জামুড়িয়া, 18 সেপ্টেম্বর: জামুড়িয়ার ইসিএলের সাতগ্রাম এরিয়ার নিমডাঙ্গা কোলিয়ারিতে ভোর নাগাদ কয়লা খনির ভেতরে চাল ধসে মৃত্যু হল একজনের (One dies in Collapse at ECL coal mine in Jamuria) । দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুজন । আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য ।
ইসিএল চত্বরে মৃতদেহ সামনে রেখে বিক্ষোভ দেখাতে থাকে কয়লা খনির শ্রমিকরা ৷ ইসিএল কর্তৃপক্ষের গাফিলতির জেরে এই দুর্ঘটনা ঘটেছে বলে তাঁদের অভিযোগ । শ্রমিক নেতা রাজেন্দ্রপ্রসাদ চট্টোপাধ্যায় বলেন, "খনির ভেতরে কয়লা কাটা সময় হঠাতই চাল ধসে পড়ে । এরপর 2 জন শ্রমিককে বাঁচাতে গিয়ে কয়লা চাঁপা পড়ে মৃত্যু হয় এক শ্রমিকের ।"
আরও পড়ুন: স্কুলের টিউবয়েল থেকে ঝাঁঝালো গ্যাস, আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে চাঞ্চল্য
জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম সদাগর ভুঁইয়া (45) । ইতিমধ্যে গুরুতর আহত অবস্থায় শ্রমিকদের চিকিৎসার জন্য ইসিএলের কালা হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে । দুর্ঘটনার খবর পেয়েই অন্যান্য কয়লা শ্রমিকেরা বিক্ষোভ দেখাতে শুরু করে কোলিয়ারির ম্যানেজারকে ঘিরে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামুড়িয়া থানার পুলিশ ও ইসিএলের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী । ঘটনা কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ইসিএলেরর নিমডাঙ্গা কোলিয়ারিতে ।