ETV Bharat / state

'বাঁচতে দিন, বাঁচাতে দিন', আসানসোলে ধিক্কার মিছিল নার্সদের

হাসপাতাল চত্বরে এবং হাসপাতালের বাইরের রাস্তায় বেশ কিছুক্ষণ মিছিল করেন আসানসোল জেলা হাসপাতালের নার্সরা ।

নার্স
author img

By

Published : Jun 14, 2019, 2:04 PM IST

Updated : Jun 14, 2019, 2:34 PM IST

আসানসোল, 14 জুন : তাঁদের হাতে প্ল্যাকার্ড । তাতে লেখা, 'বাঁচতে দিন, বাঁচাতে দিন' । এই পোস্টার হাতে ধিক্কার মিছিলে পা মেলালেন নার্সরা । ঘটনাটি আসানসোল জেলা হাসপাতালের।

রোগী মৃত্যু ও চিকিৎসককে মারধরের ঘটনায় রাজ্য জুড়ে চলছে চলছে বিক্ষোভ-প্রতিবাদ । আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকরা বিক্ষোভে সামিল হলেও তাঁরা বন্ধ করেননি আউটডোর পরিষেবা । এতদিন তাঁদের মানবিক দিকটা সামনে এলেও আজ রোগীদের ফেলে নার্সদের ধিক্কার মিছিল নতুন করে বিতর্ক তৈরি করল ।

আসানসোলের নার্সরা

আজ নার্সরা হাসপাতাল চত্বরে এবং হাসপাতালের বাইরের রাস্তায় বেশ কিছুক্ষণ মিছিল করেন । দীর্ঘ সময় তারা ওয়ার্ড ছেড়ে বাইরে থাকায় উঠছে নানা প্রশ্ন । যাঁদের দায়িত্ব রোগীদের সেবা করা, তাঁরা সেই দায়িত্ব ছেড়ে হাসপাতালের বাইরে মিছিল করলেন কেন ? উঠছে প্রশ্ন । বিষয়েটি নিয়ে সরব হয়েছেন রোগীদের পরিজনরাও । যদিও, নার্সদের দাবি, ইনডোর ও আউটডোর পরিষেবা ঠিকঠাক রেখেই এই মিছিলে সামিল হন তাঁরা ।

আসানসোল, 14 জুন : তাঁদের হাতে প্ল্যাকার্ড । তাতে লেখা, 'বাঁচতে দিন, বাঁচাতে দিন' । এই পোস্টার হাতে ধিক্কার মিছিলে পা মেলালেন নার্সরা । ঘটনাটি আসানসোল জেলা হাসপাতালের।

রোগী মৃত্যু ও চিকিৎসককে মারধরের ঘটনায় রাজ্য জুড়ে চলছে চলছে বিক্ষোভ-প্রতিবাদ । আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকরা বিক্ষোভে সামিল হলেও তাঁরা বন্ধ করেননি আউটডোর পরিষেবা । এতদিন তাঁদের মানবিক দিকটা সামনে এলেও আজ রোগীদের ফেলে নার্সদের ধিক্কার মিছিল নতুন করে বিতর্ক তৈরি করল ।

আসানসোলের নার্সরা

আজ নার্সরা হাসপাতাল চত্বরে এবং হাসপাতালের বাইরের রাস্তায় বেশ কিছুক্ষণ মিছিল করেন । দীর্ঘ সময় তারা ওয়ার্ড ছেড়ে বাইরে থাকায় উঠছে নানা প্রশ্ন । যাঁদের দায়িত্ব রোগীদের সেবা করা, তাঁরা সেই দায়িত্ব ছেড়ে হাসপাতালের বাইরে মিছিল করলেন কেন ? উঠছে প্রশ্ন । বিষয়েটি নিয়ে সরব হয়েছেন রোগীদের পরিজনরাও । যদিও, নার্সদের দাবি, ইনডোর ও আউটডোর পরিষেবা ঠিকঠাক রেখেই এই মিছিলে সামিল হন তাঁরা ।

Intro:আগামী 18 ই জুন কেন্দ্রে ক্যাবিনেট বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে দুর্গাপুরের রাষ্ট্রায়াত্ব এ এস পি (আ্যলয় স্টিল প্ল্যান্ট)কারখানার ভবিষ্যৎ। যদিও নীতি আয়োগ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দেশের তিনটি রাষ্ট্রায়ত্ত কারখানা নিলাম করার বলে দাবী একটি সর্বভারতীয় বেসরকারি সংবাদমাধ্যমের। আর এমন খবর সম্প্রচারিত হওয়ার পর থেকে দুর্গাপুর জুড়ে আলোড়ন। বিজেপি বিরোধী বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। এই সরকার ক্ষমতায় থাকলে আগামী দিনের শিল্পনগরী দুর্গাপুর ধ্বংস নগরীতে পরিণত হবে এমন অভিযোগ তুললেন বিরোধীরা।

২০১৮ সালের ডিসেম্বরে দুর্গাপুরের রাষ্ট্রায়াত্ত এ এস পি কারখানার কৌশলগত বিলগ্নীকরন এর সিদ্ধান্ত নেই কেন্দ্রের মোদী সরকার।কিন্তু সেইসময় এ এস পি কারখানা নিলামে নিতে আগ্রহ দেখায়নি কোনও বেসরকারি উদ্যোগপতি।আন্দোলন শুরু হয় এই কারখানা কে বাঁচাতে।সিটু,আই এন টি ইউ সি সহ অনেকগুলি শ্রমিক সংগঠন একদিকে আর অন্যদিকে রাজ্যের বর্তমান শাসকদলের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি এককভাবে এই কারখানার বিলগ্নীকরন ঠেকাতে লাগাতার আন্দোলন শুরু করে।সিটু ও আই এন টি ইউ সি নেতারা ততকালীন কেন্দ্রীয় ভারী শিল্পের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় র মাধ্যমে কেন্দ্রীয় শিল্পমন্ত্রী চৌধুরী বীরেন্দ্র সিং এর সাথে দেখা করেন।অন্যদিকে শাসকদলের সাংসদরাও সাক্ষাৎ করেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর সাথে।কারখানার বিলগ্নীকরন না করে এই কারখানাকে দুর্গাপুরের ওপর একটি রাষ্ট্রায়াত্ত কারখানা ডিএসপি (দুর্গাপুর স্টিল প্ল্যাণ্ট) র সাথে সংযুক্ত করার কথাও শোনা গিয়েছিল।ইত্যবসরে লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই সব চুপচাপ ছিল।কিন্তু আবার নতুন সরকার দিনকয়েক আগে প্রতিষ্টার পরে নীতি আয়োগ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় সেইল কে ক্ষতির হাত থেকে বাঁচাতে আগামী ১০০ দিনের মধ্যে দেশের তিনটি রাষ্ট্রায়াত্ত কারখানাকে নিলাম করতে হবে।আর এমন খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই ফের শোরগোল পড়ে যায় শিল্পশহরজুড়ে।এ এস পি কারখানার শাসকদলের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি অনুমোদিত আ্যলয়স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক অশোক কুন্ডু বলেন "" একটি সংবাদমাধ্যমের ভাইরাল ভিডিও দেখলাম তাতে এই সরকার ফের এ এস পি র নিলামের উদ্যোগ নিয়েছে।অথচ এই কারখানা মাত্র ২৩ কোটি টাকা ক্ষতিতে ছিল তার থেকে বেরিয়ে সম্প্রতি লাভের মুখ দেখেছে।প্রচুর কাজের বরাত পেয়েছে।কারখানার আধুনিকীকরন হলে এই কারখানা দেশের বিরাট সম্পদ।সালেম কারখানার ক্ষতির পরিমান ৩৬০ কোটি টাকা।কেন্দ্রের এই সরকার আর দুর্গাপুরের নতুন বিজেপি সাংসদ মিলে এবার দুর্গাপুর কে শ্মশানে পরিনত করার অভিনব কায়দা অবলম্বন করবে এটা জানা ছিল।মানুষের ভোট পেয়ে এরা এবার মানুষকে প্রতারিত করবে।""এ এস পি কারখানার বর্তমান স্থায়ী শ্রমিকের সংখ্যা ৬৮২ জন এবং ঠিকা শ্রমিকের সংখ্যা ৯০০ জন।এই কারখানা থেকেই দেশের প্রতিরক্ষার জন্য রকেট লঞ্চারের খোল থেকে বহু এমন সামগ্রী তৈরি হয়েছে যা অন্যান্য সংস্থার থেকে গুনমান সমৃদ্ধ।এর আগে যখন বিলগ্নীকরন এর সিদ্ধান্তের কথা ঘোষনা হয়েছিল তখন বেসরকারি সংস্থার প্রতিনিধিদল দেখতে আসবেন কারখানা এমন কথা প্রচার হওয়ার কারনে ৮৬ দিন কারখানার গেটের বাইরে দিনরাত অবস্থান বিক্ষোভ করে শাসকদল।আবার এই কারখানার বিলগ্নীকরন এর কথা প্রকাশ্যে আসতেই টিএমসি র পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জীতেন্দ্র তিওয়ারি বলেন "" এটাই মোদী,বাবুল সুপ্রিয় আর আলুওয়ালিয়া দের শিল্পাঞ্চলের মানুষকে দেওয়া নতুন উপহার।এদের বিরুদ্ধে এবং কারখানা বাঁচাতে বৃহত্তর আন্দোলনে নামব আমরা।সাধারণ মানুষকে সাথে নিয়ে এবার আন্দোলন হবে।""সিটু র পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী বলেন "" দেশের ৪৪ টি রাষ্ট্রায়াত্ত কারখানার একই হাল হবে।এ এস পি তো বন্ধ করবেই ১০০ দিনের মধ্যে।তাছাড়া দুর্গাপুরে বন্ধ এম এ এম সি কারখানা খোলার জন্য যে তিনটি রাষ্ট্রায়ত্ত সংস্থা অধিগ্রহণ করেছিল তাদের মধ্যে বেশী শেয়ার যে সংস্থা সেই বি ই এম এল (ভারত আর্থ মুভার্স লিমিটেড) কেও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সুতরাং এম এ এম সি কারখানা খোলার আশাও শেষ।এরা দুর্গাপুর ইস্পাত কারখানাকেও বন্ধ করবে।দুর্গাপুর ধ্বংশনগরীতে পরিনত হবে।""এ এস পি কারখানার ভবিষ্যত আর কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বলে দাবী বিজেপি বিরোধী শ্রমিক সংগঠনগুলির।এ এস পি কারখানা বেসরকারিকরন করা হবে না কি সেইল এর ক্ষতির পরিমান কমাতে তা বন্ধ করে দেওয়া হবে তা আগামী ১০০ দিনের মধ্যেই নিশ্চিত হবে বলে যে সংবাদ তা নিয়ে যে বিজেপি র বিরুদ্ধে এক রাজনৈতিক ইস্যু হবে তা বলা বাহুল্য।কারন বিজেপি র পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষন ঘোড়ুই লোকসভা নির্বাচনের আগে মাইকে প্রকাশ্য সভায় বারবার বলেছেন "" এ এস পি কারখানা আর বন্ধ হবে না।""এখন দেখার এ এস পি কারখানা কে ঘুরে দাঁড় করানোর দাবীতে আন্দোলনের দ্বারা বিজেপি বিরোধীরা বিশের করে তৃনমুল কংগ্রেস শিল্পাঞ্চলে তাদের রাজনৈতিক জমি পুনরুদ্ধার করতে পারে কিনা।Body:কপিConclusion:কপি
Last Updated : Jun 14, 2019, 2:34 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.