ETV Bharat / state

নচিকেতার গলায় "অ্যান্টিমমতা" সুর ! গান বাঁধলেন কাটমানি নিয়ে

রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে 'কাটমানি' নিয়ে গান ধরলেন নচিকেতা ।

নচিকেতা
author img

By

Published : Jun 22, 2019, 7:09 PM IST

Updated : Jun 22, 2019, 8:45 PM IST

আসানসোল, 22 জুন : 'প্রশ্ন করো না, তাহলেই তুমি মাওবাদী সন্ত্রাসী' মমতাকে কটাক্ষ করে এই গানটি বেঁধেছিলেন পল্লব কীর্ত্তনিয়া । এবার কাটমানি ইশুতে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে গান বাঁধলেন নচিকেতা । সম্প্রতি দলের কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'কাটমানি' ফেরত দেওয়ার নির্দেশ দেন । এরপরেই রাজ্যের বিভিন্ন জায়গায় কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় । এই পরিস্থিতিকে সামনে রেখেই কাটমানি নিয়ে গান বেঁধেছেন নচিকেতা । ইতিমধ্যেই তাঁর সেই গান নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের BJP সাংসদ বাবুল সুপ্রিয়।

ভিডিয়োয় শুনুন নচিকেতার গান

2011 সালে রাজ্যে কাস্তে-হাতুড়ি থেকে ঘাসফুলে পরিবর্তনের আন্দোলনে নচিকেতা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন । সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন তিনি । বিভিন্ন ইশুতে মমতাকে সমর্থন করেছিলেন বাংলার এই জনপ্রিয় গায়ক । এমনকি শহিদ দিবসের অনুষ্ঠানে মমতার পাশে একাধিকবার দেখা গেছিল তাঁকে । তাহলে এখন কেন তাঁর গলায় "অ্যান্টিমমতা" সুর ? "দাদারা অথবা দিদিমণি" , "মন্ত্রী অথবা আমলা" কাউকেই ছেড়ে কথা বলেননি তিনি । তাহলে কি এবার BJP-র দিকে ঝুঁকছেন গায়ক ? এই প্রশ্নের উত্তরে নচিকেতা বলেন, "আমি এখনও মমতারই পক্ষে । আমি স্বচ্ছতা ও সততার পক্ষে । আমার মনে হয় মমতা ব্যানার্জির কাউকে দরকার নেই । উনি একাই একশো ।"

নচিকেতা আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেটাই আমার বক্তব্য । কাটমানি ফেরত দিন । যারা কাটমানি নিচ্ছে তাদের চিহ্নিত করুন । এদের দরকার নেই, এরা পরিবর্তনের পক্ষে ছিল না । পরিবর্তনের পক্ষে আমরাই ছিলাম ।"

আসানসোল, 22 জুন : 'প্রশ্ন করো না, তাহলেই তুমি মাওবাদী সন্ত্রাসী' মমতাকে কটাক্ষ করে এই গানটি বেঁধেছিলেন পল্লব কীর্ত্তনিয়া । এবার কাটমানি ইশুতে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে গান বাঁধলেন নচিকেতা । সম্প্রতি দলের কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'কাটমানি' ফেরত দেওয়ার নির্দেশ দেন । এরপরেই রাজ্যের বিভিন্ন জায়গায় কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় । এই পরিস্থিতিকে সামনে রেখেই কাটমানি নিয়ে গান বেঁধেছেন নচিকেতা । ইতিমধ্যেই তাঁর সেই গান নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের BJP সাংসদ বাবুল সুপ্রিয়।

ভিডিয়োয় শুনুন নচিকেতার গান

2011 সালে রাজ্যে কাস্তে-হাতুড়ি থেকে ঘাসফুলে পরিবর্তনের আন্দোলনে নচিকেতা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন । সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন তিনি । বিভিন্ন ইশুতে মমতাকে সমর্থন করেছিলেন বাংলার এই জনপ্রিয় গায়ক । এমনকি শহিদ দিবসের অনুষ্ঠানে মমতার পাশে একাধিকবার দেখা গেছিল তাঁকে । তাহলে এখন কেন তাঁর গলায় "অ্যান্টিমমতা" সুর ? "দাদারা অথবা দিদিমণি" , "মন্ত্রী অথবা আমলা" কাউকেই ছেড়ে কথা বলেননি তিনি । তাহলে কি এবার BJP-র দিকে ঝুঁকছেন গায়ক ? এই প্রশ্নের উত্তরে নচিকেতা বলেন, "আমি এখনও মমতারই পক্ষে । আমি স্বচ্ছতা ও সততার পক্ষে । আমার মনে হয় মমতা ব্যানার্জির কাউকে দরকার নেই । উনি একাই একশো ।"

নচিকেতা আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেটাই আমার বক্তব্য । কাটমানি ফেরত দিন । যারা কাটমানি নিচ্ছে তাদের চিহ্নিত করুন । এদের দরকার নেই, এরা পরিবর্তনের পক্ষে ছিল না । পরিবর্তনের পক্ষে আমরাই ছিলাম ।"

Intro:ফের শিরোনামে নচিকেতা। রাজ্যে ঘটে চলা বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে “কাটমানি” নিয়ে নচিকেতার একটি বিতর্কিত গান ইতিমধ্যেই ভাইরাল। গানটি ফেসবুকে ইতিমধ্যেই শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে নচিকেতা গিটার হাতে বসে। সম্ভবত মোবাইলেই গানটি রেকর্ড হয়েছে।
নচিকেতা গাইছেন
“খেয়েছেন যারা কাটমানি
দাদারা অথবা দিদিমনি।
এসেছে সময়, গতিময়
দাঁত ক্যালাতে ক্যালাতে
ফেরত দিন, আসছে দিন।
মন্ত্রী অথবা আমলা
জনরোষ এবার সামলা
তুলবে চামড়া, অসাধু দামড়া
বাতাসে বাজছে রুদ্রবীন
আসছে দিন।
এতদিন যারা করেছে সেলাম
ভয়েতে থেকেছে বাধ্য গোলাম
এখন তাদের মুখেতে প্রশ্ন
উত্তর আছে কি?
লালবাতি জ্বলা গাড়ি চড়ো
মানুষকে বোকা মনে করো
সেই মানুষ আজ বাঁশ হাতে
তোমার পেছনটা ঢাকা কি
খেটে মরে হাস, আপনারা ডিম
খেয়ে যাচ্ছেন বহুদিন
আসছে দিন..”
প্রশ্ন উঠছে নচিকেতা কি তবে আবার পরিবর্তনেরই ইঙ্গিত দিলেন?
১৯৯৩ সালে নচিকেতার বাংলা গানে আবির্ভাব। এসেই সমাজের ব্যাধি গুলিকে সরাসরি সহজ সরল ভাষায় গানের মধ্যে নিয়ে এসে প্রতিবাদি জীবনমুখী গায়ক হিসেবে অল্পদিনেই পরিচিত হয়ে যান। তার গানে মন্ত্রী, আমলা থেকে শুরু করে সরকারী কর্মচারী, পুলিশ, ডাক্তার, উকিল, সাংবাদিক কাউকেই কটাক্ষ করতে ছাড়েননি। ২০১১ সালে বাম শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে মমতা স্বপক্ষে রাজ্যে পরিবর্তন চেয়েছিলেন নচিকেতা। তারপর থেকে সরাসরি রাজনৈতিক ভাবে আসরে না নামলেও মমতার সমর্থক হিসেবে তাঁর পাশে পাশেই দেখা গেছে। কিন্তু এই গানে দাদা ও দিদিমনি বলতে কি ইঙ্গিত দিলেন নচিকেতা?
ইটিভি ভারতকে অবশ্য ফোনে শিল্পী নচিকেতা জানিয়েছেন, “আমি এখনও মমতার পক্ষেই। আমি স্বচ্ছতা ও সততার পক্ষে। আমার মনে হয় মমতা ব্যানার্জীর কাউকে দরকার নেই। উনি একাই একশো।”
নচিকেতা আরও বলেন, “মমতা ব্যানার্জী যা বলছেন সেটাই আমার বক্তব্য। কাটমানি ফেরত দিন। যারা কাটমানি নিচ্ছে তাদের চিহ্নিত করুন। এদের দরকার নেই, এরা পরিবর্তনের পক্ষে ছিল না। পরিবর্তনের পক্ষে আমরাই ছিলাম।”
Body:..Conclusion:
Last Updated : Jun 22, 2019, 8:45 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.