ETV Bharat / state

লকডাউনের জের, কুলটিতে মেলায় এসে আটকে ভিন জেলার ব্যবসায়ীরা

author img

By

Published : Apr 15, 2020, 9:46 PM IST

পূর্ব মেদিনীপুরের কয়েকজন ব্যবসায়ী কুলটির মিঠানির মেলায় দোকানে দিতে এসেছিলেন । লকডাউনের জেরে আপাতত সেখানেই আটকে রয়েছেন তাঁরা ।

ছবি
ছবি

কুলটি, 15 এপ্রিল : কুলটিতে মেলায় দোকান দিতে এসেছিলেন । কিন্তু লকডাউনের জেরে আটকে পড়েছেন ভিন জেলার ব্যবসায়ীরা । মেলা হয়নি। তাই কিছু বিক্রিও হয়নি । হাতে থাকা টাকাও সব শেষ। তাই অর্ধাহারেই দিন কাটাতে হচ্ছে তাঁদের। শেষে এলাকারই কয়েকজন ও স্বেচ্ছাসেবী সংগঠন তাঁদের পাশে দাঁড়িয়েছে । দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী । কুলটির মিঠানির ঘটনা।

গতমাসের শেষ দিকে কুলটির মিঠানিতে গ্রামীণ উৎসব ছিল। 60 বছর ধরে প্রতিবছর এই উৎসব হয় । আর উৎসব উপলক্ষ্যে বড় মেলা বসে মিঠানির মাঠে। কিন্তু কোরোনা আতঙ্কে এবার শেষ মুহূর্তে বন্ধ হয়ে যায় মেলা । ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার চপ, মথুরার কেক নিয়ে বেশ কয়েকজন ব্যবসায়ী মিঠানি মেলার মাঠে পৌঁছে যায় । কিন্তু, লকডাউনের জেরে আর বাড়ি ফেরা হয়নি । আপাতত পরিবার নিয়েই মিঠানির মাঠে রয়েছেন তাঁরা ।

এলাকার কয়েকজন ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই সব মানুষদের সাহায্য করতে এগিয়ে এসেছে । মাঠে গিয়ে তাঁদের হাতে চাল,ডাল, তেল সহ অন্য জিনিসপত্র তুলে দেওয়া হয় ।

এবিষয়ে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বলেন, "খবর পেয়ে আজই মাঠে গিয়ে ওদের চাল, ডাল, তেল সব দিয়ে আসি । আগামীদিনে আরও কিছু প্রয়োজন হলে পাশে থাকব ।"

কুলটি, 15 এপ্রিল : কুলটিতে মেলায় দোকান দিতে এসেছিলেন । কিন্তু লকডাউনের জেরে আটকে পড়েছেন ভিন জেলার ব্যবসায়ীরা । মেলা হয়নি। তাই কিছু বিক্রিও হয়নি । হাতে থাকা টাকাও সব শেষ। তাই অর্ধাহারেই দিন কাটাতে হচ্ছে তাঁদের। শেষে এলাকারই কয়েকজন ও স্বেচ্ছাসেবী সংগঠন তাঁদের পাশে দাঁড়িয়েছে । দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী । কুলটির মিঠানির ঘটনা।

গতমাসের শেষ দিকে কুলটির মিঠানিতে গ্রামীণ উৎসব ছিল। 60 বছর ধরে প্রতিবছর এই উৎসব হয় । আর উৎসব উপলক্ষ্যে বড় মেলা বসে মিঠানির মাঠে। কিন্তু কোরোনা আতঙ্কে এবার শেষ মুহূর্তে বন্ধ হয়ে যায় মেলা । ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার চপ, মথুরার কেক নিয়ে বেশ কয়েকজন ব্যবসায়ী মিঠানি মেলার মাঠে পৌঁছে যায় । কিন্তু, লকডাউনের জেরে আর বাড়ি ফেরা হয়নি । আপাতত পরিবার নিয়েই মিঠানির মাঠে রয়েছেন তাঁরা ।

এলাকার কয়েকজন ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই সব মানুষদের সাহায্য করতে এগিয়ে এসেছে । মাঠে গিয়ে তাঁদের হাতে চাল,ডাল, তেল সহ অন্য জিনিসপত্র তুলে দেওয়া হয় ।

এবিষয়ে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বলেন, "খবর পেয়ে আজই মাঠে গিয়ে ওদের চাল, ডাল, তেল সব দিয়ে আসি । আগামীদিনে আরও কিছু প্রয়োজন হলে পাশে থাকব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.