আসানসোল , 27 ফেব্রুয়ারি : একসময় আসানসোলে তৃণমূলের শক্ত পিলার ছিলেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় । কিছুদিন আগেই তিনি BJP-তে যোগদান করেছেন । তবে কয়েকটি অভিযোগে অভিযুক্ত হয়ে কোর্টের নির্দেশে বর্তমানে তিনি জেলা ছাড়া । শুধুমাত্র কোর্টে হাজিরার দিন তিনি জেলায় প্রবেশ করতে পারেন । আজ এমনই হাজিরার দিনে তিনি আসানসোলের রবীন্দ্রভবনের সামনে আসতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দেয় BJP-র নেতা কর্মীরা । সেখানে উপস্থিত ছিলেন BJP-র পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই ।
আসানসোলে প্রভাবশালী ব্যবসায়ী বলেই পরিচিত কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় । পাশাপাশি তিনি ছিলেন তৃণমূলের সমর্থক । সরাসরি রাজনীতির আঙিনায় তাঁকে দেখা না গেলেও ভোটের সময় তাঁর প্রভাব থাকত বলে খবর । কিন্তু দূরত্ব তৈরি হয় আসানসোল লোকসভা কেন্দ্রে দোলা সেন হেরে যাওয়ার পর থেকে । অতীতে, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের ক্লাবে রাজ্যের রাজ্যপাল থেকে শুরু করে বহু নেতা-মন্ত্রীদের আগমন ঘটেছে । কিন্তু লোকসভা ভোটে ভরাডুবির পর থেকেই কৃষ্ণেন্দুর সঙ্গে আস্তে আস্তে দূরত্ব বাড়ে তৃণমূলের । ঠিক এরপরেই তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দাখিল হয় হীরাপুর থানায় । খুনের হুমকি, সম্পত্তি দখল, দাদাগিরি, অশান্তি ছড়ানো সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বর্তমানে কোর্টের নির্দেশে জেলায় ঢুকতে পারেন না । তাঁর BJP-তে যোগদানের দিন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তৃণমূল । সেই মামলা এখনও চলছে ।
আজ হাজিরা দিতে আসার সময় সংবর্ধনা পেয়ে কৃষ্ণেন্দু বলেন, "এত সংবর্ধনা, ভালোবাসা পাব ভাবতে পারিনি । অনেকদিন পর খুব ভালো লাগছে । যাঁরা আমার দুঃসময়ে পাশে ছিলেন, খোঁজ রেখেছেন । খারাপ সময় যাঁরা পাশে থাকেন, তাঁদের সঙ্গে থাকা উচিত ।"