ETV Bharat / state

চাকরির নামে 62 লাখ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত

অণ্ডাল থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে প্রায় 14 জনের কাছ থেকে চাকরি দেওয়ার নামে টাকা নেয় ওয়াসিম আক্রম । কিন্তু বহুদিন হয়ে গেলেও কোনও চাকরি সে করিয়ে দিতে পারে না । এরপর অভিযুক্তের সম্পর্কে খোঁজ নেওয়ার পর জানা যায়, সে একজন প্রতারক ।

গ্রেপ্তার অভিযুক্ত
author img

By

Published : Aug 7, 2019, 10:15 PM IST

অণ্ডাল, 7 অগাস্ট : DSP-তে চাকরির নামে প্রায় 62 লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । অভিযুক্তের নাম ওয়াসিম আক্রম (32) । ঘটনাটি দুর্গাপুরের অণ্ডাল এলাকার । অভিযুক্তর বিরুদ্ধে অণ্ডাল থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিতরা ।

অণ্ডাল থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে প্রায় 14 জনের কাছ থেকে চাকরির নামে টাকা নেয় ওয়াসিম আক্রম । অভিযুক্ত ওয়াসিম দুর্গাপুরের কাদা রোডের বাসিন্দা । এক অনুষ্ঠান বাড়িতে পরিচয় মৌলানা গিয়াসুর নামে এক ব্যক্তির সঙ্গে । তারপর তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে । অভিযোগকারী মৌলানা গিয়াসুর রহমান বলেন, "ওয়াসিমের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠার পর সে জানায়, কিছু টাকার বিনিময়ে DSP (দুর্গাপুর স্টিল প্লান্ট)-তে চাকরি করে দিতে পারবে ওয়াসিম । একই কথা সে আরও 14 জনকে জানায় । এরপর আমাদের সকলের কাছ থেকে প্রায় 62 লাখ টাকা নেয় । কিন্তু বহুদিন হয়ে গেলেও কোনও চাকরি সে করিয়ে দিতে পারে না । এরপর অভিযুক্তের সম্পর্কে খোঁজ নেওয়ার পর জানা যায়, সে একজন প্রতারক । চাকরির নামে বহু লোককেই সে ঠকিয়েছে ।"

গিয়াসুর আরও বলেন, অভিযুক্তের সঙ্গে CISF-এর পোশাক পরা এক ব্যক্তিও আসত টাকা নেওয়ার সময় । তার কাছে পিস্তল থাকত । অভিযোগকারীদের বক্তব্য, চাকরি নয়, টাকা ফেরত পেতে চাই । পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তিরও দাবি জানান তাঁরা ।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত ওয়াসিম আক্রমকে গ্রেপ্তার করা হয়েছে । আজ তাকে 14 দিনের জেল হেপাজতের আবেদন জানিয়ে অণ্ডাল আদালতে তোলা হয় । আদালত 10 দিনের জেল হেপাজতের নির্দেশ দেয় । এই কাজের সঙ্গে আর কে বা কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করা হয়েছে ।

অণ্ডাল, 7 অগাস্ট : DSP-তে চাকরির নামে প্রায় 62 লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । অভিযুক্তের নাম ওয়াসিম আক্রম (32) । ঘটনাটি দুর্গাপুরের অণ্ডাল এলাকার । অভিযুক্তর বিরুদ্ধে অণ্ডাল থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিতরা ।

অণ্ডাল থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে প্রায় 14 জনের কাছ থেকে চাকরির নামে টাকা নেয় ওয়াসিম আক্রম । অভিযুক্ত ওয়াসিম দুর্গাপুরের কাদা রোডের বাসিন্দা । এক অনুষ্ঠান বাড়িতে পরিচয় মৌলানা গিয়াসুর নামে এক ব্যক্তির সঙ্গে । তারপর তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে । অভিযোগকারী মৌলানা গিয়াসুর রহমান বলেন, "ওয়াসিমের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠার পর সে জানায়, কিছু টাকার বিনিময়ে DSP (দুর্গাপুর স্টিল প্লান্ট)-তে চাকরি করে দিতে পারবে ওয়াসিম । একই কথা সে আরও 14 জনকে জানায় । এরপর আমাদের সকলের কাছ থেকে প্রায় 62 লাখ টাকা নেয় । কিন্তু বহুদিন হয়ে গেলেও কোনও চাকরি সে করিয়ে দিতে পারে না । এরপর অভিযুক্তের সম্পর্কে খোঁজ নেওয়ার পর জানা যায়, সে একজন প্রতারক । চাকরির নামে বহু লোককেই সে ঠকিয়েছে ।"

গিয়াসুর আরও বলেন, অভিযুক্তের সঙ্গে CISF-এর পোশাক পরা এক ব্যক্তিও আসত টাকা নেওয়ার সময় । তার কাছে পিস্তল থাকত । অভিযোগকারীদের বক্তব্য, চাকরি নয়, টাকা ফেরত পেতে চাই । পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তিরও দাবি জানান তাঁরা ।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত ওয়াসিম আক্রমকে গ্রেপ্তার করা হয়েছে । আজ তাকে 14 দিনের জেল হেপাজতের আবেদন জানিয়ে অণ্ডাল আদালতে তোলা হয় । আদালত 10 দিনের জেল হেপাজতের নির্দেশ দেয় । এই কাজের সঙ্গে আর কে বা কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করা হয়েছে ।

Intro:চাকরি দেবার নামে প্রায় কোটি টাকা নেওয়ার অভিযোগ । শ্রীঘরে অভিযুক্ত ।

অন্ডাল - অন্ডাল থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে প্রায় ১৫ জনের কাছে দুর্গাপুরের রাষ্ট্রায়াত্ত ডিএসপি তে চাকরী পাইয়ে দেবার নাম করে দুর্গাপুরের কাদা রোডের বাসিন্দা ওয়াসিম আক্রম নামে এক ব্যক্তি প্রায় ৬২ লাখ টাকা নেয় বলে অভিযোগ। ওয়াসিম আক্রমের সাথে এই টাকা নেওয়ার কাজে এক সি আই এস এফ অফিসার ও জড়িত বলে অভিযোগ প্রতারিতদের।গ্রেপ্তার মুল অভিযুক্ত ওয়াসিম আক্রম। তাকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হল।
অভিযোগকারী মৌলানা গিয়াসুর রহমান বলেন ,কাদা রোডের বাসিন্দা ওয়াসিম আক্রম তার সাথে বন্ধুত্ব করে বলেন যে তিনি DSP(DURGAPUR STEEL PLANT)তে চাকরী পাইয়ে দিতে পারেন। এইভাবে প্রথমে একজন ও পরে এই ভাবে আরো প্রায় ১৪ জনের থেকে প্রায় ৬২ লাখ টাকা আত্মসাৎ করেন । দিনের পর দিনের চাকরি না হওয়ায় সন্দেহ হয় তাদের। খোঁজ নিয়ে জানতে পারেন কাদারোডের ওই ব্যক্তিটি এক জন প্রতারক। চাকরির নামে আর বহু লোকের কাছ থেকে টাকা নিয়েছে বলেও জানতে পারেন অন্ডালের বাসিন্দারা।
বেকারত্বের যন্ত্রনা থেকে মুক্তি পেতেই চাকরি পাবার আসায় সর্বস্ব খুইয়ে প্রতারিত হায়েছেন তারা। তাই এই বিষয়ে অন্ডাল থানায় দুদিন আগেই অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়েই তৎপর অন্ডাল থানার পুলিশ অভিযুক্ত ওয়াসিম আক্রম কে গ্রেপ্তার করে। অভিযোগকারী গিয়াসুর রহমান রা জানান অভিযুক্ত আক্রমের সঙ্গে cisf এর পোশাক পড়া এক ব্যক্তি ও আসতেন টাকা নেবার সময় । সেই ব্যক্তির কাছে পিস্তল ও থাকত বলে জানান অভিযোগকারীরা । সেই জালেই পা দিয়েছিলেন প্রতারিতরা । তারা ভেবেছিলেন নিশ্চয় তারা কোনো প্রভাব শালী ব্যক্তির সাথে যুক্ত এবং এই ভেবেই তারা চাকরির জন্য টাকা দিয়েছেন । কিন্তু স্বপ্ন ভাঙ্গ হতে বেশি দেরি হয়নি চাকরির জন্য নিঃস্ব হয়ে টাকা দেওয়া ব্যক্তিদের।
এখন তাদের একটায় দাবি চাকরী নয় তারা তাদের টাকা ফেরৎ চান ও দোষীদের কঠিন শাস্তি চান ।
ধৃত জালিয়াত ব্যক্তি ওয়াসিম আক্রম কে আজ অন্ডাল থানার পুলিশ দুর্গাপুর আদালতে তোচাকরি পাইয়ে দেবার নামে প্রায় কোটি টাকার ঘোটালা। শ্রীঘরে অভিযুক্ত ।
সোমনাথ মুখার্জী, অন্ডাল - অন্ডাল এলাকার বিভিন্ন জায়গা থেকে প্রায় ১৫ জনের থেকে দুর্গাপুরের ডিএসপি তে চাকরী পাইয়ে দেবার নাম করে দুর্গাপুরের কাদা রোডের বাসিন্দা ওয়াসিম আক্রম নামে এক ব্যক্তি প্রায় ৬২ লাখ টাকার ঘোটালা করে ।
অভিযোগ কারীদের দাবী এই আক্রম ব্যক্তির সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে ,তাদের মধ্যে cisf এর একজন উচ্পদস্থ আধিকারিকের জড়িত থাকার কথা প্রকাশ্যে আসছে। অভিযোগকারী মৌলানা গিয়াসুর রহমান বলেন ,কাদা রোডের বাসিন্দা ওয়াসিম আক্রম তার সাথে বন্ধুত্ব করে বলেন যে তিনি dsp তে চাকরী পাইয়ে দিতে পারেন। এইভাবে প্রথমে একজন ও পরে এই ভাবে আরো প্রায় ১৪ জনের থেকে প্রায় ৬২ লাখ টাকা আত্মসাৎ করেন । দিনের পর দিনের চাকরি না হওয়ায় সন্দেহ হয় তাদের। খোঁজ নিয়ে জানতে পারেন কাদা রোডের ওই ব্যক্তিটি একটা ফ্রড ব্যক্তি ও কাজই চাকরির নামে লোকের কাছ থেকে টাকা নিয়ে চম্পট
দেওয়া ।
নিরুপায় হয়ে চাকরি পাবার আসায় সর্বস্ব খুইয়ে টাকা দিয়ে প্রতারিত হায়েছেন তারা। তাই এই বিষয়ে অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়েই তৎপর অন্ডাল থানার পুলিশ অভিযুক্ত ওয়াসিম আক্রম কে গ্রেপ্তার করে। অভিযোগ কারী গিয়াসুর রহমান রা জানান অভিযুক্ত আক্রমের সঙ্গে cisf এর পোশাক পড়া এক ব্যক্তি ও আসতেন টাকা নেবার সময় । সেই ব্যক্তির কাছে পিস্তল ও থাকত বলে জানান অভিযোগকারীরা । সেই জালেই পা দিয়েছিলেন প্রতারিতরা । তারা ভেবেছিলেন নিশ্চয় তারা কোনো প্রভাব শালী ব্যক্তিদের চাকরির জন্য টাকা দিয়েছেন । কিন্তু স্বপ্ন ভাঙ্গ হতে বেশি দেরি হয়নি চাকরির জন্য নিঃস্ব হয়ে টাকা দেওয়া ব্যক্তিদের।
এখন তাদের একটায় দাবি চাকরী নয় তারা তাদের টাকা ফেরৎ চান ও দোষীদের কঠিন শাস্তি চান ।
ধৃত ব্যক্তি ওয়াসিম আক্রম কে আজ অন্ডাল থানার পুলিশ দুর্গাপুর আদালতে তোলে। আদালতের কাছে ধৃত ব্যক্তির ১৪ দিনের পুলিশ হেফাজতের আর্জি জানায় অন্ডাল থানার পুলিশ । কারণ অভিযুক্ত ওয়াসিম আক্রম এর সাথে আর কারা কারা এই কারবারে জড়িত আছে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা,এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত মূল পান্ডায় বা কে তাকে খুঁজে বের করা । পুরো ঘটনার তদন্তে নেমেছে অন্ডাল থানার পুলিশ ।Body:হConclusion:গ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.