ETV Bharat / state

আমি দিদির সঙ্গেই আছি: জিতেন্দ্র তিওয়ারি - jitendra tiwari said, "i am with didi"

দলে পুরানো জায়গা ফিরে পেতে তৃণমূল ভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে ৷ কিন্তু শেষে খালি হাতেই ফিরতে হয় তাঁকে৷

জিতেন্দ্র তিওয়ারি
জিতেন্দ্র তিওয়ারি
author img

By

Published : Jan 22, 2021, 9:02 PM IST

আসানসোল,22 জানুয়ারি: "শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় কিংবা জিতেন্দ্র তিওয়ারি সবাইকে দিদি বানিয়েছেন। তাতে কে তৃণমূল ছেড়ে গেল তাতে দিদির কিছু এসে যায় না ৷ "। রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্ব ছাড়া প্রসঙ্গে একথাই বললেন জিতেন্দ্র তিওয়ারি৷

গত কয়েকদিন ধরেই জিতেন্দ্র তিওয়ারির ফেসবুক পোস্টকে ঘিরে জল্পনা ছড়িয়েছিল ৷ যদিও "ফেসবুক পোস্ট সবসময় রাজনৈতিক হয় না" বলে সেই জল্পনায় জল ঢেলেছেন তিনি ৷ তিনি বলেন," অনেক বিজেপি সমর্থক আছেন যাঁরা আমাকে পছন্দ করেন ৷ তাই এই জল্পনা বাড়ছে ৷ "

কী বললেন জিতেন্দ্র তিওয়ারি

আরও পড়ুন: বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

দলে পুরোনো জায়গা ফিরে পেতেই তিনি তৃণমূল ভবনে গিয়েছিলেন ৷ উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ঝামেলা নেওয়া ৷ কিন্তু সে গুড়ে বালি ৷ কার্যত খালি হাতেই ফিরতে হয়েছে তাঁকে ৷ বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি ক্ষুব্ধ হয়ে জানান,"আমি কোথায় বলেছি যে আমি বিজেপিতে যাচ্ছি? আমি দিদির সঙ্গেই আছি৷"

তিনি বলেন," অনেক বিজেপি সমর্থক আমার সঙ্গে যোগাযোগ রাখছে ৷ তাঁরা তৃণমূলেই ভোট দেবেন৷"

আসানসোল,22 জানুয়ারি: "শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় কিংবা জিতেন্দ্র তিওয়ারি সবাইকে দিদি বানিয়েছেন। তাতে কে তৃণমূল ছেড়ে গেল তাতে দিদির কিছু এসে যায় না ৷ "। রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্ব ছাড়া প্রসঙ্গে একথাই বললেন জিতেন্দ্র তিওয়ারি৷

গত কয়েকদিন ধরেই জিতেন্দ্র তিওয়ারির ফেসবুক পোস্টকে ঘিরে জল্পনা ছড়িয়েছিল ৷ যদিও "ফেসবুক পোস্ট সবসময় রাজনৈতিক হয় না" বলে সেই জল্পনায় জল ঢেলেছেন তিনি ৷ তিনি বলেন," অনেক বিজেপি সমর্থক আছেন যাঁরা আমাকে পছন্দ করেন ৷ তাই এই জল্পনা বাড়ছে ৷ "

কী বললেন জিতেন্দ্র তিওয়ারি

আরও পড়ুন: বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

দলে পুরোনো জায়গা ফিরে পেতেই তিনি তৃণমূল ভবনে গিয়েছিলেন ৷ উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ঝামেলা নেওয়া ৷ কিন্তু সে গুড়ে বালি ৷ কার্যত খালি হাতেই ফিরতে হয়েছে তাঁকে ৷ বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি ক্ষুব্ধ হয়ে জানান,"আমি কোথায় বলেছি যে আমি বিজেপিতে যাচ্ছি? আমি দিদির সঙ্গেই আছি৷"

তিনি বলেন," অনেক বিজেপি সমর্থক আমার সঙ্গে যোগাযোগ রাখছে ৷ তাঁরা তৃণমূলেই ভোট দেবেন৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.