ETV Bharat / state

"গো ব্যাক অগ্নিমিত্রা", ধস কবলিত এলাকায় বিক্ষোভের মুখে বিধায়ক - অগ্নিমিত্রাকে ঘিরে বিক্ষোভ

তাঁকে ঘিরে বিক্ষোভ নিয়ে তৃণমূলের হাত দেখছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ গতকাল রাতেই তিনি আসতেন বলেও জানালেন ৷ একইসঙ্গে পুনর্বাসন নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন ৷

অগ্নিমিত্রা পল
অগ্নিমিত্রা পল
author img

By

Published : Sep 13, 2021, 7:00 PM IST

আসানসোল, 13 সেপ্টেম্বর : ধস কবলিত কালিপাহাড়ি নিউ ঘুসিক এলাকা পরিদর্শনে গিয়ে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল । তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা । গো ব্যাক স্লোগান দেওয়া হয় । যদিও অগ্নিমিত্রার দাবি, তৃণমূল রাজনীতি করতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে ।

গতকাল রাতে ওই এলাকায় ধস নামে । সকাল থেকেই বাসিন্দারা আতঙ্কে এলাকা ছাড়তে শুরু করেন । বাসিন্দাদের পুনর্বাসনের দিকটি দেখা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে । যদিও এখনও পর্যন্ত কোনও ইসিএল আধিকারিক এলাকায় পৌঁছাননি । বাসিন্দাদের অভিযোগ, কোনও বিজেপি নেতা কর্মীকেও তাঁরা পাশে পাননি । আর তাই আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল এলাকায় যেতেই স্থানীয়রা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান ৷

ধস কবলিত এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল

স্থানীয় বাসিন্দা ইন্দ্রজিৎ বাউরির বাড়িতে বড় ফাটল দেখা দিয়েছে । তিনি অগ্নিমিত্রাকে বলেন, "আমার নিজের বাড়িতে ফাটল । অথচ গতকাল রাত থেকে কোনও বিজেপি নেতা আমার বাড়ি আসেননি ।" অগ্নিমিত্রা পালটা দাবি করেন, বিজেপি কর্মীরা রাতেই এলাকায় গিয়ে তাঁকে ভিডিয়ো কল করে সব দেখায় । রাতেই তিনি আসতেন । কিন্তু সকালের জন্য অপেক্ষা করছিলেন তিনি । অগ্নিমিত্রা পল পুনর্বাসন নিয়ে প্রশ্ন তোলেন ৷ তিনি বলেন, "কেন্দ্র টাকা দিলেও এখনও রাজ্য কেন পুনর্বাসনের ব্যবস্থা করল না। সিপিআইএমের আমলে টাকা এসেছে পুনর্বাসন প্রকল্পের ৷ আর তৃণমূল সরকারের 8 বছর লেগে গেল বাড়ি বানাতে । বাড়ি বানানো হলেও কেন এদের সরিয়ে নিয়ে যাওয়া হল না ? দুর্ঘটনার জন্য সবাই কি অপেক্ষা করছিলেন ?"

ইসিএল আধিকারিকরা কেন আসেননি, এই প্রশ্নে অগ্নিমিত্রা পল বলেন, "আমি তো এসেছি । আমি ইসিএলের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি । দোষারোপ দিয়ে লাভ নেই । কিভাবে সমাধান করা যায়, সেটাই আগে ভাবতে হবে ।"

আরও পড়ুন : Asansol Landslide: কালীপাহাড়ির কোলিয়ারিতে ধস, ক্ষতিগ্রস্ত 15টি বাড়ি

আসানসোল, 13 সেপ্টেম্বর : ধস কবলিত কালিপাহাড়ি নিউ ঘুসিক এলাকা পরিদর্শনে গিয়ে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল । তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা । গো ব্যাক স্লোগান দেওয়া হয় । যদিও অগ্নিমিত্রার দাবি, তৃণমূল রাজনীতি করতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে ।

গতকাল রাতে ওই এলাকায় ধস নামে । সকাল থেকেই বাসিন্দারা আতঙ্কে এলাকা ছাড়তে শুরু করেন । বাসিন্দাদের পুনর্বাসনের দিকটি দেখা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে । যদিও এখনও পর্যন্ত কোনও ইসিএল আধিকারিক এলাকায় পৌঁছাননি । বাসিন্দাদের অভিযোগ, কোনও বিজেপি নেতা কর্মীকেও তাঁরা পাশে পাননি । আর তাই আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল এলাকায় যেতেই স্থানীয়রা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান ৷

ধস কবলিত এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল

স্থানীয় বাসিন্দা ইন্দ্রজিৎ বাউরির বাড়িতে বড় ফাটল দেখা দিয়েছে । তিনি অগ্নিমিত্রাকে বলেন, "আমার নিজের বাড়িতে ফাটল । অথচ গতকাল রাত থেকে কোনও বিজেপি নেতা আমার বাড়ি আসেননি ।" অগ্নিমিত্রা পালটা দাবি করেন, বিজেপি কর্মীরা রাতেই এলাকায় গিয়ে তাঁকে ভিডিয়ো কল করে সব দেখায় । রাতেই তিনি আসতেন । কিন্তু সকালের জন্য অপেক্ষা করছিলেন তিনি । অগ্নিমিত্রা পল পুনর্বাসন নিয়ে প্রশ্ন তোলেন ৷ তিনি বলেন, "কেন্দ্র টাকা দিলেও এখনও রাজ্য কেন পুনর্বাসনের ব্যবস্থা করল না। সিপিআইএমের আমলে টাকা এসেছে পুনর্বাসন প্রকল্পের ৷ আর তৃণমূল সরকারের 8 বছর লেগে গেল বাড়ি বানাতে । বাড়ি বানানো হলেও কেন এদের সরিয়ে নিয়ে যাওয়া হল না ? দুর্ঘটনার জন্য সবাই কি অপেক্ষা করছিলেন ?"

ইসিএল আধিকারিকরা কেন আসেননি, এই প্রশ্নে অগ্নিমিত্রা পল বলেন, "আমি তো এসেছি । আমি ইসিএলের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি । দোষারোপ দিয়ে লাভ নেই । কিভাবে সমাধান করা যায়, সেটাই আগে ভাবতে হবে ।"

আরও পড়ুন : Asansol Landslide: কালীপাহাড়ির কোলিয়ারিতে ধস, ক্ষতিগ্রস্ত 15টি বাড়ি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.