ETV Bharat / state

আর্থিক নয়ছয়ের অভিযোগে গ্রেপ্তার জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের প্রাক্তন টিচার-ইন-চার্জ - Durgapur news

স্কুলের প্রধান শিক্ষক জয়নুল হক বলেন , " বামাকালীবাবু যে সময়ে টিচার-ইন-চার্জ ছিলেন , সেই সময় স্কুলের ছাত্রছাত্রীদের মাস মাইনের টাকার হিসাব মিলছে না ৷ স্কুলের আরও কিছু তহবিলে হিসাবে ব্যাপক গড়মিল ধরা পড়েছে । আমরা তাঁকে হিসাব মেলানোর জন্য বারবার বলেছিলাম ৷ তিনি মিলিয়ে দিতে পারেননি ৷ "

teacher
author img

By

Published : Oct 25, 2019, 5:40 PM IST

জেমুয়া, 25 অক্টোবর : আর্থিক তছরুপের অভিযোগ ছিল জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ৷ আজ তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ অভিযুক্তের নাম বামাকালী মণ্ডল ৷ কয়েকমাস আগে তাঁর বিরুদ্ধে প্রথম অভিযোগ ওঠে ৷ তাঁকে নিয়ে বিতর্ক শুরু হয় স্কুলে ৷ অভিযোগ , তিনি যখন টিচার-ইন-চার্জ ছিলেন , স্কুলের আর্থিক তহবিলের হিসাবে গড়মিল ছিল ৷ আজ তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ৷

স্কুলের প্রধান শিক্ষক জয়নুল হক বলেন , " বামাকালীবাবু যে সময়ে টিচার-ইন-চার্জ ছিলেন , সেই সময় স্কুলের ছাত্রছাত্রীদের মাস মাইনের টাকার হিসাব মিলছে না ৷ স্কুলের আরও কিছু তহবিলে হিসাবে ব্যাপক গড়মিল ধরা পড়েছে । আমরা তাঁকে হিসাব মেলানোর জন্য বারবার বলেছিলাম ৷ তিনি মিলিয়ে দিতে পারেননি ৷ "

পুজোর আগেও এই বিষয়ে অশান্তি হয় স্কুল চত্বরে ৷ বামাকালী বাবুকে টাকা ফেরতের দাবিতে ঘেরাও করেছিল ছাত্র ছাত্রীরা । সে বার স্কুল ছুটির পর নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থানে আসে৷ অভিযুক্ত ওই শিক্ষককে উদ্ধার করে পুলিশ ।

গতকাল আবার টাকা ফেরতের দাবিতে তাঁকে ঘেরাও করে ছাত্র-ছাত্রীরা । অনান্য শিক্ষক-শিক্ষিকারা স্কুল ছুটির পরেও 5 ঘণ্টা আটকে ছিলেন সেখানে ৷ ঘটনাস্থানে লাউদোহার BDO, জেলা পরিষদের কর্মাধক্ষ্য সুজিত মুখোপাধ্যায় এবং নিউ টাউনশিপ থানার পুলিশে আসে । ছাত্র-ছাত্রীরা দাবি জানায় , অবিলম্বে গ্রেপ্তার করতে হবে অভিযুক্ত শিক্ষককে ৷ এরপর BDO এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্র-ছাত্রীরা ৷ পুরোনো অভিযোগের ভিত্তিতে পুলিশ বামাকালীবাবুকে গ্রেপ্তার করে ৷ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় তাঁকে ৷ আগামী 5 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

স্কুলের বর্তমান প্রধান শিক্ষক জয়নুল হকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনেন বামাকালী মণ্ডল ৷ তিনি বলেন , "আমাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে ৷ মারধরও করা হয়েছে ৷ "

জেমুয়া, 25 অক্টোবর : আর্থিক তছরুপের অভিযোগ ছিল জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ৷ আজ তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ অভিযুক্তের নাম বামাকালী মণ্ডল ৷ কয়েকমাস আগে তাঁর বিরুদ্ধে প্রথম অভিযোগ ওঠে ৷ তাঁকে নিয়ে বিতর্ক শুরু হয় স্কুলে ৷ অভিযোগ , তিনি যখন টিচার-ইন-চার্জ ছিলেন , স্কুলের আর্থিক তহবিলের হিসাবে গড়মিল ছিল ৷ আজ তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ৷

স্কুলের প্রধান শিক্ষক জয়নুল হক বলেন , " বামাকালীবাবু যে সময়ে টিচার-ইন-চার্জ ছিলেন , সেই সময় স্কুলের ছাত্রছাত্রীদের মাস মাইনের টাকার হিসাব মিলছে না ৷ স্কুলের আরও কিছু তহবিলে হিসাবে ব্যাপক গড়মিল ধরা পড়েছে । আমরা তাঁকে হিসাব মেলানোর জন্য বারবার বলেছিলাম ৷ তিনি মিলিয়ে দিতে পারেননি ৷ "

পুজোর আগেও এই বিষয়ে অশান্তি হয় স্কুল চত্বরে ৷ বামাকালী বাবুকে টাকা ফেরতের দাবিতে ঘেরাও করেছিল ছাত্র ছাত্রীরা । সে বার স্কুল ছুটির পর নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থানে আসে৷ অভিযুক্ত ওই শিক্ষককে উদ্ধার করে পুলিশ ।

গতকাল আবার টাকা ফেরতের দাবিতে তাঁকে ঘেরাও করে ছাত্র-ছাত্রীরা । অনান্য শিক্ষক-শিক্ষিকারা স্কুল ছুটির পরেও 5 ঘণ্টা আটকে ছিলেন সেখানে ৷ ঘটনাস্থানে লাউদোহার BDO, জেলা পরিষদের কর্মাধক্ষ্য সুজিত মুখোপাধ্যায় এবং নিউ টাউনশিপ থানার পুলিশে আসে । ছাত্র-ছাত্রীরা দাবি জানায় , অবিলম্বে গ্রেপ্তার করতে হবে অভিযুক্ত শিক্ষককে ৷ এরপর BDO এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্র-ছাত্রীরা ৷ পুরোনো অভিযোগের ভিত্তিতে পুলিশ বামাকালীবাবুকে গ্রেপ্তার করে ৷ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় তাঁকে ৷ আগামী 5 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

স্কুলের বর্তমান প্রধান শিক্ষক জয়নুল হকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনেন বামাকালী মণ্ডল ৷ তিনি বলেন , "আমাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে ৷ মারধরও করা হয়েছে ৷ "

Intro:আর্থিক তছরূপের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হলো জেমুয়া ভাদুবালা স্কুলের শিক্ষক বামাকালী মন্ডলকে।শুক্রবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হল অভিযুক্ত শিক্ষক বামাকালী মন্ডলকে।
বেশ কয়েকমাস ধরে জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের এই শিক্ষককে নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।স্কুলের প্রধান শিক্ষক জয়নুল হকের অভিযোগ, স্কুলের ছাত্রছাত্রীদের মাস মাইনের টাকা সহ বিদ্যালয়ের আরো বেশ কিছু তহবিলে হিসেবে ব্যাপক গরমিল ধরা পড়েছে বামাকালীবাবু টিচার-ইন-চার্জ থাকাকালীন। বেশ কয়েকবার হিসেব বুঝিয়ে দেওয়ার জন্য ওই শিক্ষককে বলা হলেও উনি তা দেননি।
পুজোর আগেও এই ইস্যুতে স্কুলের মধ্যেই জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক বামাকালী মণ্ডলকে ঘিরে ধরে টাকা ফেরতের দাবীতে ঘেরাও করে রেখেছিল ছাত্র ছাত্রীরা। সেইবারও স্কুল ছুটির পর নিউটাউনশীপ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে অভিযুক্ত ঐ শিক্ষককে।ঘরে ফিরে অভিযুক্ত ঐ শিক্ষক অসুস্থ হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।সেখানেও ছাত্র-ছাত্রীরা গিয়ে টাকা ফেরত চাই।বামাকালী বাবু কে এরপরে গতকাল টাকা ফেরত দিতে বলে ছাত্র-ছাত্রীরা ঘেরাও করে।অনান্য শিক্ষক-শিক্ষিকাদের ও স্কুল ছুটির পরে দীর্ঘ ৫ ঘন্টা বেরোতে দেয়নি ছাত্র-ছাত্রীরা।ঘটনাস্থলে লাউদোহার বিডিও,জেলা পরিষদের কর্মাধক্ষ্য সুজিত মুখার্জি সহ নিউটাউনশীপ থানার পুলিশে আসে।ছাত্ররা দাবী তোলে যে অভিযুক্ত ওই শিক্ষককে কোমরে দড়ি বেঁধে নিয়ে যেতে হবে।পুলিশ তা না করায় বিডিও,পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্ররা।স্কুলের পক্ষ থেকে আগেই ওই শিক্ষকের নামে আর্থিক তছরুপের যে মামলা ছিল তার ভিত্তিতেই পুলিশ ওই শিক্ষক কে গ্রেপ্তার করে আজ আদালতে তোলে।তবে অভিযুক্ত ওই শিক্ষক পালটা অভিযোগ করেছেন স্কুলের বর্তমান প্রধান শিক্ষক জয়নুল হকের বিরুদ্ধেও।Body:HConclusion:H

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.