আসানসোল, 13 অগস্ট: দেড় বছরেরও বেশি সময় ধরে করোনা প্যানডেমিকের কারণে দেশে বন্ধ রয়েছে স্কুল ৷ রাজ্যে বিভিন্ন জায়গায় স্কুল খোলার দাবিতে সরব হয়েছে ছাত্রছাত্রী ও শিক্ষিকারা । এবার একই দাবিতে পথে নামল আসানসোল অধ্যাপক সংহতি মঞ্চ ৷ অনলাইন শিক্ষাক্রম কখনও আসল শিক্ষা হতে পারে না । তাই কোভিড বিধি মেনে স্কুল খুলতে হবে । এমনই দাবি নিয়ে আসানসোলে পথে নেমে সরব হল পশ্চিমবঙ্গ অধ্যাপক সংহতি মঞ্চের সদস্যরা । তিনদফা দাবি নিয়ে গতকাল তারা আসানসোল রবীন্দ্রভবনের উল্টো দিকে সভা করে। এই সভায় আসানসোলের বিভিন্ন কলেজের অধ্যাপক এবং শিক্ষকরা এসে যোগ দেয় ।
অধ্যাপকদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে শিক্ষার যে বাণিজ্যকরণ করা হচ্ছে, তা বন্ধ করতে হবে । সরকারের পরিকল্পনাহীন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে । যত শীঘ্র সম্ভব স্কুল খুলতে হবে । পাশাপাশি ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের ও শিক্ষাকর্মীদের 100 শতাংশ ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে । সঠিকভাবে কোভিড সুরক্ষার জন্য পরিকল্পনা করতে হবে সরকারকে ।
আসানসোল গার্লস কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপিকা অর্পিতা চক্রবর্তী বলেন, " রাজ্য সরকার সিদ্ধান্ত নিচ্ছে দুর্গাপুজোর পর স্কুল খুলে দেওয়া হবে । কিন্তু এই সিদ্ধান্তের কোনও পরিকল্পনা নেই । কীভাবেই বা আগামীদিনে স্কুল খোলা হবে তা নিয়ে শিক্ষক-শিক্ষিকা কিংবা ছাত্রছাত্রী প্রতিনিধিদের সঙ্গে কথা বলেনি সরকার । আমরা চাইছি এইভাবে সিদ্ধান্ত না নিয়ে সঠিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হোক। " কিন্তু যেখানে কেরালায় এত সংক্রমিত হয়েছে ছাত্রছাত্রীরা, তখন এই পরিস্থিতিতে স্কুল খোলা কি আদৌ সম্ভব ? প্রশ্ন তুলেছে শিক্ষক সংগঠনের একাংশ ৷
আরও পড়ুন: দুর্গাপুর স্টেশন থেকে ফেনসিডিল-সহ গ্রেফতার 1
এই প্রসঙ্গে অধ্যাপকরা জানান, রাজ্য সরকারের কাছে বিশেষজ্ঞরা রয়েছে । চিকিৎসক রয়েছে এবং ছাত্রছাত্রী শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান একটা বেরিয়ে আসতে পারে । সঠিক কোভিডবিধি কীভাবে মানলে ছাত্রছাত্রীদের সুরক্ষার সঙ্গে ক্লাস করানো যাবে এবং স্কুলের শিক্ষাব্যবস্থা ফিরিয়ে দেওয়া যাবে ৷ কারণ, এই অনলাইন শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে ।