দুর্গাপুর, 3 জুলাই: গত 29 জুন দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, পশ্চিম বর্ধমান জেলার অনেক বেসরকারি কারখানা ঠিকা শ্রমিকদের পে-স্লিপ না দেওয়ার কারণে শ্রমিকরা অনেককিছু জানতে পারছেন না। মুখ্যমন্ত্রী, মন্ত্রী মলয় ঘটককে এই সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ দেন ৷ সেইমতো রবিবার তিনি বৈঠক করেন (Moloy Ghatak Held an Urgent Meeting After CM Mamata Banerjee Order)।
মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে মান্যতা দিয়ে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে পশ্চিম বর্ধমান জেলার প্রায় 56টি কল-কারখানার প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, জেলা আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক-সহ বিভিন্ন কল-কারখানা কর্তৃপক্ষ ও প্রতিনিধিরা।
আরও পড়ুন : মাঝরাতে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকল লোক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
মূলত কারখানাগুলোতে পে-স্লিপ এবং স্থানীয়দের চাকরির অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়। এছাড়াও কারখানাগুলোর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে সেই বিষয়গুলি নিয়েও আলোচনা হয় বলে সূত্রের খবর। দুর্গাপুর ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিকদের নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না এমন অভিযোগ শুনে মন্ত্রী বলেন, "আমরা জানি ওই সংস্থা কেন্দ্রীয় সরকারের সংস্থা তবুও আমরা বিষয়টি দেখব।"