ETV Bharat / state

Kaustav Bagchi: মলয় ঘটকের নাম ইডির কাছে দিয়ে এসেছেন অভিষেক, দাবি কৌস্তভ বাগচীর

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী ৷ বুধবার তাঁর দাবি, মলয় ঘটকের নাম ইডির কাছে অভিষেকই ফাঁস করেছেন ৷

ETV Bharat
কৌস্তভ বাগচী
author img

By

Published : Jul 5, 2023, 6:07 PM IST

কৌস্তভ বাগচীর বক্তব্য

সালানপুর, 5 জুলাই: "যেভাবে নারদাকাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ছিল, সেভাবেই মলয় ঘটক-সহ দলের অন্যান্যদের নাম দিল্লিতে গিয়ে ইডির কাছে ফাঁস করে দিয়ে এসেছে অভিষেক । অন্যদের ফাঁসিয়ে দিয়ে নিজে দুধে-ভাতে থাকতে চাইছেন তিনি ৷" বুধবার এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন, কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী ।

এদিন সালানপুরের রূপনারায়ণপুর ডাবর মোড়ে কংগ্রেস প্রার্থীদের সমর্থনে একটি সভা করতে এসেছিলেন কৌস্তভ। সেই সভায় দাঁড়িয়েই তিনি অভিষেককে তুলোধোনা করেন। কৌস্তভ বাগচী এদিন প্রথমে তাঁর বক্তব্যে সায়নী ঘোষের প্রসঙ্গ তুলে বলেন, "বাংলায় একটা কথা আছে সৎ সঙ্গে স্বর্গবাস ও অসৎ সঙ্গে সর্বনাশ । চোরদের সঙ্গে থাকতে থাকতে এখন সায়নীর এই অবস্থা হয়েছে ।" এরপরই কৌস্তভ বাগচী মলয় ঘটকের প্রসঙ্গ তুলে বলেন, "মলয় ঘটকের মতো একটা পরিবার, যে পরিবারের সবাই আমার মতোই অ্যাডভোকেট। আমার খারাপ লাগে মলয় ঘটকের পরিবারের কী চূড়ান্ত অবনতি হয়েছে তৃণমূল কংগ্রেস দলটা করতে গিয়ে। ইডি বারবার মলয় ঘটককে ডাকছে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি মলয় ঘটককে ইডি অফিসে ডাকার সবথেকে বড় মাস্টারমাইন্ড হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।"

কৌস্তভ বাগচীর দাবি, দিল্লিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মলয় ঘটক-সহ অন্যান্য সব তৃণমূল নেতাদের নাম বলে দিয়ে এসেছেন । ঠিক যেভাবে নারদাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একইভাবে তিনি ইডি অফিসে গিয়ে সবারই নাম লিখে দিয়েছেন। এর একটাই কারণ বাকি সবাই বলির পাঁঠা হোক, অভিষেক যেন দুধে-ভাতে থাকতে পারেন ৷

আরও পড়ুন: ভোট-হিংসার বলি নাবালক! বাবার সামনেই বোমায় নিহত স্কুল পড়ুয়া

কৌস্তভ বাগচী এদিন আরও অভিযোগ করে বলেন, "বিজেপির সঙ্গে একটা সমঝোতা হয়ে গেছে তৃণমূলের । আমি এবং আমাদের পরিবারটি বাঁচব বাকি সবাই গোল্লায় যাক । আমাদের সরকারটা থাকুক৷ আমি আর আমার পিসি ভালো করে থাকব বাকিটাকে তোমরা কাকে জেলে ঢোকাচ্ছো, মারছো, তাতে আমাদের কিছু বলার নেই । এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার গিয়ে ইডি দফতরে দলের নেতাদের নাম উগড়ে দিয়ে আসছে, এটা তাদের দলের দৈন্যদশা অবস্থার প্রতিফলন । আর মলয় বাবুর উদ্দেশ্যে বলব, এতদিন ধরে একটা দল করলেন, এই তার প্রতিদান ?"

কৌস্তভ বাগচীর বক্তব্য

সালানপুর, 5 জুলাই: "যেভাবে নারদাকাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ছিল, সেভাবেই মলয় ঘটক-সহ দলের অন্যান্যদের নাম দিল্লিতে গিয়ে ইডির কাছে ফাঁস করে দিয়ে এসেছে অভিষেক । অন্যদের ফাঁসিয়ে দিয়ে নিজে দুধে-ভাতে থাকতে চাইছেন তিনি ৷" বুধবার এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন, কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী ।

এদিন সালানপুরের রূপনারায়ণপুর ডাবর মোড়ে কংগ্রেস প্রার্থীদের সমর্থনে একটি সভা করতে এসেছিলেন কৌস্তভ। সেই সভায় দাঁড়িয়েই তিনি অভিষেককে তুলোধোনা করেন। কৌস্তভ বাগচী এদিন প্রথমে তাঁর বক্তব্যে সায়নী ঘোষের প্রসঙ্গ তুলে বলেন, "বাংলায় একটা কথা আছে সৎ সঙ্গে স্বর্গবাস ও অসৎ সঙ্গে সর্বনাশ । চোরদের সঙ্গে থাকতে থাকতে এখন সায়নীর এই অবস্থা হয়েছে ।" এরপরই কৌস্তভ বাগচী মলয় ঘটকের প্রসঙ্গ তুলে বলেন, "মলয় ঘটকের মতো একটা পরিবার, যে পরিবারের সবাই আমার মতোই অ্যাডভোকেট। আমার খারাপ লাগে মলয় ঘটকের পরিবারের কী চূড়ান্ত অবনতি হয়েছে তৃণমূল কংগ্রেস দলটা করতে গিয়ে। ইডি বারবার মলয় ঘটককে ডাকছে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি মলয় ঘটককে ইডি অফিসে ডাকার সবথেকে বড় মাস্টারমাইন্ড হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।"

কৌস্তভ বাগচীর দাবি, দিল্লিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মলয় ঘটক-সহ অন্যান্য সব তৃণমূল নেতাদের নাম বলে দিয়ে এসেছেন । ঠিক যেভাবে নারদাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একইভাবে তিনি ইডি অফিসে গিয়ে সবারই নাম লিখে দিয়েছেন। এর একটাই কারণ বাকি সবাই বলির পাঁঠা হোক, অভিষেক যেন দুধে-ভাতে থাকতে পারেন ৷

আরও পড়ুন: ভোট-হিংসার বলি নাবালক! বাবার সামনেই বোমায় নিহত স্কুল পড়ুয়া

কৌস্তভ বাগচী এদিন আরও অভিযোগ করে বলেন, "বিজেপির সঙ্গে একটা সমঝোতা হয়ে গেছে তৃণমূলের । আমি এবং আমাদের পরিবারটি বাঁচব বাকি সবাই গোল্লায় যাক । আমাদের সরকারটা থাকুক৷ আমি আর আমার পিসি ভালো করে থাকব বাকিটাকে তোমরা কাকে জেলে ঢোকাচ্ছো, মারছো, তাতে আমাদের কিছু বলার নেই । এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার গিয়ে ইডি দফতরে দলের নেতাদের নাম উগড়ে দিয়ে আসছে, এটা তাদের দলের দৈন্যদশা অবস্থার প্রতিফলন । আর মলয় বাবুর উদ্দেশ্যে বলব, এতদিন ধরে একটা দল করলেন, এই তার প্রতিদান ?"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.