ETV Bharat / state

Cyber Fraud: সাইবার অপরাধে লোপাট লক্ষাধিক টাকা, ফেরৎ এনে দিল পুলিশ - কুলটি থানার সাইবার সেল

সাইবারে অপরাধে শিকার হয়ে এক ব্যবসায়ী প্রায় 13 লক্ষ টাকা খুইয়েছিলেন ৷ সেই টাকা ফেরৎ এনে দিল কুলটি থানার সাইবার সেল ৷ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বিশাল সুদ্রানিয়া ৷ সাইবার জালিয়াতির শিকার হলে সঙ্গে সঙ্গে অভিযোগের পরামর্শ পুলিশের ৷

cyber crime
সাইবারে অপরাধ
author img

By

Published : Jul 17, 2023, 9:00 PM IST

সাইবারে অপরাধে লোপাট হওয়া টাকা ফিরিয়ে দিল পুলিশ

কুলটি, 17 জুলাই: কুলটির এক বাসিন্দার অ্যাকাউন্ট থেকে লোপাট হয়ে গিয়েছিল প্রায় 13 লক্ষ টাকা ৷ সেই টাকা ফেরৎ পাইয়ে দিল পুলিশ । গত 29 এপ্রিল কুলটি থানার সাইবার সেলে ব্যবসায়ী বিশাল সুদ্রানিয়া একটি অভিযোগ দায়ের করেন । স্টেশন রোডের বাসিন্দা সেই অভিযোগে জানিয়েছিলেন, তাঁর ব‍্যাংক অ্যাকাউন্ট থেকে 12 লক্ষ 70 হাজার 470 টাকা লোপাট করে দিয়েছে সাইবার অপরাধীরা । অভিযোগ পেয়েই তদন্তে নেমেছিল কুলটি থানার সাইবার সেল। শেষ পর্যন্ত তদন্ত চালিয়ে পুলিশ টাকা ফিরিয়ে আনতে সফল হয়েছে ।

রবিবার রাতেই বিশালের হাতে একটি প্রতীকী চেক তুলে দেওয়া হয় কুলটি থানার সাইবার সেলের তরফে ৷ পুলিশের এই উদ্যোগে খুশি বিশাল সুদ্রানিয়া । তিনি বলেন,"ইতিমধ্যেই আমার অ্যাকাউন্টে খোয়া যাওয়া টাকা ফেরত এসেছে । আমি পুলিশকে গোটা বিষয়টি জানিয়েছি । কুলটি থানা সাইবার সেলের উদ্যোগেই আমি আমার টাকা ফেরত পেয়েছি । আমি সবাইকে বলব একটু সাবধানে থাকতে । কারও সঙ্গে ওটিপি শেয়ার বা কারও ফোনে প্রভাবিত হয়ে কোনও অ্যাপ ডাউনলোড করবেন না ।"

অন্যদিকে কুলটি থানার সাইবার সেলের তরফে জানানো হয়েছে, এমন কোনও ঘটনা ঘটলে তৎক্ষণাৎ যেন পুলিশে জানানো হয় । যত দ্রুত অভিযোগ পাওয়া যাবে তত দ্রুত পুলিশ ঘটনার তদন্তে নামতে পারবে। বেশিরভাগ ক্ষেত্রে টাকা ফেরত নিয়ে আসা সম্ভব হয় । তবে অভিযোগ করতে দেরি হলে অপরাধী নাগালের বাইরে চলে যায়। পুলিশের পক্ষ থেকেও মানুষজনকে সচেতন হওয়ার কথা জানানো হয়েছে ।

প্রসঙ্গত, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ইতিমধ্যেই সাইবার ক্রাইম নিয়ে থিম সং বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে । কিন্তু তারপরও অপরাধীদের ফাঁদে পা দিচ্ছে বেশ কিছু মানুষ । পুলিশের দাবি, সঠিক সময়ে খবর পেলে টাকা ফেরত নিয়ে আসা সম্ভব হয় অনেকক্ষেত্রেই ।

আরও পড়ুন: ভুয়ো কল সেন্টার থেকে বিদেশিদের প্রতারণা! গ্রেফতার 13

সাধারণ মানুষের কাছে আজকাল আতঙ্কের নাম সাইবার অপরাধ। একটু অসাবধান হলেই কষ্টার্জিত অর্থ অ্যাকাউন্ট থেকে সাবাড় করে দেবে অপরাধীরা । নানান প্রলোভন ও কৌশলে মোবাইলের ওটিপি জেনে নেবে ৷ আর তারপরেই সব সাফ। এভাবে প্রতারণার শিকার হয়ে লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন বহু মানুষ । কিন্তু অন্ধকারের মাঝেও কোথাও আলোর দিশা মেলে। সঠিক তথ্য যদি জানানো যায় পুলিশের সাইবার সেল এখন আপনার সেই খোয়া যাওয়া টাকা ফিরিয়ে আনতেও পারে । আর তেমনই উদাহরণ দেখাল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার সাইবার সেল ৷

সাইবারে অপরাধে লোপাট হওয়া টাকা ফিরিয়ে দিল পুলিশ

কুলটি, 17 জুলাই: কুলটির এক বাসিন্দার অ্যাকাউন্ট থেকে লোপাট হয়ে গিয়েছিল প্রায় 13 লক্ষ টাকা ৷ সেই টাকা ফেরৎ পাইয়ে দিল পুলিশ । গত 29 এপ্রিল কুলটি থানার সাইবার সেলে ব্যবসায়ী বিশাল সুদ্রানিয়া একটি অভিযোগ দায়ের করেন । স্টেশন রোডের বাসিন্দা সেই অভিযোগে জানিয়েছিলেন, তাঁর ব‍্যাংক অ্যাকাউন্ট থেকে 12 লক্ষ 70 হাজার 470 টাকা লোপাট করে দিয়েছে সাইবার অপরাধীরা । অভিযোগ পেয়েই তদন্তে নেমেছিল কুলটি থানার সাইবার সেল। শেষ পর্যন্ত তদন্ত চালিয়ে পুলিশ টাকা ফিরিয়ে আনতে সফল হয়েছে ।

রবিবার রাতেই বিশালের হাতে একটি প্রতীকী চেক তুলে দেওয়া হয় কুলটি থানার সাইবার সেলের তরফে ৷ পুলিশের এই উদ্যোগে খুশি বিশাল সুদ্রানিয়া । তিনি বলেন,"ইতিমধ্যেই আমার অ্যাকাউন্টে খোয়া যাওয়া টাকা ফেরত এসেছে । আমি পুলিশকে গোটা বিষয়টি জানিয়েছি । কুলটি থানা সাইবার সেলের উদ্যোগেই আমি আমার টাকা ফেরত পেয়েছি । আমি সবাইকে বলব একটু সাবধানে থাকতে । কারও সঙ্গে ওটিপি শেয়ার বা কারও ফোনে প্রভাবিত হয়ে কোনও অ্যাপ ডাউনলোড করবেন না ।"

অন্যদিকে কুলটি থানার সাইবার সেলের তরফে জানানো হয়েছে, এমন কোনও ঘটনা ঘটলে তৎক্ষণাৎ যেন পুলিশে জানানো হয় । যত দ্রুত অভিযোগ পাওয়া যাবে তত দ্রুত পুলিশ ঘটনার তদন্তে নামতে পারবে। বেশিরভাগ ক্ষেত্রে টাকা ফেরত নিয়ে আসা সম্ভব হয় । তবে অভিযোগ করতে দেরি হলে অপরাধী নাগালের বাইরে চলে যায়। পুলিশের পক্ষ থেকেও মানুষজনকে সচেতন হওয়ার কথা জানানো হয়েছে ।

প্রসঙ্গত, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ইতিমধ্যেই সাইবার ক্রাইম নিয়ে থিম সং বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে । কিন্তু তারপরও অপরাধীদের ফাঁদে পা দিচ্ছে বেশ কিছু মানুষ । পুলিশের দাবি, সঠিক সময়ে খবর পেলে টাকা ফেরত নিয়ে আসা সম্ভব হয় অনেকক্ষেত্রেই ।

আরও পড়ুন: ভুয়ো কল সেন্টার থেকে বিদেশিদের প্রতারণা! গ্রেফতার 13

সাধারণ মানুষের কাছে আজকাল আতঙ্কের নাম সাইবার অপরাধ। একটু অসাবধান হলেই কষ্টার্জিত অর্থ অ্যাকাউন্ট থেকে সাবাড় করে দেবে অপরাধীরা । নানান প্রলোভন ও কৌশলে মোবাইলের ওটিপি জেনে নেবে ৷ আর তারপরেই সব সাফ। এভাবে প্রতারণার শিকার হয়ে লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন বহু মানুষ । কিন্তু অন্ধকারের মাঝেও কোথাও আলোর দিশা মেলে। সঠিক তথ্য যদি জানানো যায় পুলিশের সাইবার সেল এখন আপনার সেই খোয়া যাওয়া টাকা ফিরিয়ে আনতেও পারে । আর তেমনই উদাহরণ দেখাল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার সাইবার সেল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.