ETV Bharat / state

বেহাল সিধু কানহু স্টেডিয়াম, বিপুল অর্থ ব্যয় নিয়ে উঠছে প্রশ্ন - infrastructural problem

সিধু কানহু ইন্ডোর স্টেডিয়াম কোটি কোটি টাকা ব্যয়ে সংস্কার হল কিন্তু তার পরেও কেন স্টেডিয়ামের এই জীর্ণদশা ? কেন বৃষ্টি হলেই স্টেডিয়ামে দর্শক আসন থেকে ফ্লোর সর্বত্রই জল জমে যাচ্ছে ? কেন এই অবস্থা ?

DURGAPUR
DURGAPUR
author img

By

Published : Jul 9, 2021, 7:00 PM IST

Updated : Jul 9, 2021, 7:17 PM IST

দুর্গাপুর, 9 জুলাই : বিগত বাম সরকারের সময় কালে দুর্গাপুর সিটি সেন্টারে তৈরি হয় সিধু কানহু ইনডোর স্টেডিয়াম । দুর্গাপুর নগর নিগমের ব্যবস্থাপনায় এবং ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের অর্থানুকূল্যে এই স্টেডিয়াম তৈরি হয় । এই ইন্ডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিসের জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।

2011 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর 2012 সালে দুর্গাপুর নগর নিগমের নির্বাচনেও পরিবর্তন আসে । 2012 সালে তৃণমূল কংগ্রেসের পৌরবোর্ড সিধু কানহু ইন্ডোর স্টেডিয়ামে খেলোয়াড়দের সুবিধার্থে কয়েক কোটি টাকা ব্যয় এই স্টেডিয়ামের আমূল সংস্কার করে । কংক্রিটের ফ্লোরে খেলোয়াড়দের অসুবিধা হত বলে বহুমূল্য কাঠের ফ্লোর তৈরি করা হয় স্টেডিয়ামে ।

কিন্তু সংস্কারের মাত্র কয়েক বছরের মধ্যেই বেহাল স্টেডিয়ামের পরিকাঠামো । বৃষ্টি হলেই জলাশয়ে পরিণত হচ্ছে। এই স্টেডিয়াম দেখভালের দায়িত্বে রয়েছে চারজন মহিলা । সেই মহিলারা সবাই জানালেন বৃষ্টি হলেই তারা নাজেহাল হয়ে পড়ছেন জল বের করতে। কাঠের ফ্লোর থেকে স্টেডিয়ামের সমস্ত পরিকাঠামো জলে ভিজে নষ্ট হচ্ছে । কাঠের ফ্লোরে দু'একটি জায়গা পচনও ধরেছে ।

সাফাই কর্মীরা জানালেন সবাই জানে বিষয়টি । কিন্তু কেউ কিছু করছেন না । যে কোনও মুহূর্তে স্টেডিয়াম এর ভেতরে বড় বিপদ ঘটে যেতে পারে । কারণ বিদ্যুৎ সংযোগের লাইন যেদিকে এসেছে সে দিকেই জল গড়িয়ে পড়ছে । শর্ট সার্কিটের আশঙ্কা থেকেই যাচ্ছে । সিধু কানহু ইন্ডোর স্টেডিয়াম শহরের মানুষের কাছে গর্বের । স্টেডিয়াম এর চারপাশে রয়েছে বহু ক্রীড়া সংস্থার কার্যালয় ।

সিধু কানহু ইন্ডোর স্টেডিয়াম কোটি কোটি টাকা ব্যয়ে সংস্কার হল কিন্তু তার পরেও কেন স্টেডিয়ামের এই জীর্ণদশা ? কেন বৃষ্টি হলেই স্টেডিয়ামে দর্শক আসন থেকে ফ্লোর সর্বত্রই জল জমে যাচ্ছে ? কেন এই অবস্থা ? এই প্রশ্নের উত্তরে দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ মানি সোরেন বলেন , "স্টেডিয়ামে গিয়েছিলাম । ওখানে 5 নম্বর বোরো অফিসে টিকাকরণ কর্মসূচি চলছিল । স্টেডিয়ামে বেশ কয়েকটি জায়গায় সংস্কার প্রয়োজন । ছাদের অনেক জায়গা ক্ষতিগ্রস্ত । জল পড়ছে । কাঠের মেঝেও অনেক জায়গায় পচে গিয়েছে। অবিলম্বে সংস্কার প্রয়োজন । "

বেহাল দশা দুর্গাপুরের সিধু কানহু ইন্ডোর স্টেডিয়ামের

তিনি আরও বলেন , " স্টেডিয়াম দেখে আসার পরই মহানাগরিক দিলীপ অগস্তিকে পুরো বিষয়টি জানাই । তিনি সঙ্গে সঙ্গে পূর্ত দফতরের ইঞ্জিনিয়রের সঙ্গে কথা বলেন । তারপর তাঁরা স্টেডিয়াম পরিদর্শন করেছেন । স্টেডিয়ামের ছাদের সংস্কারের জন্য টেন্ডার দেওয়া হয়েছে । প্রায় 57 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও বাকি অংশের সংস্কারের জন্য টেন্ডার দেওয়া হয়েছে । 27 জুলাই টেন্ডার রয়েছে । খুব দ্রুত স্টেডিয়ামের সংস্কার করা হবে । "

আরও পড়ুন : ডিপিএল-কে বাঁচাতে বকেয়া বিল আদায়ের আসরে নামল বিদ্যুৎ দফতর

কোটি কোটি টাকা ব্যয় করে কয়েক বছর আগে আমূল সংস্কার করার পরেও স্টেডিয়ামের এমন অবস্থা কেন হল? বিষয়টি নিয়ে দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে মুখে কুলুপ আঁটা হয়েছে । মাত্র কয়েক বছর আগে কয়েক কোটি টাকা ব্যয় করে যে স্টেডিয়ামের আমূল সংস্কার করা হলো সেই বিপুল পরিমাণ অর্থ কি বাস্তবে জলেই গেল ? পৌরনিগমের স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েও এই প্রশ্নই তুলছে গোটা দুর্গাপুর ।

দুর্গাপুর, 9 জুলাই : বিগত বাম সরকারের সময় কালে দুর্গাপুর সিটি সেন্টারে তৈরি হয় সিধু কানহু ইনডোর স্টেডিয়াম । দুর্গাপুর নগর নিগমের ব্যবস্থাপনায় এবং ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের অর্থানুকূল্যে এই স্টেডিয়াম তৈরি হয় । এই ইন্ডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিসের জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।

2011 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর 2012 সালে দুর্গাপুর নগর নিগমের নির্বাচনেও পরিবর্তন আসে । 2012 সালে তৃণমূল কংগ্রেসের পৌরবোর্ড সিধু কানহু ইন্ডোর স্টেডিয়ামে খেলোয়াড়দের সুবিধার্থে কয়েক কোটি টাকা ব্যয় এই স্টেডিয়ামের আমূল সংস্কার করে । কংক্রিটের ফ্লোরে খেলোয়াড়দের অসুবিধা হত বলে বহুমূল্য কাঠের ফ্লোর তৈরি করা হয় স্টেডিয়ামে ।

কিন্তু সংস্কারের মাত্র কয়েক বছরের মধ্যেই বেহাল স্টেডিয়ামের পরিকাঠামো । বৃষ্টি হলেই জলাশয়ে পরিণত হচ্ছে। এই স্টেডিয়াম দেখভালের দায়িত্বে রয়েছে চারজন মহিলা । সেই মহিলারা সবাই জানালেন বৃষ্টি হলেই তারা নাজেহাল হয়ে পড়ছেন জল বের করতে। কাঠের ফ্লোর থেকে স্টেডিয়ামের সমস্ত পরিকাঠামো জলে ভিজে নষ্ট হচ্ছে । কাঠের ফ্লোরে দু'একটি জায়গা পচনও ধরেছে ।

সাফাই কর্মীরা জানালেন সবাই জানে বিষয়টি । কিন্তু কেউ কিছু করছেন না । যে কোনও মুহূর্তে স্টেডিয়াম এর ভেতরে বড় বিপদ ঘটে যেতে পারে । কারণ বিদ্যুৎ সংযোগের লাইন যেদিকে এসেছে সে দিকেই জল গড়িয়ে পড়ছে । শর্ট সার্কিটের আশঙ্কা থেকেই যাচ্ছে । সিধু কানহু ইন্ডোর স্টেডিয়াম শহরের মানুষের কাছে গর্বের । স্টেডিয়াম এর চারপাশে রয়েছে বহু ক্রীড়া সংস্থার কার্যালয় ।

সিধু কানহু ইন্ডোর স্টেডিয়াম কোটি কোটি টাকা ব্যয়ে সংস্কার হল কিন্তু তার পরেও কেন স্টেডিয়ামের এই জীর্ণদশা ? কেন বৃষ্টি হলেই স্টেডিয়ামে দর্শক আসন থেকে ফ্লোর সর্বত্রই জল জমে যাচ্ছে ? কেন এই অবস্থা ? এই প্রশ্নের উত্তরে দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ মানি সোরেন বলেন , "স্টেডিয়ামে গিয়েছিলাম । ওখানে 5 নম্বর বোরো অফিসে টিকাকরণ কর্মসূচি চলছিল । স্টেডিয়ামে বেশ কয়েকটি জায়গায় সংস্কার প্রয়োজন । ছাদের অনেক জায়গা ক্ষতিগ্রস্ত । জল পড়ছে । কাঠের মেঝেও অনেক জায়গায় পচে গিয়েছে। অবিলম্বে সংস্কার প্রয়োজন । "

বেহাল দশা দুর্গাপুরের সিধু কানহু ইন্ডোর স্টেডিয়ামের

তিনি আরও বলেন , " স্টেডিয়াম দেখে আসার পরই মহানাগরিক দিলীপ অগস্তিকে পুরো বিষয়টি জানাই । তিনি সঙ্গে সঙ্গে পূর্ত দফতরের ইঞ্জিনিয়রের সঙ্গে কথা বলেন । তারপর তাঁরা স্টেডিয়াম পরিদর্শন করেছেন । স্টেডিয়ামের ছাদের সংস্কারের জন্য টেন্ডার দেওয়া হয়েছে । প্রায় 57 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও বাকি অংশের সংস্কারের জন্য টেন্ডার দেওয়া হয়েছে । 27 জুলাই টেন্ডার রয়েছে । খুব দ্রুত স্টেডিয়ামের সংস্কার করা হবে । "

আরও পড়ুন : ডিপিএল-কে বাঁচাতে বকেয়া বিল আদায়ের আসরে নামল বিদ্যুৎ দফতর

কোটি কোটি টাকা ব্যয় করে কয়েক বছর আগে আমূল সংস্কার করার পরেও স্টেডিয়ামের এমন অবস্থা কেন হল? বিষয়টি নিয়ে দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে মুখে কুলুপ আঁটা হয়েছে । মাত্র কয়েক বছর আগে কয়েক কোটি টাকা ব্যয় করে যে স্টেডিয়ামের আমূল সংস্কার করা হলো সেই বিপুল পরিমাণ অর্থ কি বাস্তবে জলেই গেল ? পৌরনিগমের স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েও এই প্রশ্নই তুলছে গোটা দুর্গাপুর ।

Last Updated : Jul 9, 2021, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.