ETV Bharat / state

ধানবাদে আমন সিং হত্যার ঘটনার নেপথ্যে উঠে আসছে সেই বেআইনি কয়লা কারবারের কথা - ধানবাদে খুন গ্যাংস্টার

Aman Singh Murder Case: ধানবাদের জেলে গ্যাংস্টার আমন সিংয়ের হত্যাকাণ্ডের ঘটনায় উঠে আসছে বেআইনি কয়লার কারবারের কথা । কয়লা ব্যবসায়ী রাজু ঝা ও আসানসোলের ব্যবসায়ী অরবিন্দ ভগত খুনের ঘটনাতেও সন্দেহের তালিকায় ছিল এই আমন সিংয়ের গ্যাং।

ETV Bharat
আমন সিংয়ের ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 5:45 PM IST

আসানসোল, 4 ডিসেম্বর: ধানবাদের জেলে গ্যাংস্টার আমন সিংয়ের হত্যাকাণ্ডে উঠে আসছে সেই বেআইনি কয়লার কারবারের কথা । দুর্গাপুরের কয়লা ব্যবসায়ী রাজু ঝা ও আসানসোলের ব্যবসায়ী অরবিন্দ ভগত খুনের ঘটনাতেও সন্দেহের তালিকায় ছিল এই আমন সিংয়ের গ্যাং। ধানবাদ জেলে বাংলার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদও করেছিল । প্রশ্ন উঠছে, তবে কি তথ্য লোপাট করতেই আমন সিংয়ের হত্যা ?

অন্যদিকে আশিসরঞ্জন ওরফে ছোটু সিং নামে এক কয়লা মাফিয়ার অডিয়ো ভাইরাল হওয়ায় এই খুনের পিছনে বেআইনি কয়লার কারবারের তত্ত্ব সামনে এসেছে । যদিও ইটিভি ভারত সেই ভাইরাল অডিয়োর সত্যতা যাচাই করেনি । রবিবার ধানবাদ সংশোধনাগারে গ্যাংস্টার তথা শার্প শুটার আমন সিংকে 6 রাউন্ড গুলি চালিয়ে খুন করে এক বন্দুকবাজ । আমন সিংকে কে মেরেছে সেই বিষয়ে আপাতত ঝাড়খণ্ডের ধানবাদ পুলিশ আধিকারিকরা কিছুই বলতে রাজি নন । তদন্ত শুরু হয়েছে।

কিন্তু এরই মাঝে সোমবার একটি অডিয়ো ভাইরাল হয়। জনৈক আশিসরঞ্জন তথা ছোটু সিং নামে কেউ ওই অডিয়োতে দাবি করে, সে-ই খুন করিয়েছে আমন সিংকে। শুধু তাই নয় ওই অডিয়োতে দাবি করা হয়েছে, যে বন্দুক দিয়ে আমন সিংকে খুন করা হয়েছে সেই বন্দুক নাকি আমন সিংয়েরই। ধানবাদের কয়লার কারবারের ক্ষমতা দখলের জন্য আমন হত্যা, এমনটাই ওই অডিয়ো ক্লিপে স্পষ্ট । যদিও সেই অডিয়ো ক্লিপের সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি ।

একদিকে আমন সিংয়ের হত্যায় কয়লার কারবার, অন্যদিকে কয়লা কারবারী রাজু ঝা হত্যা মামলায় সন্দেহের তালিকায় ছিল এই আমন সিং। পাশাপাশি ঝাড়খন্ড ও বাংলা দুই রাজ্যে ফুলেফেঁপে উঠেছিল কয়লার কালো কারবার । বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হস্তক্ষেপে আসানসোলে কয়লার কারবারে অনেকটাই রাশ টানা গিয়েছে । আর তাই ঝাড়খণ্ড থেকে বেআইনি কয়লা এরাজ্যে পাচার হচ্ছে বলে অভিযোগ। অর্থাৎ কয়লার কালো কারবারে দুই রাজ্যের যোগসূত্র ছিল। অন্যদিকে, নতুন করে আসানসোলেও আবার কয়লার সিন্ডিকেট গড়ে উঠছে। এরই মাঝে আমন সিংয়ের খুন। একদিকে কয়লা মাফিয়া রাজু ঝা খুনের তথ্য লোপাট, অন্যদিকে ধানবাদে কয়লা সাম্রাজ্যের দখল রাখা এই দুটি নেপথ্য কারণ উঠে আসছে এই হত্যাকাণ্ডের নেপথ্যে।

আরও জানা গিয়েছে গত জুলাই মাসে আমন সিং নিজে সংবাদমাধ্যমের কাছে আশঙ্কা প্রকাশ করে বলেছিল ধানবাদ জেলে সে সুরক্ষিত নয় । খুন হয়ে যেতে পারে । সেই ভিডিয়ো আবার নতুন করে ভাইরাল হয় সোমবার । ধানবাদ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । খুন করে আত্মসমর্পণ করা বন্দুকবাজকে জিজ্ঞাসাবাদ করে খুনের ঘটনার আসল তথ্য জানতে চাইছে পুলিশ ।

আরও পড়ুন:

  1. জমি বিবাদের জের, প্রতিবেশীর ধারালো অস্ত্রের কোপে প্রাণ গেল বাবা ও ছেলের
  2. 8 বছরের নাবালিকাকে ধর্ষণ ! অভিযুক্তের শাস্তির দাবিতে থানা ঘিরে বিক্ষোভ
  3. ক্লাবের বোর্ড লাগানোকে কেন্দ্র করে রায়গঞ্জে চলল গুলি! মৃত এক

আসানসোল, 4 ডিসেম্বর: ধানবাদের জেলে গ্যাংস্টার আমন সিংয়ের হত্যাকাণ্ডে উঠে আসছে সেই বেআইনি কয়লার কারবারের কথা । দুর্গাপুরের কয়লা ব্যবসায়ী রাজু ঝা ও আসানসোলের ব্যবসায়ী অরবিন্দ ভগত খুনের ঘটনাতেও সন্দেহের তালিকায় ছিল এই আমন সিংয়ের গ্যাং। ধানবাদ জেলে বাংলার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদও করেছিল । প্রশ্ন উঠছে, তবে কি তথ্য লোপাট করতেই আমন সিংয়ের হত্যা ?

অন্যদিকে আশিসরঞ্জন ওরফে ছোটু সিং নামে এক কয়লা মাফিয়ার অডিয়ো ভাইরাল হওয়ায় এই খুনের পিছনে বেআইনি কয়লার কারবারের তত্ত্ব সামনে এসেছে । যদিও ইটিভি ভারত সেই ভাইরাল অডিয়োর সত্যতা যাচাই করেনি । রবিবার ধানবাদ সংশোধনাগারে গ্যাংস্টার তথা শার্প শুটার আমন সিংকে 6 রাউন্ড গুলি চালিয়ে খুন করে এক বন্দুকবাজ । আমন সিংকে কে মেরেছে সেই বিষয়ে আপাতত ঝাড়খণ্ডের ধানবাদ পুলিশ আধিকারিকরা কিছুই বলতে রাজি নন । তদন্ত শুরু হয়েছে।

কিন্তু এরই মাঝে সোমবার একটি অডিয়ো ভাইরাল হয়। জনৈক আশিসরঞ্জন তথা ছোটু সিং নামে কেউ ওই অডিয়োতে দাবি করে, সে-ই খুন করিয়েছে আমন সিংকে। শুধু তাই নয় ওই অডিয়োতে দাবি করা হয়েছে, যে বন্দুক দিয়ে আমন সিংকে খুন করা হয়েছে সেই বন্দুক নাকি আমন সিংয়েরই। ধানবাদের কয়লার কারবারের ক্ষমতা দখলের জন্য আমন হত্যা, এমনটাই ওই অডিয়ো ক্লিপে স্পষ্ট । যদিও সেই অডিয়ো ক্লিপের সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি ।

একদিকে আমন সিংয়ের হত্যায় কয়লার কারবার, অন্যদিকে কয়লা কারবারী রাজু ঝা হত্যা মামলায় সন্দেহের তালিকায় ছিল এই আমন সিং। পাশাপাশি ঝাড়খন্ড ও বাংলা দুই রাজ্যে ফুলেফেঁপে উঠেছিল কয়লার কালো কারবার । বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হস্তক্ষেপে আসানসোলে কয়লার কারবারে অনেকটাই রাশ টানা গিয়েছে । আর তাই ঝাড়খণ্ড থেকে বেআইনি কয়লা এরাজ্যে পাচার হচ্ছে বলে অভিযোগ। অর্থাৎ কয়লার কালো কারবারে দুই রাজ্যের যোগসূত্র ছিল। অন্যদিকে, নতুন করে আসানসোলেও আবার কয়লার সিন্ডিকেট গড়ে উঠছে। এরই মাঝে আমন সিংয়ের খুন। একদিকে কয়লা মাফিয়া রাজু ঝা খুনের তথ্য লোপাট, অন্যদিকে ধানবাদে কয়লা সাম্রাজ্যের দখল রাখা এই দুটি নেপথ্য কারণ উঠে আসছে এই হত্যাকাণ্ডের নেপথ্যে।

আরও জানা গিয়েছে গত জুলাই মাসে আমন সিং নিজে সংবাদমাধ্যমের কাছে আশঙ্কা প্রকাশ করে বলেছিল ধানবাদ জেলে সে সুরক্ষিত নয় । খুন হয়ে যেতে পারে । সেই ভিডিয়ো আবার নতুন করে ভাইরাল হয় সোমবার । ধানবাদ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । খুন করে আত্মসমর্পণ করা বন্দুকবাজকে জিজ্ঞাসাবাদ করে খুনের ঘটনার আসল তথ্য জানতে চাইছে পুলিশ ।

আরও পড়ুন:

  1. জমি বিবাদের জের, প্রতিবেশীর ধারালো অস্ত্রের কোপে প্রাণ গেল বাবা ও ছেলের
  2. 8 বছরের নাবালিকাকে ধর্ষণ ! অভিযুক্তের শাস্তির দাবিতে থানা ঘিরে বিক্ষোভ
  3. ক্লাবের বোর্ড লাগানোকে কেন্দ্র করে রায়গঞ্জে চলল গুলি! মৃত এক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.