অণ্ডাল, 7 অগাস্ট : DSP-তে চাকরির নামে প্রায় 62 লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । অভিযুক্তের নাম ওয়াসিম আক্রম (32) । ঘটনাটি দুর্গাপুরের অণ্ডাল এলাকার । অভিযুক্তর বিরুদ্ধে অণ্ডাল থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিতরা ।
অণ্ডাল থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে প্রায় 14 জনের কাছ থেকে চাকরির নামে টাকা নেয় ওয়াসিম আক্রম । অভিযুক্ত ওয়াসিম দুর্গাপুরের কাদা রোডের বাসিন্দা । এক অনুষ্ঠান বাড়িতে পরিচয় মৌলানা গিয়াসুর নামে এক ব্যক্তির সঙ্গে । তারপর তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে । অভিযোগকারী মৌলানা গিয়াসুর রহমান বলেন, "ওয়াসিমের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠার পর সে জানায়, কিছু টাকার বিনিময়ে DSP (দুর্গাপুর স্টিল প্লান্ট)-তে চাকরি করে দিতে পারবে ওয়াসিম । একই কথা সে আরও 14 জনকে জানায় । এরপর আমাদের সকলের কাছ থেকে প্রায় 62 লাখ টাকা নেয় । কিন্তু বহুদিন হয়ে গেলেও কোনও চাকরি সে করিয়ে দিতে পারে না । এরপর অভিযুক্তের সম্পর্কে খোঁজ নেওয়ার পর জানা যায়, সে একজন প্রতারক । চাকরির নামে বহু লোককেই সে ঠকিয়েছে ।"
গিয়াসুর আরও বলেন, অভিযুক্তের সঙ্গে CISF-এর পোশাক পরা এক ব্যক্তিও আসত টাকা নেওয়ার সময় । তার কাছে পিস্তল থাকত । অভিযোগকারীদের বক্তব্য, চাকরি নয়, টাকা ফেরত পেতে চাই । পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তিরও দাবি জানান তাঁরা ।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত ওয়াসিম আক্রমকে গ্রেপ্তার করা হয়েছে । আজ তাকে 14 দিনের জেল হেপাজতের আবেদন জানিয়ে অণ্ডাল আদালতে তোলা হয় । আদালত 10 দিনের জেল হেপাজতের নির্দেশ দেয় । এই কাজের সঙ্গে আর কে বা কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করা হয়েছে ।