ETV Bharat / state

কাঁকসার গড়জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধার - kakra

পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার গড়জঙ্গল থেকে নরকঙ্কাল উদ্ধার করল পুলিশ ।

নর কঙ্কাল
author img

By

Published : May 31, 2019, 11:50 PM IST

কাঁকসা , 31 মে : পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার গড়জঙ্গল থেকে নরকঙ্কাল উদ্ধার করল কাঁকসা থানার পুলিশ । আজ বিকেলে পুলিশ খবর পায়, ঘন জঙ্গলে একটি নরকঙ্কাল পড়ে আছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থান থেকে নরকঙ্কালটি উদ্ধার করে ।

পুলিশ সূত্রে জানা গেছে , কঙ্কালটি কয়েক দিনের পুরোনো । 30-35 বছর বয়স্ক কোনও যুবকের কঙ্কাল এটি । কঙ্কালটির পরনে পোশাক পচে গেছে ও দেহের অনেকাংশই জীবজন্তু খেয়ে ফেলেছে বলেও পুলিশের প্রাথমিকভাবে অনুমান ।

পুলিশ তদন্ত করে দেখছে , এই এলাকার কোনও ব্যাক্তি নিঁখোজ ছিলেন কি না । এর পাশাপাশি সমস্ত থানাতেও খবর দেওয়া হয়েছে কাঁকসা থানার তরফে ।

কাঁকসা , 31 মে : পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার গড়জঙ্গল থেকে নরকঙ্কাল উদ্ধার করল কাঁকসা থানার পুলিশ । আজ বিকেলে পুলিশ খবর পায়, ঘন জঙ্গলে একটি নরকঙ্কাল পড়ে আছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থান থেকে নরকঙ্কালটি উদ্ধার করে ।

পুলিশ সূত্রে জানা গেছে , কঙ্কালটি কয়েক দিনের পুরোনো । 30-35 বছর বয়স্ক কোনও যুবকের কঙ্কাল এটি । কঙ্কালটির পরনে পোশাক পচে গেছে ও দেহের অনেকাংশই জীবজন্তু খেয়ে ফেলেছে বলেও পুলিশের প্রাথমিকভাবে অনুমান ।

পুলিশ তদন্ত করে দেখছে , এই এলাকার কোনও ব্যাক্তি নিঁখোজ ছিলেন কি না । এর পাশাপাশি সমস্ত থানাতেও খবর দেওয়া হয়েছে কাঁকসা থানার তরফে ।

Intro:কাঁকসার গড়জঙ্গল থেকে নরকঙ্কাল উদ্ধার করল কাঁকসা থানার পুলিশ। শুক্রবার বিকালে কাঁকসা থানার পুলিশ খবর পায় যে ঘন গড়জঙ্গলে একটি নরকঙ্কাল পড়ে আছে।পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেই নরকঙ্কালটি উদ্ধার করে। ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে বেশ কয়েক দিনের পুরনো।এই কঙ্কালটি পুরুষের এবং আনুমানিক 30-35 বছর বয়সী হতে পারে।পরনের পোশাক পচে যায় এবং মৃতের শরীরের নীচের অংশ শিয়াল বা অন্য কোনও জীবজন্তু খেয়ে ফেলেছে বলেও পুলিশের প্রাথমিক অনুমান।তবে এই দেহ টি এই এলাকার লোকসভা নির্বাচনের সমসাময়িক কালের বলেও স্পষ্ট। পুলিশ তদন্ত করে দেখছে যে এই এলাকার কোনও ব্যাক্তি নিঁখোজ ছিলেন। সমস্ত থানাতেও যোগাযোগ করেছে কাঁকসা থানার পুলিশ বলেও জানা গেছে।।Body:কপিConclusion:কপি

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.