আসানসোল, 3 জুলাই : আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য তবাসুম আরার ভ্যাকসিন দেওয়ার ঘটনা সামনে আসতেই তাঁকে এবং এক চিকিৎসক ও দুই স্বাস্থ্যকর্মীকে শোকজ করল আসানসোল পৌরনিগম । আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, "আমি তবাসুম আরাকে শোকজ করেছি এবং পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক দীপক গঙ্গোপাধ্যায় এক চিকিৎসক সহ দুই নার্সকে শোকজ করেছেন। কেন এই ঘটনা ঘটেছে তার কারণ দর্শাতে বলা হয়েছে দুদিনের মধ্যে । "
এক মহিলাকে নিজের হাতে ভ্যাকসিন দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য তবাসুম আরা ৷ স্বাস্থ্যকর্মী না হয়েও কীভাবে ভ্যাকসিন দিলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
কুলটি থানার অন্তর্গত চবকা যৌনপল্লীতে আসানসোল দুর্বার সমিতি ও আসানসোল পৌরনিগমের উদ্যোগে টিকাকরণ শিবিরের আয়োজন করা হয় । শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ।
ওই শিবিরেই যান তৃণমূল নেত্রী তথা আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্যা তবাসুম আরা । উপস্থিত সকলকে চমকে দিয়ে স্বাস্থ্যকর্মীর হাত থেকে সিরিঞ্জ নিয়ে এক মহিলার হাতে সুঁচ ফুটিয়ে দেন তিনি । ঘটনা প্রকাশ্যে আসার পরেই তুমুল বিতর্ক শুরু হয়।
তবাসুম আরা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী নন । তাহলে কী করে তিনি ভ্যাকসিন দিয়ে দিলেন সে নিয়ে প্রশ্ন উঠছে । কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার বলেন ," উনি পৌরনিগমের দায়িত্বশীল পদে থেকে কীভাবে এই নিন্দনীয় কাজ করলেন তা ভেবেই আশ্চর্য লাগছে । যার যা কাজ সেটাই করা উচিত ।"
আরও পড়ুন : এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ বক্সার মণিকার, সংবর্ধনা জানাল চিত্তরঞ্জন লোকোমোটিভ
তবে ভ্যাকসিন দেওয়ার কথা অস্বীকার করেন তবাসুম আরা ৷ তাঁর দাবি, সচেতনতা বাড়াতে তিনি সিরিঞ্জ হাতে নিয়েছিলেন ৷ এছাড়া স্কুলে পড়ার সময় তিনি ফার্স্ট এইড ট্রেনিং নিয়েছিলেন বলে জানিয়েছেন তবাসুম ৷ আসানসোল পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক দীপক গঙ্গোপাধ্যায়কে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, " আমি এ বিষয়ে কোনও মন্তব্য করব না । তবে ভ্যাকসিন স্বাস্থ্যকর্মীদেরই দেওয়ার কথা ।"
বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই নড়েচড়ে বসে আসানসোল পৌরনিগম ৷ তবাসুম আরা সহ পৌরনিগমের চিকিৎসক অপূর্বকুমার পান এবং দুই স্বাস্থ্যকর্মী মোনালি ভট্টাচার্য ও শাহনওয়াজ পরভিনকে শোকজ করা হয় ।