ETV Bharat / state

অন্ডালে খনিতে বোমাবাজি , আতঙ্কিত শ্রমিক মহল

অন্ডাল থানা এলাকার পড়াশকোল কয়লাখনি থেকে শুক্রবার রাতে কয়লা ভরতি গাড়ি বের হয় । নিয়ম অনুযায়ী সেই কয়লা ভরতি গাড়ি কাঁটাঘরে ওজন করা হয় । শুক্রবার রাত নয়টা নাগাদ এই কাঁটাঘরে কয়লা ওজন হচ্ছিল । সেই সময় জানালায় দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ ।

author img

By

Published : May 10, 2020, 4:46 PM IST

asansol
asansol

অন্ডাল, 10 মে : কাঁটাঘরে কয়লা ওজনের সময় বোমাবাজির অভিযোগ। উত্তপ্ত অন্ডালের পড়াশকোল খনি । এদিকে কয়লার চালানের টাকা একজন প্রভাবশালী নেতা নিয়ে নেন বলে অভিযোগ করেছেন ওই খনির শাসকদলের শ্রমিক সংগঠনের এক নেতা । কিন্তু সেই প্রভাবশালী নেতার স্পষ্ট পরিচয় কেউ জানাননি ।অন্যদিকে বৈধ কয়লার ডিমান্ড অর্ডারেও টাকা নিয়ে কেন অশান্তি সেই বিষয়টি স্পষ্ট নয় । অন্ডাল থানার পুলিশ ঘটনায় দু'জনকে আটক করেছে ।



অন্ডাল থানা এলাকার পড়াশকোল কয়লাখনি থেকে শুক্রবার রাতে কয়লা ভরতি গাড়ি বের হয় । নিয়ম অনুযায়ী, সেই কয়লা ভরতি গাড়ি কাঁটাঘরে ওজন করা হয় । রাত ন'টা নাগাদ কাঁটাঘরে কয়লা ওজন করা হচ্ছিল । সেই সময় ওই কাঁটাঘরের জানালায় দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ ।

শ্রমিক সংগঠন কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের(KKSC) নেতা সুদর্শন সিং বলেন, “কোলিয়ারি থেকে বের হওয়া এই কয়লার ওজনে হেরফের ঘটিয়ে একটা টাকার লেনদেন হয় । সেই টাকা এই এলাকার কোনও প্রভাবশালী নেতা একাই নিয়ে নেওয়ার চেষ্টা করছেন । আর তার ফলেই বিক্ষুব্ধ গোষ্ঠীর লোকেদের সঙ্গে এই টাকার ভাগ নিয়ে প্রায় দিনই ঝামেলা লেগে যাচ্ছে । শান্ত পরিবেশ অশান্ত হয়ে যাচ্ছে । শ্রমিক মহল আতঙ্কিত । দুই গোষ্ঠীর গুলি-বোমার লড়াইয়ে সাধারণ মানুষ কতটা নিরাপদ জানি না ।”

কোলিয়ারিতে নিরাপত্তার দায়িত্বে থাকা CISF বাহিনীর ভূমিকা নিয়েও খনি শ্রমিকদের তরফে প্রশ্ন তোলা হয়েছে । আতঙ্কিত শ্রমিকরা । এই বোমা ও গুলির লড়াইয়ে নিরীহ শ্রমিকদের জীবন যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে ।

এখন প্রশ্ন উঠছে, কোলিয়ারির বৈধ কয়লাতেও কারচুপি কীভাবে চলে ? ডাম্পারে বোঝাই কয়লা কি ওজনে কম থাকে? কোনও গোপন লেনদেন হচ্ছে কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে । একাংশ আধিকারিকের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে । অন্ডাল থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে । আপাতত এই বোমাবাজির ঘটনার পর দুজনকে আটক করেছে পুলিশ । যদিও তারা নিরপরাধ বলে দাবি খনির শাসকদলের শ্রমিক সংগঠন নেতাদের ।

অন্ডাল, 10 মে : কাঁটাঘরে কয়লা ওজনের সময় বোমাবাজির অভিযোগ। উত্তপ্ত অন্ডালের পড়াশকোল খনি । এদিকে কয়লার চালানের টাকা একজন প্রভাবশালী নেতা নিয়ে নেন বলে অভিযোগ করেছেন ওই খনির শাসকদলের শ্রমিক সংগঠনের এক নেতা । কিন্তু সেই প্রভাবশালী নেতার স্পষ্ট পরিচয় কেউ জানাননি ।অন্যদিকে বৈধ কয়লার ডিমান্ড অর্ডারেও টাকা নিয়ে কেন অশান্তি সেই বিষয়টি স্পষ্ট নয় । অন্ডাল থানার পুলিশ ঘটনায় দু'জনকে আটক করেছে ।



অন্ডাল থানা এলাকার পড়াশকোল কয়লাখনি থেকে শুক্রবার রাতে কয়লা ভরতি গাড়ি বের হয় । নিয়ম অনুযায়ী, সেই কয়লা ভরতি গাড়ি কাঁটাঘরে ওজন করা হয় । রাত ন'টা নাগাদ কাঁটাঘরে কয়লা ওজন করা হচ্ছিল । সেই সময় ওই কাঁটাঘরের জানালায় দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ ।

শ্রমিক সংগঠন কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের(KKSC) নেতা সুদর্শন সিং বলেন, “কোলিয়ারি থেকে বের হওয়া এই কয়লার ওজনে হেরফের ঘটিয়ে একটা টাকার লেনদেন হয় । সেই টাকা এই এলাকার কোনও প্রভাবশালী নেতা একাই নিয়ে নেওয়ার চেষ্টা করছেন । আর তার ফলেই বিক্ষুব্ধ গোষ্ঠীর লোকেদের সঙ্গে এই টাকার ভাগ নিয়ে প্রায় দিনই ঝামেলা লেগে যাচ্ছে । শান্ত পরিবেশ অশান্ত হয়ে যাচ্ছে । শ্রমিক মহল আতঙ্কিত । দুই গোষ্ঠীর গুলি-বোমার লড়াইয়ে সাধারণ মানুষ কতটা নিরাপদ জানি না ।”

কোলিয়ারিতে নিরাপত্তার দায়িত্বে থাকা CISF বাহিনীর ভূমিকা নিয়েও খনি শ্রমিকদের তরফে প্রশ্ন তোলা হয়েছে । আতঙ্কিত শ্রমিকরা । এই বোমা ও গুলির লড়াইয়ে নিরীহ শ্রমিকদের জীবন যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে ।

এখন প্রশ্ন উঠছে, কোলিয়ারির বৈধ কয়লাতেও কারচুপি কীভাবে চলে ? ডাম্পারে বোঝাই কয়লা কি ওজনে কম থাকে? কোনও গোপন লেনদেন হচ্ছে কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে । একাংশ আধিকারিকের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে । অন্ডাল থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে । আপাতত এই বোমাবাজির ঘটনার পর দুজনকে আটক করেছে পুলিশ । যদিও তারা নিরপরাধ বলে দাবি খনির শাসকদলের শ্রমিক সংগঠন নেতাদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.