আসানসোল, 18 মে: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় অনুষ্ঠান। মঞ্চে নেতাকর্মীদের ভিড়। অথচ সেই মঞ্চ থেকেই নামিয়ে দেওয়া হয়েছে আরেক সাংসদ শত্রুঘ্ন সিনহার ছায়াসঙ্গী তথা আপ্ত সহায়ক 'কুট্টি'-কে৷ শুধু তাই নয় ডি-জোনের ভিতরে তিনি চেয়ার নিয়ে বসতে গেলেও তাঁকে বাধা দেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে চেয়ারও ৷ বুধবার আসানসোলের জামুড়িয়ায় এমনই ছবি ধরা পড়েছে ইটিভি ভারতের ক্যামেরায় ৷
বুধবার আসানসোলের জামুড়িয়ার কেন্দাতে লিট্টি চোখা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তৃণমূল বিধায়ক হরেরাম সিং। উপস্থিত হয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। তাঁর নিজের সহযোগিতার জন্যই কুট্টিকে তিনি নিয়ে গিয়েছিলেন। আসলে সাংসদ শত্রুঘ্ন সিনহাকে যাঁরা চেনেন বা যাঁরা দেখেছেন তাঁরা শত্রুঘ্ন সিনহার দু'জন সহযোগীকেও চেনেন। তারই মধ্যে একজন 'কুট্টি' বলে পরিচিত। সাংসদের যাবতীয় সহযোগিতা এই কুট্টি করেন। অ্যাপোয়েন্টমেন্ট থেকে শুরু করে ফোন ধরা, কাগজপত্র, কর্মসূচি সামলানো সব। এমনকি শত্রুঘ্ন সিনহার হাঁটুতে সমস্যা থাকার কারণে সাংসদকে গাড়িতে চড়িয়ে দেওয়া, বসানো, স্টেজে বক্তব্য দিতে উঠলে তাঁকে ধরে সাহায্য করা, সবকিছুতেই ছায়ার মত সঙ্গে থাকেন কুট্টি।
কিন্তু জামুড়িয়ার সভায় শত্রুঘ্নর ছায়াসঙ্গী কুট্টি জায়গা পেলেন না সভাস্থলে ৷ এমনকি বাকবিতণ্ডাও নজরে এসেছে ৷ ইটিভি ভারতের ক্যামেরায় ধরা পড়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, বুধবার অনুষ্ঠান শুরুর সময় মঞ্চে উপস্থিত হল আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা ৷ ছিলেন ছায়াসঙ্গী কুট্টিও ৷ মঞ্চে সাংসদ শত্রুঘ্ন সিনহার পিছনেই বসেন তিনি। তখনও মঞ্চে অভিষেক আসেননি। কিন্তু তার আগেই কুট্টিকে মঞ্চ থেকে নামিয়ে দেয় অভিষেকের সিকিউরিটি গার্ড। শুধু তাই নয়, এরপর তিনি মঞ্চ থেকে দূরে ডি-জোনের ভিতরেই চেয়ার নিয়ে বসতে যান। সেখান থেকেও তাঁকে তুলে দেওয়া হয়। এমন কি চেয়ার সরিয়ে ফেলা হয়। এই ঘটনার পর বিষয়টি নিয়ে বচসা বেঁধে যায় কুট্টি ও অভিষেকের সিকিউরিটি অফিসারদের সঙ্গে। বিষয়টি মঞ্চ থেকেই নজরে পড়ে শত্রুঘ্ন সিনহার। তিনি অভিষেকের সিকিউরিটির দায়িত্বে থাকা অফিসারকে ডেকে পাঠান। বিষয়টিতে সাংসদ শত্রুঘ্ন সিনহাও ক্ষুব্ধ বোঝা যায়। শেষ পর্যন্ত কুট্টিকে ডি-জোনে বসতে দেওয়া হয়।
আরও পড়ুন: অভিষেক উপস্থিত থাকার সময়ই অধিবেশন স্থলে ভূলুণ্ঠিত তৃণমূলের পতাকা !
প্রশ্ন উঠছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এসে দাঁড়িয়ে বলছেন "কেনই বা মঞ্চের আয়োজন, আমি তো লিটি চোখা খেতে মানুষের মাঝখানে যেতে চেয়েছিলাম।" সেখানে আরও একজন সাংসদের সর্বক্ষণের সহযোগীকে এইভাবে সরিয়ে দেওয়া হয়েছে কেন? একজন সাংসদে নিরাপত্তার জন্য অন্য আরেকজন সাংসদের সহযোগীকে সরিয়ে দেওয়া কি কাম্য? এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।