ETV Bharat / state

মে দিবসে খালি পেটে হেঁটেই বাড়ির পথে ভিনরাজ্যের শ্রমিকরা - আসানসোল

আজ বেলা গড়াতেই হেঁটেই বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন 15 জন শ্রমিক । কেউ যাবেন  গিরিডি কেউ বা বিহারের প্রত্যন্ত গ্রামে ।

Migrant workers
Migrant workers
author img

By

Published : May 1, 2020, 9:53 PM IST

আসানসোল, 1 মে: মালিক তাঁদের কষ্টের কথা শোনেনি । কারও সহযোগিতাও মেলেনি । উপায় না দেখে হেঁটেই বাড়ি ফিরে যাচ্ছেন বিহারের 15 জন শ্রমিক ।

লকডাউনে গাড়ি চলাচল বন্ধ । তাই হেঁটেই 2 নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন 15 জন শ্রমিক । যদিও তাঁরা বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত পার হতে পারবেন কি না তা নিশ্চিত নয় । তাও নিরুপায় হয়েই হেঁটে চলেছেন তাঁরা । মে দিবসে এই ছবি চোখে পড়ল আসানসোলে ।

রানিগঞ্জের মঙ্গলপুর এলাকায় একটি সংস্থায় কাজ করতেন 15 জন ভিনরাজ্যের শ্রমিক । তাঁদের মধ্যে অধিকাংশই বিহারের বাসিন্দা । দেড়মাস ধরে কারখানা বন্ধ । কবে খুলবে কেউ জানে না । কারখানার মালিকের পক্ষ থেকে কোনও আশ্বাস মেলেনি । সরকারি সাহায্যও কিছু পায়নি বলে অভিযোগ । তাই আজ বেলা গড়াতেই হেঁটেই বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা । কেউ যাবে মজফফরপুর, গিরিডি কেউ বা বিহারের প্রত্যন্ত গ্রামে ।

কিন্তু হেঁটে যাবেন কীভাবে ? রাজকুমার সিং, মনু সিং, সুনীল পাসওয়ানরা বলেন, এছাড়া আর কোনও উপায় নেই । হাতের টাকা শেষ হয়ে যাওয়ায় খালি পেটে থাকতে হচ্ছে । তাই বাড়ি ফিরে যাওয়া ছাড়া বাঁচার উপায় দেখছেন না তাঁরা ।

আসানসোল, 1 মে: মালিক তাঁদের কষ্টের কথা শোনেনি । কারও সহযোগিতাও মেলেনি । উপায় না দেখে হেঁটেই বাড়ি ফিরে যাচ্ছেন বিহারের 15 জন শ্রমিক ।

লকডাউনে গাড়ি চলাচল বন্ধ । তাই হেঁটেই 2 নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন 15 জন শ্রমিক । যদিও তাঁরা বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত পার হতে পারবেন কি না তা নিশ্চিত নয় । তাও নিরুপায় হয়েই হেঁটে চলেছেন তাঁরা । মে দিবসে এই ছবি চোখে পড়ল আসানসোলে ।

রানিগঞ্জের মঙ্গলপুর এলাকায় একটি সংস্থায় কাজ করতেন 15 জন ভিনরাজ্যের শ্রমিক । তাঁদের মধ্যে অধিকাংশই বিহারের বাসিন্দা । দেড়মাস ধরে কারখানা বন্ধ । কবে খুলবে কেউ জানে না । কারখানার মালিকের পক্ষ থেকে কোনও আশ্বাস মেলেনি । সরকারি সাহায্যও কিছু পায়নি বলে অভিযোগ । তাই আজ বেলা গড়াতেই হেঁটেই বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা । কেউ যাবে মজফফরপুর, গিরিডি কেউ বা বিহারের প্রত্যন্ত গ্রামে ।

কিন্তু হেঁটে যাবেন কীভাবে ? রাজকুমার সিং, মনু সিং, সুনীল পাসওয়ানরা বলেন, এছাড়া আর কোনও উপায় নেই । হাতের টাকা শেষ হয়ে যাওয়ায় খালি পেটে থাকতে হচ্ছে । তাই বাড়ি ফিরে যাওয়া ছাড়া বাঁচার উপায় দেখছেন না তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.