ETV Bharat / state

দুর্গাপুরের IOC বটলিং প্ল্যান্টে অচলাবস্থা, সমস্যায় পড়তে পারেন গ্যাস গ্রাহকরা - Durgapur Botling Plant

দুর্গাপুরের ইন্ডিয়ান অয়েলের গ্যাস বটলিং প্ল্যান্ট থেকে 34 জন নিরাপত্তারক্ষী ছাঁটাই । ভুগতে হতে পারে ঝাড়খণ্ড ও বিহার সহ রাজ্যের বেশ কিছু জেলার ইন্ডেন গ্রাহকদের ।

IOC বটলিং প্ল্যান্ট
IOC বটলিং প্ল্যান্ট
author img

By

Published : Jan 4, 2020, 9:34 PM IST

Updated : Jan 4, 2020, 10:08 PM IST

দুর্গাপুর, 4 জানুয়ারি : দুর্গাপুরে ইন্ডিয়ান অয়েলের বটলিং প্ল্যান্ট । এই প্ল্যান্ট থেকে গ্যাস রিফিল করে সরবরাহ করা হয় রাজ্যের বেশ কয়েকটি জেলায় । এখানে যে 34 জন নিরাপত্তরক্ষীরা রয়েছে তারা অন্য একটি সংস্থার ঠিকা কর্মী । সেই সংস্থার সঙ্গে ইন্ডিয়ান অয়েলের চুক্তি রয়েছে । সেই চুক্তি অনুসারে ওই কর্মীরা বটলিং প্ল্যান্টে নিরাপত্তার দায়িত্বে ছিলেন । কিন্তু 29 ডিসেম্বর তাদের 1 জানুয়ারি থেকে কাজে না আসতে বলা হয় । IOC বা ইন্ডিয়ান অয়েল কম্পানির নিয়মে এখন থেকে বটলিং প্ল্যান্টে নিরাপত্তার দায়িত্বে থাকবে অবসরপ্রাপ্ত সেনা জওয়ানরা । কাজ হারিয়ে ওই 34 জন বিক্ষোভ শুরু করে । এর জেরে ব্যাহত হচ্ছে গ্যাস সিলিন্ডার সরবরাহে । ফলে আগামীদিনে বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুর ও কলকাতা সহ রাজ্যের বেশকিছু এলাকায় ইন্ডেন গ্যাস গ্রাহকদের সমস্যায় পড়তে হতে পারে । প্রভাব পড়বে ঝাড়খণ্ড ও বিহারের একাংশেও ।

কাজ হারানো নিরাপত্তারক্ষীদের অভিযোগ, বটলিং প্ল্যান্টের জন্মলগ্ন থেকে তারা এখানে কর্মরত । তাদের প্রশ্ন, এই বয়সে তারা কাজ হারিয়ে কোথায় যাবে ? INTTUC-র পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়াল জানান, তিনি ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন । তাঁর মতে IOC-র নিয়ম যদি মানতেই হয় তবে, ওই নিরাপত্তাকর্মীদের সংস্থায় অন্য কোনও পদে নেওয়া যেতে পারে ।

28 ডিসেম্বর থেকে দুর্গাপুরের এই প্ল্যান্টের সামনের রাস্তায় সারি সারি দাঁড়িয়ে রয়েছে ট্রাক । বিক্ষোভের জেরে প্ল্যান্টে গ্যাস রিফিলিং বন্ধ রয়েছে । এবিষয়ে পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করলেও লাভ হয়নি । কারখানার মুখ্য আধিকারিক শশাঙ্ক মহাপাত্রের কথায়, "IOC -র যা গাইডলাইন আছে, তা আমি মানতে বাধ্য । তার বাইরে আমার কিছু করার নেই ।" সব মিলিয়ে আপাতত অনিশ্চিত এই প্ল্যান্ট থেকে গ্যাস সরবরাহের ভবিষ্যত ।

দুর্গাপুর, 4 জানুয়ারি : দুর্গাপুরে ইন্ডিয়ান অয়েলের বটলিং প্ল্যান্ট । এই প্ল্যান্ট থেকে গ্যাস রিফিল করে সরবরাহ করা হয় রাজ্যের বেশ কয়েকটি জেলায় । এখানে যে 34 জন নিরাপত্তরক্ষীরা রয়েছে তারা অন্য একটি সংস্থার ঠিকা কর্মী । সেই সংস্থার সঙ্গে ইন্ডিয়ান অয়েলের চুক্তি রয়েছে । সেই চুক্তি অনুসারে ওই কর্মীরা বটলিং প্ল্যান্টে নিরাপত্তার দায়িত্বে ছিলেন । কিন্তু 29 ডিসেম্বর তাদের 1 জানুয়ারি থেকে কাজে না আসতে বলা হয় । IOC বা ইন্ডিয়ান অয়েল কম্পানির নিয়মে এখন থেকে বটলিং প্ল্যান্টে নিরাপত্তার দায়িত্বে থাকবে অবসরপ্রাপ্ত সেনা জওয়ানরা । কাজ হারিয়ে ওই 34 জন বিক্ষোভ শুরু করে । এর জেরে ব্যাহত হচ্ছে গ্যাস সিলিন্ডার সরবরাহে । ফলে আগামীদিনে বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুর ও কলকাতা সহ রাজ্যের বেশকিছু এলাকায় ইন্ডেন গ্যাস গ্রাহকদের সমস্যায় পড়তে হতে পারে । প্রভাব পড়বে ঝাড়খণ্ড ও বিহারের একাংশেও ।

কাজ হারানো নিরাপত্তারক্ষীদের অভিযোগ, বটলিং প্ল্যান্টের জন্মলগ্ন থেকে তারা এখানে কর্মরত । তাদের প্রশ্ন, এই বয়সে তারা কাজ হারিয়ে কোথায় যাবে ? INTTUC-র পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়াল জানান, তিনি ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন । তাঁর মতে IOC-র নিয়ম যদি মানতেই হয় তবে, ওই নিরাপত্তাকর্মীদের সংস্থায় অন্য কোনও পদে নেওয়া যেতে পারে ।

28 ডিসেম্বর থেকে দুর্গাপুরের এই প্ল্যান্টের সামনের রাস্তায় সারি সারি দাঁড়িয়ে রয়েছে ট্রাক । বিক্ষোভের জেরে প্ল্যান্টে গ্যাস রিফিলিং বন্ধ রয়েছে । এবিষয়ে পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করলেও লাভ হয়নি । কারখানার মুখ্য আধিকারিক শশাঙ্ক মহাপাত্রের কথায়, "IOC -র যা গাইডলাইন আছে, তা আমি মানতে বাধ্য । তার বাইরে আমার কিছু করার নেই ।" সব মিলিয়ে আপাতত অনিশ্চিত এই প্ল্যান্ট থেকে গ্যাস সরবরাহের ভবিষ্যত ।

Intro:দুর্গাপুর=চলতি বছরের প্রথম দিনে দুর্গাপুরের রাষ্ট্রায়াত্ত ইন্ডিয়ান ওয়েল গ্যাস বটলিং প্ল্যান্টের বেসরকারি নিরাপত্তাকর্মীরা কর্মচ্যুত হয়ে কারখানার গেটে তালা ঝুলিয়ে দেয়।তাদের জায়গায় প্রাক্তন সেনাকর্মীদের হাতে কারখানার নিরাপত্তার দায়ীত্ম তুলে দেওয়া হবে এমন কথা শুনে বর্ষশেষের রাত থেকেই কারখানার গেটের সামনে ওই নিরাপত্তাকর্মীরা স্বপরিবারে বসে থাকেন।আজ পাঁচ দিনে পড়লেও এখনো পর্যন্ত দুর্গাপুরের ইন্ডিয়ান অয়েল বটলিং প্লান্টের অচলাবস্থা কাটলো না. বেশ কয়েকটি বৈঠক হওয়ার পরও কোনো রফাসূত্র না বেরোনোয় এবার দক্ষিনবঙ্গের বেশ কিছু জেলায় ইন্ডিয়ান ওয়েলের গ্যাসের গ্রাহকদের হেঁসেলেও এর প্রভাব পড়তে চলেছে।
চৌত্রিশজন নিরাপত্তারক্ষীকে সরিয়ে দেওয়ার ইন্ডিয়ান অয়েল বটলিং কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে গেটে তালা মেরে দিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন আন্দোলনকারীরা গত ১ লা জানুয়ারী থেকে।আর এর জেরেই এই বটলিং প্লান্ট বন্ধ হয়ে পড়ে রয়েছে।
কর্মচ্যুত নিরাপত্তারক্ষীদের অভিযোগ, বটলিং প্লান্টের জন্মলগ্ন থেকে তারা এখানে রয়েছেন আর আজ কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাত দেখিয়ে অবসরপ্রাপ্ত আধা সেনাদের নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্ব দিতে চলেছেন। পাশাপাশি এই কর্মচ্যুত নিরাপত্তাকর্মীদের প্রশ্ন, এতদিন ধরে তারা কাজ করছেন এখন কাজ হারালে তারা এই বয়সে কোথায় যাবেন?
দিন দুয়েক আগে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা আই. এন. টি. টি. ইউ সি পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল ও আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ কর্তাদের সাথে প্লান্টের এই অচলাবস্থা কাটাতে একপ্রস্থ বৈঠক হয়।
কিন্তু সেই আলোচনাও ভেস্তে যায়। প্লান্টের গেটের বাইরে এসে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল সাফ জানিয়ে দেন কোনোভাবেই শ্রমিক স্বার্থ ক্ষুন্ন করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কারণ যে ডি. জি. আর রুলসের কথা বলে কর্তৃপক্ষ দায় এড়াতে চাইছে সেই আইনেই তো এতদিন এই নিরাপত্তা কর্মীরা দায়িত্ব নিয়ে প্লান্টের নিরাপত্তা সামলাচ্ছিলেন এমন কি রহস্যময় কারণ ঘটলো যেখানে কর্তৃপক্ষকে এমন হঠকারী সিদ্ধান্ত নিতে হলো?
এইদিকে আন্দোলনের পঞ্চম দিনে প্লান্টের গেটের বাইরে বিক্ষোভ অবস্থানে বসে আছেন কর্মচ্যুত চৌত্রিশ জন নিরাপত্তাকর্মীরা। ইন্ডিয়ান অয়েল বটলিং প্লান্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ যে গাইড লাইন দিয়েছেন নতুন করে নিরাপত্তা কর্মী নিয়োগের জন্য তার বাইরে গিয়ে তাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। সুতরাং দুইপক্ষের বিষয়টি নিয়ে অনড় মনোভাবের জেরে সমস্যা ধীরে ধীরে জটিল হচ্ছে।উল্লেখ্য দুর্গাপুরের এই প্লান্ট থেকে কলকাতা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এমনকি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড ও বিহারের কিছু অংশে রান্নার কাজে ব্যাবহৃত গ্যাস সিলিন্ডার সরবরাহ হয়।এখন এই অচলাবস্থা জারি থাকায় বিভিন্ন জেলা থেকে খালি গ্যাস সিলিন্ডার নিয়ে আসা গাড়িগুলিও সার দিয়ে দাঁড়িয়ে আছে।প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু হয়েছে।এই অচলাবস্থা না কাটলে সমস্যা আরো ঘনীভূত হবে।।Body:গConclusion:গ
Last Updated : Jan 4, 2020, 10:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.