ETV Bharat / state

Jogen Chowdhury: আসানসোলের শিল্পীর কয়লা দিয়ে আঁকা ছবি কিনলেন যোগেন চৌধুরী

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 12:56 PM IST

Jogen Chowdhury buys Asansol artist's painting: আসানসোলের শিল্পী প্রশান্ত ভট্টাচার্যের কয়লা দিয়ে আঁকা ছবি কিনলেন প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী ৷ তাঁর প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত প্রশান্ত ৷

Jogen Chowdhury
যোগেন চৌধুরী

আসানসোল, 26 সেপ্টেম্বর: এ যেন শিল্পীর কাছেই অবিশ্বাস্য । জামুড়িয়ার প্রত্যন্ত অঞ্চলের শিল্পী প্রশান্ত ভট্টাচার্যের কয়লা দিয়ে আঁকা ছবি কিনলেন বিশিষ্ট চিত্রকর যোগেন চৌধুরী । গতকাল যোগেন চৌধুরীর কাছে নিজের শিল্পকর্ম নিয়ে গিয়েছিলেন কয়লাঞ্চলের শিল্পী প্রশান্ত ভট্টাচার্য । প্রশান্ত'র আঁকার মাধ্যম ও ছবি দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন শিল্পী যোগেন চৌধুরী । একটি ছবি মূল্য দিয়ে কিনেও নিয়েছেন তিনি । জামুড়িয়ার প্রত্যন্ত এলাকার শিল্পীর কাছে যা বিরাট পাওয়া । ঘটনার পর থেকে আনন্দে ঘুমোতে পারেননি তিনি । ইটিভি ভারতকে প্রাথমিক প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছেন প্রশান্ত ভট্টাচার্য ।

তিনি ইটিভি ভারতকে জানান, "একদিকে যেমন আনন্দ হচ্ছে, তেমনই তার পাশাপাশি দায়িত্ব অনেক বেড়ে গেল । আরও অনেক ভালো কাজ করতে হবে । এরপর কয়লা অঞ্চলের এই শিল্পকে পৌঁছে দিতেই হবে ভারতের কোনায় কোনায় ।"

আসানসোলের জামুড়িয়ার কেন্দা এলাকার বাসিন্দা প্রশান্ত ভট্টাচার্য । আসানসোলের বিশিষ্ট চিত্রশিল্পী সত্যেন গঙ্গোপাধ্যায়ের কাছে তাঁর হাতে খড়ি । কিন্তু ক্রমেই যেন সৃষ্টিতে নিজের একটি ধারা তৈরি করে ফেলেছিলেন প্রশান্ত । কয়লা অঞ্চলের মানুষ প্রশান্ত । তাই তিনি চেয়েছিলেন কয়লাকেই যদি মাধ্যম করা যায় ছবি আঁকার ক্ষেত্রে । আর সেই ভাবনা থেকেই কয়লা গুঁড়ো করে কালো রং তৈরি করে সাদা-কালো ছবি আঁকা শুরু করেন প্রশান্ত ভট্টাচার্য । শুধু তাই নয়, কয়লা গুঁড়ো দিয়ে তাঁর নানা শিল্পকর্ম রয়েছে ।

আরও পড়ুন: অমর্ত্য সেনকে হেনস্তা মানে রবীন্দ্রনাথের আদর্শকে অপমান, মত যোগেন চৌধুরীর

ইতিমধ্যেই আসানসোলে তাঁর একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে । কয়লার কালো রং দিয়ে ক্যানভাসে ফুটিয়ে তোলা নানা সাদা-কালো ছবি শিল্পাঞ্চলের মানুষের কাছে সমাদৃত হয়েছে । কিন্তু এ বার যেন একেবারে হাতে চাঁদ পাওয়া । গতকাল নিজের কিছু কাজকর্ম নিয়ে যোগেন চৌধুরীর কাছে পৌঁছে গিয়েছিলেন প্রশান্ত ভট্টাচার্য । যোগেন চৌধুরীর আর্ট গ্যালারিতে গিয়েই সেই ছবিগুলি শিল্পীকে দেখান প্রশান্ত। যোগেন চৌধুরী প্রশান্ত'র কাজ দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেন । তাঁর আঁকা একটি পাখির ছবিও কিনেছেন যোগেন চৌধুরী ।

যোগেন চৌধুরীর মতো একজন উচ্চমাপের শিল্পী জামুড়িয়ার প্রত্যন্ত গ্রামের শিল্পীর ছবি কিনছেন, এর চেয়ে আর বড় পাওয়ার কিছু ছিল না, আনন্দে তাই ঘুম ছুটেছে প্রশান্ত'র । যোগেন চৌধুরী ছবি কেনার পাশাপাশি তাঁকে একটি চিরকুটে ছবি কেনার কথা লিখে দিয়েছেন । সেটাই এখন আজীবনের সঞ্চয় বলে জানিয়েছেন প্রশান্ত ভট্টাচার্য ।

আসানসোল, 26 সেপ্টেম্বর: এ যেন শিল্পীর কাছেই অবিশ্বাস্য । জামুড়িয়ার প্রত্যন্ত অঞ্চলের শিল্পী প্রশান্ত ভট্টাচার্যের কয়লা দিয়ে আঁকা ছবি কিনলেন বিশিষ্ট চিত্রকর যোগেন চৌধুরী । গতকাল যোগেন চৌধুরীর কাছে নিজের শিল্পকর্ম নিয়ে গিয়েছিলেন কয়লাঞ্চলের শিল্পী প্রশান্ত ভট্টাচার্য । প্রশান্ত'র আঁকার মাধ্যম ও ছবি দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন শিল্পী যোগেন চৌধুরী । একটি ছবি মূল্য দিয়ে কিনেও নিয়েছেন তিনি । জামুড়িয়ার প্রত্যন্ত এলাকার শিল্পীর কাছে যা বিরাট পাওয়া । ঘটনার পর থেকে আনন্দে ঘুমোতে পারেননি তিনি । ইটিভি ভারতকে প্রাথমিক প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছেন প্রশান্ত ভট্টাচার্য ।

তিনি ইটিভি ভারতকে জানান, "একদিকে যেমন আনন্দ হচ্ছে, তেমনই তার পাশাপাশি দায়িত্ব অনেক বেড়ে গেল । আরও অনেক ভালো কাজ করতে হবে । এরপর কয়লা অঞ্চলের এই শিল্পকে পৌঁছে দিতেই হবে ভারতের কোনায় কোনায় ।"

আসানসোলের জামুড়িয়ার কেন্দা এলাকার বাসিন্দা প্রশান্ত ভট্টাচার্য । আসানসোলের বিশিষ্ট চিত্রশিল্পী সত্যেন গঙ্গোপাধ্যায়ের কাছে তাঁর হাতে খড়ি । কিন্তু ক্রমেই যেন সৃষ্টিতে নিজের একটি ধারা তৈরি করে ফেলেছিলেন প্রশান্ত । কয়লা অঞ্চলের মানুষ প্রশান্ত । তাই তিনি চেয়েছিলেন কয়লাকেই যদি মাধ্যম করা যায় ছবি আঁকার ক্ষেত্রে । আর সেই ভাবনা থেকেই কয়লা গুঁড়ো করে কালো রং তৈরি করে সাদা-কালো ছবি আঁকা শুরু করেন প্রশান্ত ভট্টাচার্য । শুধু তাই নয়, কয়লা গুঁড়ো দিয়ে তাঁর নানা শিল্পকর্ম রয়েছে ।

আরও পড়ুন: অমর্ত্য সেনকে হেনস্তা মানে রবীন্দ্রনাথের আদর্শকে অপমান, মত যোগেন চৌধুরীর

ইতিমধ্যেই আসানসোলে তাঁর একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে । কয়লার কালো রং দিয়ে ক্যানভাসে ফুটিয়ে তোলা নানা সাদা-কালো ছবি শিল্পাঞ্চলের মানুষের কাছে সমাদৃত হয়েছে । কিন্তু এ বার যেন একেবারে হাতে চাঁদ পাওয়া । গতকাল নিজের কিছু কাজকর্ম নিয়ে যোগেন চৌধুরীর কাছে পৌঁছে গিয়েছিলেন প্রশান্ত ভট্টাচার্য । যোগেন চৌধুরীর আর্ট গ্যালারিতে গিয়েই সেই ছবিগুলি শিল্পীকে দেখান প্রশান্ত। যোগেন চৌধুরী প্রশান্ত'র কাজ দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেন । তাঁর আঁকা একটি পাখির ছবিও কিনেছেন যোগেন চৌধুরী ।

যোগেন চৌধুরীর মতো একজন উচ্চমাপের শিল্পী জামুড়িয়ার প্রত্যন্ত গ্রামের শিল্পীর ছবি কিনছেন, এর চেয়ে আর বড় পাওয়ার কিছু ছিল না, আনন্দে তাই ঘুম ছুটেছে প্রশান্ত'র । যোগেন চৌধুরী ছবি কেনার পাশাপাশি তাঁকে একটি চিরকুটে ছবি কেনার কথা লিখে দিয়েছেন । সেটাই এখন আজীবনের সঞ্চয় বলে জানিয়েছেন প্রশান্ত ভট্টাচার্য ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.