ETV Bharat / state

উত্তরকাশীর জন্য প্রার্থনা মহাবীর খনিতে আটকে পড়া শ্রমিক-উদ্ধারকারীর, শোনালেন 34 বছর আগের ভয়াবহ অভিজ্ঞতা - উত্তরকাশীতে উদ্ধারকাজ

Uttarkashi Tunnel Collapse: উত্তরকাশীতে টানেল বিপর্যয়ের ঘটনায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ ৷ এমনই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল আসানসোলের মহাবীর খনিতে ৷ 34 বছর আগেই সেই ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন সেখানে আটকে পড়া শ্রমিক ও উদ্ধারকারী ৷

Uttarkashi Tunnel Collapse
উত্তরকাশীতে টানেল বিপর্যয়
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 11:17 AM IST

Updated : Nov 23, 2023, 12:20 PM IST

উত্তরকাশীতে টানেল বিপর্যয়

আসানসোল, 23 নভেম্বর: উত্তরকাশীর টানেলে আটকে পড়া 41 জন শ্রমিককে উদ্ধার করতে এখন মরণবাচন লড়াই চলছে । প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া খবরে আটকে পড়া শ্রমিকদের খুব কাছে পৌঁছে গিয়েছেন উদ্ধারকারীরা ৷ শ্রমিকদের উদ্ধার করাটা এখন সময়ের অপেক্ষা, এই ভেবেই আশায় বুক বাঁধছে গোটা দেশবাসী । আর সেই সময় এমনই আরও এক রোমহর্ষক মহাবীর খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকার্যের অভিজ্ঞতার কথা শোনালেন আসানসোলের বেসরকারি মাটিতে বোরহোল করার সংস্থার কর্ণধার । একই রকমের ভয়াবহ পরিস্থিতির শিকার আসানসোলের রানিগঞ্জের সেই মহাবীর খনিতে আটকে পড়া এক শ্রমিকও তুলে ধরলেন তাঁর ভয়াবহ স্মৃতি ।

1989 সালের 13 নভেম্বর আসানসোলের মহাবীর খনিতে ঘটেছিল ভয়াবহ দুর্ঘটনা । পাশের এক পরিত্যক্ত খনির জলে ঢুকে গিয়েছিল মহাবীর খনিতে এবং সেই খনির মধ্যে আটকে পড়েছিলেন 65 জন শ্রমিক । প্রায় তিন দিন পর তাঁদেরকে মাটির উপর থেকে বোরহোল করে ক্যাপসুল ঢুকিয়ে রোমহর্ষকভাবে উদ্ধার করা হয়েছিল । উত্তরকাশীতেও টানেলে ধসের কারণে একই রকম ভাবে আটকে পড়েছেন ৪১ জন শ্রমিক । বর্তমানে ওই সুড়ঙ্গ পথের গায়ে গর্ত করে পাইপ ঢুকিয়ে তাঁদের উদ্ধারকার্যের প্রক্রিয়া চলছে ।

মহাবীর খনিতে শ্রমিকদের উদ্ধার করতে বোরহোল করেছিল বেসরকারি সংস্থা আসানসোলের মাইনিং অ্যাসোসিয়েট কোম্পানি । সেই কোম্পানির কর্ণধার সঞ্জয় বনশালকে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে এই উদ্ধারকার্যের জন্য । তাঁকে তৈরি থাকতে বলা হয়েছে । যদিও সঞ্জয় বনশাল জানিয়েছেন, তাঁরা উপর থেকে গর্ত করে শ্রমিকদের উদ্ধার করতে পারবেন । সে ক্ষেত্রে পাহাড়ের ওই দুর্গম জায়গায় তাঁদেরকে নিয়ে যেতে হবে এবং সেই মেশিন লাগানোর মতো জায়গা প্রস্তুত করতে হবে । এরই মাঝে, সুড়ঙ্গের গা বরাবর পাইপ ঢুকিয়ে সেখান থেকে শ্রমিকদের উদ্ধার করার একটি প্রক্রিয়া চলছে ।

সঞ্জয় বনশাল নিজের অভিজ্ঞতায় জানাচ্ছেন, যেভাবে কাজ চলছে, তাতে আশা করা যায় শ্রমিকদের উদ্ধার করা যাবে । কিন্তু ওই সুরঙ্গের স্থানের মাটি খুব দুর্বল । যার ফলে ধস নেমেছে । খুব সাবধানে এই গর্ত চালিয়ে যেতে হবে । যাতে পুনরায় মাটি ধসে গর্তকে না বুজিয়ে দেয় । তবে আশার কথা, এই গর্তের সঙ্গে পাইপও নিয়ে যাওয়া হচ্ছে । যার ফলে শ্রমিকদের বের করে নিয়ে আসা সুবিধা হবে ।

অন্যদিকে, মহাবীর খনিতে যে 65 জন শ্রমিক আটকে পড়েছিলেন, তার মধ্যে এখনও বেঁচে আছেন জগদীশ কঁহার । তিনি বিহারে থাকেন । আসানসোলেও তাঁর একটি বাড়ি আছে । আসানসোলের বাড়িতে বসে তিনি জানালেন, "আমরা খনির মধ্যে আটকে ছিলাম । কিন্তু যখন মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ হয়, তখনই আমাদের সাহসও বাড়তে শুরু করে ৷ বাঁচার আশা ফিরে পাই ৷ ঠিক উত্তরকাশীতেও যাঁরা আটকে আছেন তাঁদের সঙ্গেও যোগাযোগ হয়েছে । সুতরাং যোগাযোগ যখন হয়েছে, তখন তাঁরা নিশ্চয়ই উদ্ধার হবেন । শুনেছি, তাঁদের জন্য খাবার পৌঁছনো গিয়েছে, জল পৌঁছনো গিয়েছে । একইভাবে আমাদেরও খাবার, জল পাঠানো হয়েছিল । তাই এই মুহূর্তে ধৈর্য ধরে বসে থাকতে হবে এবং সাহস সঞ্চয় করতে হবে । নিশ্চয়ই তাঁদেরকে উদ্ধার করা হবে । আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যেন খুব তাড়াতাড়ি তাঁরা তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারেন । যে ভাবে আমরা ফিরে আসতে পেরেছিলাম ।"

আরও পড়ুন:

  1. টানেলে 12 দিন! 'উদ্ধারকার্য প্রায় শেষ ধাপে পৌঁছেছে', আশ্বাস উদ্ধারকারী দলের আধিকারিকের
  2. টানেলে 11 দিন! 'আটকে থাকা শ্রমিকদের খুব কাছেই পৌঁছে গিয়েছি', আশ্বাস এনডিআরএফ আধিকারিকদের

উত্তরকাশীতে টানেল বিপর্যয়

আসানসোল, 23 নভেম্বর: উত্তরকাশীর টানেলে আটকে পড়া 41 জন শ্রমিককে উদ্ধার করতে এখন মরণবাচন লড়াই চলছে । প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া খবরে আটকে পড়া শ্রমিকদের খুব কাছে পৌঁছে গিয়েছেন উদ্ধারকারীরা ৷ শ্রমিকদের উদ্ধার করাটা এখন সময়ের অপেক্ষা, এই ভেবেই আশায় বুক বাঁধছে গোটা দেশবাসী । আর সেই সময় এমনই আরও এক রোমহর্ষক মহাবীর খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকার্যের অভিজ্ঞতার কথা শোনালেন আসানসোলের বেসরকারি মাটিতে বোরহোল করার সংস্থার কর্ণধার । একই রকমের ভয়াবহ পরিস্থিতির শিকার আসানসোলের রানিগঞ্জের সেই মহাবীর খনিতে আটকে পড়া এক শ্রমিকও তুলে ধরলেন তাঁর ভয়াবহ স্মৃতি ।

1989 সালের 13 নভেম্বর আসানসোলের মহাবীর খনিতে ঘটেছিল ভয়াবহ দুর্ঘটনা । পাশের এক পরিত্যক্ত খনির জলে ঢুকে গিয়েছিল মহাবীর খনিতে এবং সেই খনির মধ্যে আটকে পড়েছিলেন 65 জন শ্রমিক । প্রায় তিন দিন পর তাঁদেরকে মাটির উপর থেকে বোরহোল করে ক্যাপসুল ঢুকিয়ে রোমহর্ষকভাবে উদ্ধার করা হয়েছিল । উত্তরকাশীতেও টানেলে ধসের কারণে একই রকম ভাবে আটকে পড়েছেন ৪১ জন শ্রমিক । বর্তমানে ওই সুড়ঙ্গ পথের গায়ে গর্ত করে পাইপ ঢুকিয়ে তাঁদের উদ্ধারকার্যের প্রক্রিয়া চলছে ।

মহাবীর খনিতে শ্রমিকদের উদ্ধার করতে বোরহোল করেছিল বেসরকারি সংস্থা আসানসোলের মাইনিং অ্যাসোসিয়েট কোম্পানি । সেই কোম্পানির কর্ণধার সঞ্জয় বনশালকে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে এই উদ্ধারকার্যের জন্য । তাঁকে তৈরি থাকতে বলা হয়েছে । যদিও সঞ্জয় বনশাল জানিয়েছেন, তাঁরা উপর থেকে গর্ত করে শ্রমিকদের উদ্ধার করতে পারবেন । সে ক্ষেত্রে পাহাড়ের ওই দুর্গম জায়গায় তাঁদেরকে নিয়ে যেতে হবে এবং সেই মেশিন লাগানোর মতো জায়গা প্রস্তুত করতে হবে । এরই মাঝে, সুড়ঙ্গের গা বরাবর পাইপ ঢুকিয়ে সেখান থেকে শ্রমিকদের উদ্ধার করার একটি প্রক্রিয়া চলছে ।

সঞ্জয় বনশাল নিজের অভিজ্ঞতায় জানাচ্ছেন, যেভাবে কাজ চলছে, তাতে আশা করা যায় শ্রমিকদের উদ্ধার করা যাবে । কিন্তু ওই সুরঙ্গের স্থানের মাটি খুব দুর্বল । যার ফলে ধস নেমেছে । খুব সাবধানে এই গর্ত চালিয়ে যেতে হবে । যাতে পুনরায় মাটি ধসে গর্তকে না বুজিয়ে দেয় । তবে আশার কথা, এই গর্তের সঙ্গে পাইপও নিয়ে যাওয়া হচ্ছে । যার ফলে শ্রমিকদের বের করে নিয়ে আসা সুবিধা হবে ।

অন্যদিকে, মহাবীর খনিতে যে 65 জন শ্রমিক আটকে পড়েছিলেন, তার মধ্যে এখনও বেঁচে আছেন জগদীশ কঁহার । তিনি বিহারে থাকেন । আসানসোলেও তাঁর একটি বাড়ি আছে । আসানসোলের বাড়িতে বসে তিনি জানালেন, "আমরা খনির মধ্যে আটকে ছিলাম । কিন্তু যখন মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ হয়, তখনই আমাদের সাহসও বাড়তে শুরু করে ৷ বাঁচার আশা ফিরে পাই ৷ ঠিক উত্তরকাশীতেও যাঁরা আটকে আছেন তাঁদের সঙ্গেও যোগাযোগ হয়েছে । সুতরাং যোগাযোগ যখন হয়েছে, তখন তাঁরা নিশ্চয়ই উদ্ধার হবেন । শুনেছি, তাঁদের জন্য খাবার পৌঁছনো গিয়েছে, জল পৌঁছনো গিয়েছে । একইভাবে আমাদেরও খাবার, জল পাঠানো হয়েছিল । তাই এই মুহূর্তে ধৈর্য ধরে বসে থাকতে হবে এবং সাহস সঞ্চয় করতে হবে । নিশ্চয়ই তাঁদেরকে উদ্ধার করা হবে । আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যেন খুব তাড়াতাড়ি তাঁরা তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারেন । যে ভাবে আমরা ফিরে আসতে পেরেছিলাম ।"

আরও পড়ুন:

  1. টানেলে 12 দিন! 'উদ্ধারকার্য প্রায় শেষ ধাপে পৌঁছেছে', আশ্বাস উদ্ধারকারী দলের আধিকারিকের
  2. টানেলে 11 দিন! 'আটকে থাকা শ্রমিকদের খুব কাছেই পৌঁছে গিয়েছি', আশ্বাস এনডিআরএফ আধিকারিকদের
Last Updated : Nov 23, 2023, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.