আসানসোল, 23 মার্চ : কোরোনা নিয়ে গোটা দেশজুড়ে আতঙ্ক। রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত প্রশাসনিক আধিকারিকদের আরও বেশি করে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। আর সেখানেই বিপরীত পরিস্থিতি পশ্চিম বর্ধমান জেলায়। কোরোনা নিয়ে জেলার পরিস্থিতি কতটা উদ্বিগ্নজনক কিংবা কোরোনা মোকাবিলা করতে জেলা প্রশাসন কী উদ্যোগ নিয়েছে তার কোনও তথ্যই দিতে চাইছে না পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন।
সূত্রে খবর, জেলা প্রশাসন কোরোনা নিয়ে একটি গ্রুপ তৈরি করে, জেলায় কোরোনা মোকাবিলা করার ক্ষেত্রে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে নাকি পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন । সেই বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে জেলা প্রশাসন দপ্তরের বেশিরভাগ অফিসে দেখা গেল কর্মীই নেই ।
অন্য দিকে যেখানে যেকোনও জমায়েত থেকে বিরত থাকতে বলছে রাজ্য সরকার সেখানে দেখা গেল বিনা সাবধানতাই জেলাশাসকের দপ্তর থেকে বেরোচ্ছে কাতারে কাতারে মানুষ । তিনি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছেন । বৈঠক করছেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে । কোনওরকমের সাবধানতা সেখানে গ্রহণ করতে দেখা গেল না । আমরা কথা বলতে চাই জেলাশাসক শশাঙ্ক শেট্টির সঙ্গে ।
দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয় সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলবেন না ৷ যা বলার তা অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে কথা বলে জানতে হবে । অতিরিক্ত জেলাশাসকের দপ্তরে জানিয়ে দেওয়া হয় যে তিনি নেই এবং বদলির কারণে তিনি নতুন দায়িত্ব পেয়েছেন ৷ এখনও পর্যন্ত তিনি দায়িত্বভার গ্রহণ করেননি । জেলাশাসকের দপ্তরে ফিরে এসে তার দপ্তরের বাইরে থেকে ফোন করার চেষ্টা করলেও পাওয়া যায়নি ৷
জেলায় কোরোনা পরিস্থিতি কী তা নিয়ে খোদ জেলা প্রশাসন কিছু জানাতে চাইছেন না । মানুষজনের কাছেও পরিষ্কার নয় চিত্র । এমতাবস্থায় সাধারণ মানুষ কীভাবে সচেতন হবেন সেই প্রশ্ন সামনে এল ।