈধ কয়লা ব্যবসার সঙ্গে কোনওভাবেই এঁরা যুক্ত থাকতে পারবে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.