ETV Bharat / state

কাল আসছেন মমতা, আজ জলের দাবিতে রাস্তা অবরোধ বিধাননগরে - tmc

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনের বাকি আর মাত্র চার দিন । আগামীকাল তাই দুর্গাপুরের বিধাননগরে ভোটপ্রচারে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার ২৪ ঘণ্টা আগে সেই বিধাননগরের HUDCO মোড়ে পানীয় জলের দাবিতে পথ অবরোধ ওই এলাকার বেশকিছু আবাসনের মহিলাদের ।

রাস্তা অবরোধ বিধাননগরে
author img

By

Published : Apr 24, 2019, 1:40 PM IST

দুর্গাপুর, 24 এপ্রিল : জলের দাবিতে মহিলারা রাস্তা অবরোধ করলেন কলসি, বালতি নিয়ে । ঘটনাটি দুর্গাপুরে বিধাননগরের HUDCO মোড়ের । অবরোধকারীদের দাবি যে তারা দীর্ঘ দু'বছর যাবত পানীয় জল সমস্যায় ভুগছেন । তবে সমস্যা মেটেনি এখনও । আন্দোলনকারীদের দাবি একপ্রকার বাধ্য হয়ে পথে নেমেছেন তাঁরা । সমস্যা না মিটলে তাঁরা ভোট দেবেন না বলে জানান । এই অবরোধের জেরে রাস্তায় আটকে পড়ে বেশ কিছু মিনিবাস ও বহু গাড়ি । ঘটনাস্থানে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ । ঘটনাস্থানে যান 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ছবি নন্দী । তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা । পরে ঘটনাস্থানে যান জল দপ্তরের মেয়র পারিষদ পবিত্র চট্টোপাধ্যায়ও ।

এদিকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনের বাকি আর মাত্র চার দিন । আগামীকাল তাই দুর্গাপুরের বিধাননগরে ভোটপ্রচারে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার ২৪ ঘণ্টা আগে পানীয় জলের দাবিতে পথ অবরোধ ওই এলাকার বেশকিছু আবাসনের মহিলাদের । এই প্রসঙ্গে দুর্গাপুর নগরনিগমের মেয়র পারিষদ (জল) পবিত্র চ্যাটার্জির দাবি, "আমি শুনলাম ওরা বলেছে, দু'বছর ধরে জল পাচ্ছে না । তাহলে কোনও লিখিত অভিযোগপত্র জমা দিল না কেন ?" পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, "ভোটের আগে কোনও বিশেষ রাজনৈতিক দলের উস্কানিতেই কি এই অবরোধ ?"

বিধাননগরেরই বাসিন্দা CPI(M)-এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বিষয়টি প্রসঙ্গে বলেন, "এর মধ্যে উনি CPগ(M)-এর উস্কানি কি করে দেখলেন ? প্রচারে তো ওঁরা বলছেন, CPI(M)-কে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে না ।"

দুর্গাপুর, 24 এপ্রিল : জলের দাবিতে মহিলারা রাস্তা অবরোধ করলেন কলসি, বালতি নিয়ে । ঘটনাটি দুর্গাপুরে বিধাননগরের HUDCO মোড়ের । অবরোধকারীদের দাবি যে তারা দীর্ঘ দু'বছর যাবত পানীয় জল সমস্যায় ভুগছেন । তবে সমস্যা মেটেনি এখনও । আন্দোলনকারীদের দাবি একপ্রকার বাধ্য হয়ে পথে নেমেছেন তাঁরা । সমস্যা না মিটলে তাঁরা ভোট দেবেন না বলে জানান । এই অবরোধের জেরে রাস্তায় আটকে পড়ে বেশ কিছু মিনিবাস ও বহু গাড়ি । ঘটনাস্থানে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ । ঘটনাস্থানে যান 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ছবি নন্দী । তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা । পরে ঘটনাস্থানে যান জল দপ্তরের মেয়র পারিষদ পবিত্র চট্টোপাধ্যায়ও ।

এদিকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনের বাকি আর মাত্র চার দিন । আগামীকাল তাই দুর্গাপুরের বিধাননগরে ভোটপ্রচারে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার ২৪ ঘণ্টা আগে পানীয় জলের দাবিতে পথ অবরোধ ওই এলাকার বেশকিছু আবাসনের মহিলাদের । এই প্রসঙ্গে দুর্গাপুর নগরনিগমের মেয়র পারিষদ (জল) পবিত্র চ্যাটার্জির দাবি, "আমি শুনলাম ওরা বলেছে, দু'বছর ধরে জল পাচ্ছে না । তাহলে কোনও লিখিত অভিযোগপত্র জমা দিল না কেন ?" পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, "ভোটের আগে কোনও বিশেষ রাজনৈতিক দলের উস্কানিতেই কি এই অবরোধ ?"

বিধাননগরেরই বাসিন্দা CPI(M)-এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বিষয়টি প্রসঙ্গে বলেন, "এর মধ্যে উনি CPগ(M)-এর উস্কানি কি করে দেখলেন ? প্রচারে তো ওঁরা বলছেন, CPI(M)-কে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে না ।"

Intro:""আমি 30 শে এপিল শ্বশুর বাড়িতে আসব।ভোট মিটে যাক তারপর আসবো শ্বশুরবাড়িতে। আজকে আমার শালার বউ তার ছেলেরা এসেছিল আমাকে প্রণাম করে গেল। আমার ছেলেকে ওই দেখুন বাড়িতে নিয়ে গেল।কিন্তু আমি আসবো 30 শে এপ্রিল""- নিজের শ্বশুরবাড়ি গোপালমাঠে প্রচারে এসে এমন কথাই জানালেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। শ্বশুরবাড়ির পাড়ার বহু মানুষ জামাই কে দেখতে ছুটে এলেন। বহুদিন পর জামাই কে কাছে পেয়ে সেলফিতে মাতলেন কেউ, কেউ কেউ আবার একবার ছুঁয়ে দেখার হুড়োহুড়ি পড়ে গেল। প্রচারে এসে গোপালমাঠে নিজের শ্বশুর বাড়িতে ঢুকে কিন্তু চা খেলেন না। দলীয় কর্মীদের সাথে নিয়ে গোপালমাঠ বাজারে রাস্তার পাশে চায়ের দোকানে চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে খোশমেজাজে গল্প করলেন গোপালমাঠের জামাই।
সালটা ছিল 1972, দুর্গাপুরের গোপালমাঠের বাসিন্দা মনিকা বন্দোপাধ্যায় কে বিয়ে করেন আসানসোলের বাসিন্দা সুরিন্দর সিং আলুওয়ালিয়া। দুজনেই পড়াশোনা করত রানীগঞ্জ ত্রিবেনীদেবী ভালোটিয়া কলেজে। আর সেখান থেকেই প্রেমের সূত্রপাত। সেদিনের সুদর্শন পাঞ্জাবি যুবকের সাথে গোপাল মাঠের বন্দ্যোপাধ্যায় পরিবারের মনিকার বিবাহ প্রথম দিকে বন্দ্যোপাধ্যায় পরিবার মেনে নেয়নি। শিল্পশহর দুর্গাপুরের অন্যতম রুপকার লাবণ্য ঘটকের বাড়ির পাশেই মেজেডিহি তে বাস করেন বন্দ্যোপাধ্যায় পরিবার। সেসব এখন ইতিহাস। এখন আলু ওয়ালিয়ার বয়স 68 বছর। শ্বশুরবাড়িতে সম্পর্ক একদিন ছিল যুযুধান দুই শিবিরের মত। এখন অনেকটাই বরফ গলেছে। শ্বশুরবাড়িতে যাতায়াত যে আছে তা জানালেন আলুওয়ালিয়ার প্রতিষ্ঠিত তৃণমূল নেতা শ্যালক তথা দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায় এর সন্তান অয়ন বন্দ্যোপাধ্যায়।আলুওয়ালিয়ার দুই শ্যালকের যিনি বড় তিনি তাপস বন্দোপাধ্যায়। বর্তমানে তিনি আসানসোল এর টিএমসি বিধায়ক এবং আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। আর ছোট অমিতাভ বন্দোপাধ্যায় দুর্গাপুর পুরসভার এম আই সি।একসময় আলুওয়ালিয়া কংগ্রেসেই ছিলেন।রাজ্যসভার সাংসদ ছিলেন।আসানসোল কেন্দ্রে লোকসভায় কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।পরে বিজেপি তে যোগ দিয়ে দার্জিলিং থেকে সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন।শ্বশুরবাড়ির সামনে দাঁড়িয়ে আলুওয়ালিয়ার কথায় "" পুরানো স্মৃতির কথা কি আর বাইটে বলা যায়।এগুলো বসে গল্প করলে বেরিয়ে আসে।""শ্বশুরবাড়ির পাড়ায় জামাই কে দেখতে বহু মানুষ ভীড় জমান।শ্বশুরবাড়ির লোকেদের কি ভোট দিতে বললেন? উত্তরে বিজেপি প্রার্থীর স্পষ্ট জবাব "" না তো।আমার শালার বৌ,ছেলে এসেছিল আমায় প্রনাম করতে।""Body:কপিConclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.