ETV Bharat / state

জন্মাষ্টমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ, 70টি বাড়ি ভাঙচুর ; জখম 10 - Political Clash in Durgapur, 70 houses vandalised, 10 injured

জন্মাষ্টমীর শোভাযাত্রায় মাইক বাজানোকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষ । 70টি বাড়ি ভাঙচুর । জখম 10 । ঘটনাটি বুদবুদ থানার সাকুড়ি গ্রামের ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Aug 26, 2019, 10:24 AM IST

Updated : Aug 26, 2019, 10:37 AM IST

বুদবুদ(দুর্গাপুর), 26 অগাস্ট : জন্মাষ্টমীর শোভাযাত্রায় মাইক বাজানোকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষ । ঘটনাটি বুদবুদ থানার সাকুড়ি গ্রামের । গতকাল রাতে ঘোষপাড়া ও বাগদিপাড়ার মধ্যে সংঘর্ষ বাধে । আজ সকালে পরিস্থিতি চরমে ওঠে । জখম হয় 10 জন । প্রায় 70টি বাড়ি ভাঙচুর করা হয়েছে । প্রথমে বিষয়টিকে দুই পাড়ার ঝামেলা বলা হলেও পরে রাজনৈতিক রং লাগে ।

জন্মাষ্টমী, নন্দ উৎসব শেষে গতকাল রাতে ঘোষপাড়ার পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হয় । মাইক বাজানোকে কেন্দ্র করে শোভাযাত্রা চলাকালীনই ঘোষপাড়ার বাসিন্দাদের সঙ্গে বাগদিপাড়ার বাসিন্দাদের ঝামেলা শুরু হয় । বাগদিপাড়ার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ ঘোষের নেতৃত্বে তাঁদের উপর হামলা হয় । পাশাপাশি চলে বাড়ি ভাঙচুর । পুলিশ এসে কোনওরকমে পরিস্থিতি সামাল দিলেও আজ সকাল থেকে ফের ঝামেলা শুরু হয় । আবারও ঘোষপাড়ার বাসিন্দারা বাগদিপাড়ায় ঢুকে তাদের বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ । প্রায় 70টি ভাঙচুরের অভিযোগ ওঠে । আহত 10 । তাঁদের পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও একজনকে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা গেলে তাঁদেরও এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয় ।

দেখুন ভিডিয়ো

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগদিপাড়ায় BJP কর্মীদের আধিক্য । ঘোষপাড়ায় আবার থাকেন তৃণমূল কর্মীরা । প্রশান্ত মালি নামে বাগদিপাড়ার এক যুবকের অভিযোগ, "বুদবুদের তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি প্রদীপ ঘোষের নেতৃত্বে আক্রমণ হয় । কাল রাতে ঝামেলার পর ওরা আবার আজ সকালে হামলা চালায় । বাড়িঘর ভাঙচুর হয়েছে ।"

এবিষয়ে পূর্ব বর্ধমান জেলার BJP সাধারণ সম্পাদক রমন সিং বলেন, "এটি পরিকল্পিত আক্রমণ । বাগদিপাড়া দীর্ঘদিন ধরে BJP-র সঙ্গে আছে । এটাই তৃণমূলের রাগের কারণ । তাই, শোভাযাত্রাকে কেন্দ্র করে প্রতিহিংসা পূরণ করল তৃণমূল । আমরা এর জবাব দেব ।"

অভিযোগ নিয়ে প্রদীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ।

বুদবুদ(দুর্গাপুর), 26 অগাস্ট : জন্মাষ্টমীর শোভাযাত্রায় মাইক বাজানোকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষ । ঘটনাটি বুদবুদ থানার সাকুড়ি গ্রামের । গতকাল রাতে ঘোষপাড়া ও বাগদিপাড়ার মধ্যে সংঘর্ষ বাধে । আজ সকালে পরিস্থিতি চরমে ওঠে । জখম হয় 10 জন । প্রায় 70টি বাড়ি ভাঙচুর করা হয়েছে । প্রথমে বিষয়টিকে দুই পাড়ার ঝামেলা বলা হলেও পরে রাজনৈতিক রং লাগে ।

জন্মাষ্টমী, নন্দ উৎসব শেষে গতকাল রাতে ঘোষপাড়ার পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হয় । মাইক বাজানোকে কেন্দ্র করে শোভাযাত্রা চলাকালীনই ঘোষপাড়ার বাসিন্দাদের সঙ্গে বাগদিপাড়ার বাসিন্দাদের ঝামেলা শুরু হয় । বাগদিপাড়ার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ ঘোষের নেতৃত্বে তাঁদের উপর হামলা হয় । পাশাপাশি চলে বাড়ি ভাঙচুর । পুলিশ এসে কোনওরকমে পরিস্থিতি সামাল দিলেও আজ সকাল থেকে ফের ঝামেলা শুরু হয় । আবারও ঘোষপাড়ার বাসিন্দারা বাগদিপাড়ায় ঢুকে তাদের বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ । প্রায় 70টি ভাঙচুরের অভিযোগ ওঠে । আহত 10 । তাঁদের পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও একজনকে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা গেলে তাঁদেরও এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয় ।

দেখুন ভিডিয়ো

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগদিপাড়ায় BJP কর্মীদের আধিক্য । ঘোষপাড়ায় আবার থাকেন তৃণমূল কর্মীরা । প্রশান্ত মালি নামে বাগদিপাড়ার এক যুবকের অভিযোগ, "বুদবুদের তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি প্রদীপ ঘোষের নেতৃত্বে আক্রমণ হয় । কাল রাতে ঝামেলার পর ওরা আবার আজ সকালে হামলা চালায় । বাড়িঘর ভাঙচুর হয়েছে ।"

এবিষয়ে পূর্ব বর্ধমান জেলার BJP সাধারণ সম্পাদক রমন সিং বলেন, "এটি পরিকল্পিত আক্রমণ । বাগদিপাড়া দীর্ঘদিন ধরে BJP-র সঙ্গে আছে । এটাই তৃণমূলের রাগের কারণ । তাই, শোভাযাত্রাকে কেন্দ্র করে প্রতিহিংসা পূরণ করল তৃণমূল । আমরা এর জবাব দেব ।"

অভিযোগ নিয়ে প্রদীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ।

Intro:জন্মাষ্টমী, নন্দ উৎসব শেষে বুদবুদ থানার সাকুড়ি গ্রামে ঘোষপাড়ার পক্ষ থেকে রবিবার রাতে শোভাযাত্রা বের হয়। তাতে মাইক বাজানোকে কেন্দ্র করে শোভাযাত্রা চলাকালীন ঘোষ পাড়ার বাসিন্দাদের সাথে বাগদি পাড়ার বাসিন্দাদের সংঘাত বাঁধে। এর জেরে অগ্নিগর্ভ হয় পরিস্থিতি। রবিবার রাতে স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ ঘোষের নেতৃত্বে বাগদি পাড়ার বাসিন্দাদের কে মারধর, তাদের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ। কাঁকসা থানার পুলিশের সামনেই এই ঘটনা ঘটে বলেও অভিযোগ। রবিবার রাতে পুলিশ কোনরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও। সোমবার সকাল থেকেই ফের ঘোষ পাড়ার বাসিন্দারা বাগদী পাড়ায় ঢুকে তাদের বাড়ি ভাঙচুর করে। এখনো পর্যন্ত প্রায় 10 জন আহত। আহতদের প্রায় প্রত্যেকের মাথা ফেটেছে। আহতদের মধ্যে মহিলারাও রয়েছে। আতঙ্কিত এলাকার শিশু-কিশোররা। সাংবাদিকদের কেও গ্রাম থেকে বের করে দেয় বলে অভিযোগ। প্রশান্ত মালি নামক এক যুবকের অভিযোগ বুদবুদের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রদীপ ঘোষের নেতৃত্বে এই আক্রমণ হয়। সোমবার সকাল থেকেই বাগদি পাড়ার বিজেপি কর্মী সমর্থকদের সাথে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দফায় দফায় মারামারি, ইঁটবৃষ্টি। ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ থাকলেও পুলিশের সামনেই চলছে এই মারামারির ঘটনা। আহতদেরকে পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, দুর্গাপুর মহকুমা হাসপাতাল,রাজবঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।উত্তপ্ত বুদবুদ থানার সাকুড়ি গ্রাম।Body:হConclusion:হ
Last Updated : Aug 26, 2019, 10:37 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.